৫৫ লাখের বাড়ির পর এবার ‘দাবাং ৩’-তে রানু মণ্ডলকে প্লেব্যাকের অফার দিলেন সলমন খান!

Last Updated:
এখানেই থেমে থাকেননি ভাইজান ৷ ‘দাবাং ৩’-তে প্লেব্যাকের সুযোগ দিলেন রানাঘাটের রানুকে ৷
1/7
• যাঁকে কেউ কোনওদিন পাত্তা দেয়নি, যাঁকে সকলে ভবঘুরে ভাবত, সেই রাণু মণ্ডল মুম্বইয়ে হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডিং করে আজ লাইমলাইটের কেন্দ্রে। রাণাঘাটের বেগোপাড়ার বছর পঞ্চান্নর রানু মণ্ডল এখন সেলেব্রিটি। প্রথাগত শিক্ষা ছাড়াই গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় সেনসেশন রানু। ছবি: সংগৃহীত ৷
• যাঁকে কেউ কোনওদিন পাত্তা দেয়নি, যাঁকে সকলে ভবঘুরে ভাবত, সেই রাণু মণ্ডল মুম্বইয়ে হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডিং করে আজ লাইমলাইটের কেন্দ্রে। রাণাঘাটের বেগোপাড়ার বছর পঞ্চান্নর রানু মণ্ডল এখন সেলেব্রিটি। প্রথাগত শিক্ষা ছাড়াই গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় সেনসেশন রানু। ছবি: সংগৃহীত ৷
advertisement
2/7
• জীবনটা তাঁর বদলে গিয়েছে এক লহমায় ৷ রানাঘাট স্টেশনের ভবঘুরের জীবন আজ খ্যাতির আলোর নীচে চমকাচ্ছে ৷ ‘রানাঘাটের লতা’ রানু মণ্ডলের নাম এখন গোটা দেশ জানে ৷ ফেসবুকের একটা ভিডিও ৷ সেই ভিডিওতে রানুর গলায় ‘এক প্যয় কা নগমা হ্যয়’ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ ছবি: সংগৃহীত ৷ ছবি: সংগৃহীত ৷
• জীবনটা তাঁর বদলে গিয়েছে এক লহমায় ৷ রানাঘাট স্টেশনের ভবঘুরের জীবন আজ খ্যাতির আলোর নীচে চমকাচ্ছে ৷ ‘রানাঘাটের লতা’ রানু মণ্ডলের নাম এখন গোটা দেশ জানে ৷ ফেসবুকের একটা ভিডিও ৷ সেই ভিডিওতে রানুর গলায় ‘এক প্যয় কা নগমা হ্যয়’ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ ছবি: সংগৃহীত ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
3/7
• তারকা রাণুর জীবনে অনেক পরিবর্তন আসে । একের পর এক গানেরও অফার পেতে শুরু করেন। কলকাতার এক পুজোর থিম সং গেয়েছেন ইতিমধ্যেই। রাণাঘাট থেকে সোজা পাড়ি দিয়েছেন স্বপ্ননগরী মুম্বই। হ্যাপি হার্ডি এন্ড হীর ছবিতে শোনা যাবে রাণুর গান। ছবি: সংগৃহীত ৷ ছবি: সংগৃহীত ৷
• তারকা রাণুর জীবনে অনেক পরিবর্তন আসে । একের পর এক গানেরও অফার পেতে শুরু করেন। কলকাতার এক পুজোর থিম সং গেয়েছেন ইতিমধ্যেই। রাণাঘাট থেকে সোজা পাড়ি দিয়েছেন স্বপ্ননগরী মুম্বই। হ্যাপি হার্ডি এন্ড হীর ছবিতে শোনা যাবে রাণুর গান। ছবি: সংগৃহীত ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
4/7
• রানু ভাইরাল হওয়ার পরেই শোনা গিয়েছিল তিনি ডাক পেতে চলেছেন বিগ বসের ঘরে ৷ সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর না পাওয়া গেলেও শোনা গেল অন্য এক সুখবর ৷ এবার সলমন খানের তরফে এল আসল চমক ৷ ছবি: সংগৃহীত ৷
• রানু ভাইরাল হওয়ার পরেই শোনা গিয়েছিল তিনি ডাক পেতে চলেছেন বিগ বসের ঘরে ৷ সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর না পাওয়া গেলেও শোনা গেল অন্য এক সুখবর ৷ এবার সলমন খানের তরফে এল আসল চমক ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
5/7
• রানুকে ৫৫ লাখ টাকার আস্ত বাড়ি উপহার হিসাবে দিলেন সল্লু ভাই ৷ ছবি: সংগৃহীত ৷
• রানুকে ৫৫ লাখ টাকার আস্ত বাড়ি উপহার হিসাবে দিলেন সল্লু ভাই ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
6/7
• এখানেই থেমে থাকেননি ভাইজান ৷ ‘দাবাং ৩’-তে প্লেব্যাকের সুযোগ দিলেন রানাঘাটের রানুকে ৷ ছবি: সংগৃহীত ৷
• এখানেই থেমে থাকেননি ভাইজান ৷ ‘দাবাং ৩’-তে প্লেব্যাকের সুযোগ দিলেন রানাঘাটের রানুকে ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
7/7
• ২০২০-র ইদের মুক্তি পাবে দাবাংয়ের তৃতীয় পার্ট ৷ ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে সবার পছন্দের দাবাং গার্ল সোনাক্ষী সিনহাকে ৷ ছবি: সংগৃহীত ৷
• ২০২০-র ইদের মুক্তি পাবে দাবাংয়ের তৃতীয় পার্ট ৷ ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে সবার পছন্দের দাবাং গার্ল সোনাক্ষী সিনহাকে ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement