'সন্তানের বাবা হতে চাই' কাকে বললেন সলমন খান? নিজের অতীতের সম্পর্ক নিয়েও অকপট হয়ে কী বললেন তিনি!

Last Updated:
শুধু অভিনয় নয় ব্যক্তিগত জীবনেও বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন সলমন খান ও আমির খান। সম্প্রতি টুইঙ্কল খান্না ও কাজলের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দুই খানের এই জুটি। অনুষ্ঠানে এসে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা করেন দু’জন।
1/5
 শুধু অভিনয় নয় ব্যক্তিগত জীবনেও বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন সলমন খান ও আমির খান। সম্প্রতি টুইঙ্কল খান্না ও কাজলের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দুই খানের এই জুটি। অনুষ্ঠানে এসে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা করেন দু’জন।
শুধু অভিনয় নয় ব্যক্তিগত জীবনেও বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন সলমন খান ও আমির খান। সম্প্রতি টুইঙ্কল খান্না ও কাজলের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দুই খানের এই জুটি। অনুষ্ঠানে এসে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা করেন দু’জন।
advertisement
2/5
 সেখানেই আমির জানান, প্রথম দিকে তিনি কিছুটা বাঁকা চোখেই দেখতেন সলমনকে। তাঁদের কাছে আনে ‘আন্দাজ় অপনা অপনা’ ছবি। সেই ছবির সময় থেকে বন্ধুত্ব হতে শুরু করে দু'জনের। আমির জানান, তাঁর যখন রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে, সেই সময় সলমনের সঙ্গে বন্ধুত্ব আরও বেশি গাঢ় হতে শুরু করে।
সেখানেই আমির জানান, প্রথম দিকে তিনি কিছুটা বাঁকা চোখেই দেখতেন সলমনকে। তাঁদের কাছে আনে ‘আন্দাজ় অপনা অপনা’ ছবি। সেই ছবির সময় থেকে বন্ধুত্ব হতে শুরু করে দু'জনের। আমির জানান, তাঁর যখন রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে, সেই সময় সলমনের সঙ্গে বন্ধুত্ব আরও বেশি গাঢ় হতে শুরু করে।
advertisement
3/5
‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে খুবই ব্যস্ত সলমান। তাঁর আগের ছবি ‘সিকান্দার’ বক্স-অফিসে মুখ থুবড়ে পড়ে। তার পরই পরবর্তী প্রজেক্টের জন্য তিনি নিজের সবটা উজাড় করে দিচ্ছেন। লাইফস্টাইল পাল্টে ফেলেছেন। ৫৯ বছর বয়সী এই সুপারস্টার কঠিন ডায়েট মেনে চলছেন। ছেড়েছেন মদ্যপান, ফাস্ট ফুড।
নিজের অতীতের সম্পর্ক নিয়েও অকপট ছিলেন সলমন। তিনি বলেন, “সম্পর্কে যখন একজন সঙ্গী আর একজনের চেয়ে বেশি এগিয়ে গেলেই, সমস্যার শুরু হয়। সেখান থেকেই জায়গা নিতে শুরু করে নিরাপত্তাহীনতা। তাই দু’জনের একসঙ্গে উন্নতি করা খুব জরুরি।”
advertisement
4/5
সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে সলমান খান দাবি করেন, ২০০৮ সালে তাঁকে আইপিএল দলের মালিক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই সুযোগ তিনি নিজেই ফিরিয়ে দেন। কিন্তু কেন? তার পরও আর কখনও কেন সলমান আইপিএলে দল কেনার ব্যাপারে আগ্রহ দেখাননি!
নিজের অতীতের সম্পর্ক নিয়ে সলমন আমিরকে কিছুটা হালকা চালেই উত্তর দেন, “আরে ভাই, সম্পর্ক জমেনি! আর কী করা যাবে! কাউকে যদি দোষ দিতেই হয়, তা হলে আমাকে দোষ দেওয়াই ভাল।”
advertisement
5/5
সলমান এদিন অনুষ্ঠানে এসে বলেন, ২০০৮ সালেই আমার কাছে প্রস্তাব ছিল। তবে আইপিএলের দল কিনতে চাইনি। আর সেই সিদ্ধান্ত নিয়ে আমার কোনও অনুশোচনা নেই। বরং আমি খুশি।
প্রসঙ্গত, নিজের জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু স্থায়ী হয়নি কোনওটাই। বিয়েও করেননি, বলিউডের চুলবুল সলমন খান। কিন্তু বাবা হওয়ার স্বপ্ন দেখেন তিনি। এই প্রসঙ্গে সলমন বলেন, “একদিন আমার অনেকগুলো সন্তান থাকবে। খুব শীঘ্রই! দেখা যাক।”
advertisement
advertisement
advertisement