বয়সে ১৯ বছরের ছোট নায়িকার সঙ্গে পর্দায় জমজমাট রসায়ন সুপারস্টারের, মুক্তির সঙ্গে সঙ্গে এই ছবিটি সুপারহিট তো হয়েছিলই, সঙ্গে জিতে নিয়েছিল ডজনখানেক পুরস্কারও
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Superhit Film Of 2015: মুক্তির পরে দেখা যায়, ছবিটি বক্স অফিসে সুপারহিট তো হয়েছিল। সেই সঙ্গে জিতে নিয়েছিল ১-২টি নয়, বরং একসঙ্গে ১৩টি পুরস্কার।
বছর দশেক আগে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল একটি রোম্যান্টিক ধারার ফ্যামিলি ড্রামা। বড় পর্দায় বয়সে ১৯ বছরের ছোট নায়িকার সঙ্গে দুর্ধর্ষ রসায়ন দেখা গিয়েছিল সুপারস্টারের। মুক্তির পরে দেখা যায়, ছবিটি বক্স অফিসে সুপারহিট তো হয়েছিল। সেই সঙ্গে জিতে নিয়েছিল ১-২টি নয়, বরং একসঙ্গে ১৩টি পুরস্কার। নিজের গোটা পরিবারের সঙ্গে বসে যে কেউ দেখতে পারেন ছবিটি। আর এখানে যে ছবিটির কথা বলা হচ্ছে, তার নাম ‘প্রেম রতন ধন পায়ো’।
advertisement
এটি রোম্যান্টিক ধারার ফ্যামিলি ড্রামা। যা মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। আর এই ছবিটি পরিচালনা করেছিলেন সুরজ বরজাতিয়া। ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা গিয়েছিল বলিউডের ভাইজান সলমন খানকে। একজন সাদামাটা এবং খাঁটি প্রকৃতির মানুষ প্রেম দিলওয়ালা এবং রাজকুমার যুবরাজ বিজয় সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সলমন। আর তাঁর বিপরীতে দেখা গিয়েছিল সোনম কাপুরকে।
advertisement
এই ছবির গল্পটি শুরু হচ্ছে প্রেম দিলওয়ালাকে কেন্দ্র করে। তিনি রামলীলা ট্রুপে কাজ করেন এবং দরিদ্র-অসহায় শিশুদেরও সাহায্য করেন। এদিকে রাজকুমারী মৈথিলি (সোনম কাপুর) এনজিও চালান। তাঁর প্রতি একটা একপেশে প্রেমের টান রয়েছে প্রেমের। অন্যদিকে বিজয় সিং একজন রাজপুত্র। কিন্তু নিজের সৎ ভাইবোনদের সঙ্গে তাঁর সুসম্পর্ক নেই। ইতিমধ্যেই বিজয় সিংয়ের উপর হামলা হয় এবং তিনি আহত হন। আর চেহারার সাদৃশ্য থাকার কারণে প্রেম দিলওয়ালাকে বিজয়ের জায়গা নিতে বলা হয়। যাতে রাজ্যে নিয়মশৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়। সেই সঙ্গে আক্রমণকারীদেরও সন্ধান পাওয়া যায়।
advertisement
এদিকে নিজের সততা এবং নিষ্কলুষতার জোরে রাজপ্রাসাদের সকলের বিশেষ করে রাজকন্যা মৈথিলির মন জয় করে নেন প্রেম দিলওয়ালা। ধীরে ধীরে মৈথিলির মনেও প্রেমের প্রতি একটা টান জন্মায়। আর যখন সত্যটা সামনে আসে যে, প্রেম আদতে সত্যিকারের রাজকুমার নন, তখন রীতিমতো ভেঙে পড়েন মৈথিলি। এই ছবিতে সোনম কাপুরের সঙ্গে সলমন খানের রসায়ন ভক্তদের মন ছুঁয়ে গিয়েছে। যদিও আসলে তাঁদের মধ্যে বয়সের ফারাক প্রায় ১৯ বছরের। এদিকে ছবির গানগুলিও সুপারহিট হয়েছে। ‘প্রেম রতন ধন পায়ো’, ‘প্রেম লীলা’, ‘আজ উসনে কেহনা হ্যায়’ গানগুলি সকলেই পছন্দ করেছেন।
advertisement
Bollywood Hungama প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ভারতে প্রায় ২৯১.৮৯ কোটি টাকার ব্যবসা করেছে ‘প্রেম রতন ধন পায়ো’। সারা বিশ্ব জুড়ে এই ছবিটি মোট আয় করেছিল ৩৮৮.৪৮ কোটি টাকা। বক্স অফিসে এই ছবিটি সুপারহিট তকমা পেয়েছিল। এখানেই শেষ নয়, সলমন-সোনমের ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির ঝুলিতে এসেছে ডজনখানেক পুরস্কার। IMDb-র রিপোর্ট বলছে যে, মুক্তির পর ১৩টি পুরস্কার জিতে নিয়েছিল ছবিটি। এদিকে মুক্তির পর ১০ বছর কেটে গিয়েছে। তবে চাইলে Amazon Prime Video-তে দেখে নেওয়া যাবে এই ছবিটি।