উৎসবের মধ্যেই প্রিয়জন বিয়োগ, মন খারাপ সলমন খানের, করলেন আবেগঘন পোস্ট
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তাঁর মৃত্যুতে শোকাহত সলমন৷ ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন দিয়েছেন শোকবার্তা৷
মন খারাপ সলমন খানের। প্রয়াত হলেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী, যিনি ছিলেন তাঁর বডি ডাবল। বডি ডাবল অর্থাৎ যে শটে সলমনের সমস্যা থাকত বা ঝুঁকিপূর্ণ, তাতে সলমনের বদলে কাজ করতেন তাঁর বডি ডাবল৷ সেই সাগর পান্ডে আজ প্রয়াত৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার৷ বয়স হয়েছিল ৫০ বছর৷ দীর্ঘদিন ধরেই তিনি ভাইজানের সঙ্গে যুক্ত৷ জানা গিয়েছে যে জিমে শরীরচর্চা করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন সাগর৷ তারপরই তাঁর মৃত্যু৷
advertisement
advertisement
advertisement
advertisement