Salman Khan: সলমনের জীবনে বিরাট দুঃসংবাদ! প্রিয়জনকে হারালেন ভাইজান, সঙ্গীর বিয়োগে শোকে কাতর বলি অভিনেতা
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Salman Khan: টোরোর কিছু আদুরে ছবি-ভিডিও এবং তার সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ছবি-ভিডিও দিয়ে একটি রিলও বানিয়েছেন ইউলিয়া।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সলমন-রশ্মিকার সিকন্দর সম্প্রতি আইএমডিবি-তে চলতি বছরের সবথেকে প্রতীক্ষিত ছবির তালিকায় শীর্ষ স্থান লাভ করেছে। এই প্রসঙ্গে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে পরিচালক ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে বলেন যে, “২০২৫ সালের মোস্ট অ্যান্টিসিপেটেড ইন্ডিয়ান মুভিজ-এর তালিকার শীর্ষে জায়গা পেয়েছে সিকন্দর। এটা দেখে আমি সত্যিই আপ্লুত। আর সলমন খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই অতুলনীয়। ‘সিকন্দর’-কে জীবন্ত করে তোলার জন্য ওঁর এনার্জি, ডেডিকেশন ভাষায় প্রকাশ করা সম্ভব নয়!”
advertisement
এছাড়াও জোর জল্পনা শাহরুখ খানের সঙ্গে ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতে দেখা যেতে পারে সলমন খানকে। শোনা যাচ্ছে, দুই অভিনেতাই চিত্রনাট্য শুনেছেন এবং তাঁরা সম্মতিও দিয়েছেন। এদিকে আবার পরিচালক রোহিত শেঠির কপ-ইউনিভার্সে ‘দবঙ্গ’-এর চুলবুল পাণ্ডে রূপে প্রবেশ করছেন সলমন। সেখানে আবার ‘সিংহম’ হিসেবে থাকছেন অজয় দেবগনও। আসলে ‘সিংহম এগেইন’ ছবিতে সলমনের ক্যামিও থেকেই এই বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছে।