Salman khan | Juhi Chawla: জুহি চাওলার সঙ্গে বিয়ে করতে চেয়েছিলেন সলমন, জুহির বাবার কাছে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন, তারপর কী হল?
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Salman Khan wanted to marry Juhi Chawla:
বলিউডের সালমান খানের বিয়ে নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু প্রতিবারই তিনি হয় নিজেকে এই সংক্রান্ত প্রশ্ন থেকে দূরে রেখেছেন অথবা এই প্রশ্নগুলো নিয়ে মজা করেছেন। কিন্তু, আপনি জেনে অবাক হবেন, এই সলমনই বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। বিয়ে করতে চেয়েছিলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী জুহি চাওলাকে। এ নিয়ে জুহির বাবার সঙ্গেও কথা বলেছিলেন। কিন্তু তারপর..
advertisement
advertisement
তবে, এই সলমনই নাকি একসময় বিয়ে করতে চেয়েছিলেন জুহি চাওলাকে। সম্প্রতি, পুরনো একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ক্লিপটি নব্বইয়ের দশকের। সলমন খানকে নেওয়া পুরনো একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, তিনি নাকি একবার জুহি চাওলার বাবার তাঁর মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সলমনের সেই প্রস্তাব জুহির বাবা দ্বারা তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেছিলেন। যদিও প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ কী ছিল তা জানা যায়নি। জুহি ১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন।
advertisement
সম্প্রতি এক ব্যক্তি টুইটারে সলমনের পুরনো একটি সাক্ষাত্কারের একটি ছোট ক্লিপ শেয়ার করেছেন। ভিডিওতে সালমান বলছেন, "জুহি খুব কিউট। সুন্দরী। আমি একবার ওঁর বাবাকে জিজ্ঞেস করেছিলাম, উনি আমার সঙ্গে ওঁর মেয়ের বিয়ে দেবেন কি না।" এরপরে সলমনকে প্রশ্ন করা হয়, "আপনি সত্যি জিজ্ঞেস করেছিলেন? উনি কি বলেছিলেন?" সলমন উত্তর দেন, "না।" এর কারণ জানতে চাইলে সালমান জবাব দেন, "বিলটা মানানসই ছিল না, মনে হয়।"
advertisement