Bollywood News: করিনার বাথরুমে 'থাকতেন' সলমন! নায়িকার বয়স বাড়তেই দিলেন সরিয়ে! হতাশ টাইগার যা বললেন...

Last Updated:
Bollywood News: একাধিক ছবি করার সুবাদে পেশাগত গণ্ডি পেরিয়ে সহজ বন্ধু্ত্ব গড়ে ওঠে সলমন-করিনার। কিন্তু এক সময় সহ-অভিনেতার অনুরাগী ছিলেন কাপুর-কন্যা।
1/5
বডিগার্ড, বজরঙ্গি ভাইজান, কিউ কি...- বলিউডে এই ছবিগুলি এখন নস্টালজিয়ার ভাঁড়ার। আর তা উপুড় করলেই মন্থিত হয় নায়ক-নায়িকার রসায়ন। সলমন খান এবং করিনা কাপুর খানের চোখ ধাঁধানো সমীকরণ।
বডিগার্ড, বজরঙ্গি ভাইজান, কিউ কি...- বলিউডে এই ছবিগুলি এখন নস্টালজিয়ার ভাঁড়ার। আর তা উপুড় করলেই মন্থিত হয় নায়ক-নায়িকার রসায়ন। সলমন খান এবং করিনা কাপুর খানের চোখ ধাঁধানো সমীকরণ।
advertisement
2/5
একাধিক ছবি করার সুবাদে পেশাগত গণ্ডি পেরিয়ে সহজ বন্ধু্ত্ব গড়ে ওঠে সলমন-করিনার। কিন্তু জানেন কি, এক সময় সহ-অভিনেতার অনুরাগী ছিলেন কাপুর-কন্যা?
একাধিক ছবি করার সুবাদে পেশাগত গণ্ডি পেরিয়ে সহজ বন্ধু্ত্ব গড়ে ওঠে সলমন-করিনার। কিন্তু জানেন কি, এক সময় সহ-অভিনেতার অনুরাগী ছিলেন কাপুর-কন্যা?
advertisement
3/5
এক সাক্ষাৎকারে সলমন সেই আখ্যান ফাঁস করেন। অভিনেতা বলেন,
এক সাক্ষাৎকারে সলমন সেই আখ্যান ফাঁস করেন। অভিনেতা বলেন, "অনেক দিন আগের কথা। করিনার বাথরুমে আমার পোস্টার ছিল। আমি ওর বাড়িতে আমার পোস্টার দেখেছিলাম। তখন আট-ন'বছর বছর বয়স ছিল। সে আমার ফ্যান ছিল। ১৫-১৬ বছর বয়সে আমার পোস্টার বদলে রাহুল রায়ের পোস্টার এসেছিল।"
advertisement
4/5
সলমন-করিনাকে শেষ একসঙ্গে দেখা গিয়েছিল বজরঙ্গি ভাইজান ছবিতে। তাঁদের রসায়ন দর্শকের মন জয় করেছিল।
সলমন-করিনাকে শেষ একসঙ্গে দেখা গিয়েছিল বজরঙ্গি ভাইজান ছবিতে। তাঁদের রসায়ন দর্শকের মন জয় করেছিল।
advertisement
5/5
শুধু সলমনই নয়, শাহরুখ এবং আমির খানের সঙ্গেও পাল্লা দিয়ে কাজ করেছেন করিনা। তিন খানের সঙ্গেই একাধিক হিট ছবি তাঁর।
শুধু সলমনই নয়, শাহরুখ এবং আমির খানের সঙ্গেও পাল্লা দিয়ে কাজ করেছেন করিনা। তিন খানের সঙ্গেই একাধিক হিট ছবি তাঁর।
advertisement
advertisement
advertisement