Actress Rambha: Judwaa ছবির সলমনের নায়িকা রম্ভার এখন ৩ সন্তান, কেমন হয়েছেন দেখতে?

Last Updated:
৪৬ বছরে ৩ সন্তানের মা হওয়ার পর এবার এমন দেখতে 'বন্ধন' ছবির অভিনেত্রীকে!
1/8
দক্ষিণের সুপরিচিত অভিনেত্রী বিজয়লক্ষ্মী যিনি রম্ভা নামে পরিচিত৷ ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তবে, এখন তাঁকে আর ছবিতে দেখা যায় না৷ পরিবারের যত্ন নিচ্ছেন এক সময়ের স্ক্রিন কাঁপানো নায়িকা।
দক্ষিণের সুপরিচিত অভিনেত্রী বিজয়লক্ষ্মী যিনি রম্ভা নামে পরিচিত৷ ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তবে, এখন তাঁকে আর ছবিতে দেখা যায় না৷ পরিবারের যত্ন নিচ্ছেন এক সময়ের স্ক্রিন কাঁপানো নায়িকা।
advertisement
2/8
কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তিনি সবসময় ভক্তদের সাথে জুড়ে থাকেন এবং প্রতিদিন তাঁর ছবি শেয়ার করেন।
কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তিনি সবসময় ভক্তদের সাথে জুড়ে থাকেন এবং প্রতিদিন তাঁর ছবি শেয়ার করেন।
advertisement
3/8
রম্ভা সমুদ্র সৈকতে যেতে ভালোবাসেন৷ প্রায় প্রতিদিনই ছেলেমেয়েকে নিয়ে তিনি সমুদ্র সৈকতে যান এবং সন্তানদের সঙ্গে সেই দৃশ্য উপভোগ করেন৷ (Photo- Rambha Instagram)
রম্ভা সমুদ্র সৈকতে যেতে ভালোবাসেন৷ প্রায় প্রতিদিনই ছেলেমেয়েকে নিয়ে তিনি সমুদ্র সৈকতে যান এবং সন্তানদের সঙ্গে সেই দৃশ্য উপভোগ করেন৷ (Photo- Rambha Instagram)
advertisement
4/8
ছবিতে রম্ভাকে তার তিন সন্তান ও স্বামীর সঙ্গে দেখা যাচ্ছে। অভিনেত্রীকে দেখে মনে হচ্ছে তাঁর সৌন্দর্য কিছুটা ম্লান হয়েছে৷ সংসার নিয়ে ব্যস্ত অভিনেত্রী এখন পুরোপুরি অন্য জগতের মানুষ হয়ে গিয়েছেন৷ যদিও বয়সের সঙ্গে সঙ্গে সকলের চেহারায় এবং ত্বকে বদল ঘটে৷
ছবিতে রম্ভাকে তার তিন সন্তান ও স্বামীর সঙ্গে দেখা যাচ্ছে। অভিনেত্রীকে দেখে মনে হচ্ছে তাঁর সৌন্দর্য কিছুটা ম্লান হয়েছে৷ সংসার নিয়ে ব্যস্ত অভিনেত্রী এখন পুরোপুরি অন্য জগতের মানুষ হয়ে গিয়েছেন৷ যদিও বয়সের সঙ্গে সঙ্গে সকলের চেহারায় এবং ত্বকে বদল ঘটে৷
advertisement
5/8
সমুদ্রের ঢেউয়ের মাঝে নায়িকা, তাঁর স্বামী এবং বাচ্চারা৷
সমুদ্রের ঢেউয়ের মাঝে নায়িকা, তাঁর স্বামী এবং বাচ্চারা৷
advertisement
6/8
এই ছবি দেখে অনেকেই রম্ভার বয়স জিজ্ঞেস করতে পারেন৷ এক সময় তিনি ছিলেন গ্ল্যামারস অভিনেত্রী৷ বলিউড থেকে দক্ষিণী ফিল্ম দুনিয়া, দাপিয়ে বেড়িয়েছেন রম্ভা৷ যদিও তাঁর সমসাময়িক অভিনেত্রী যেমন কাজল, ঐশ্বর্য রাই বচ্চন এখনও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন।
এই ছবি দেখে অনেকেই রম্ভার বয়স জিজ্ঞেস করতে পারেন৷ এক সময় তিনি ছিলেন গ্ল্যামারস অভিনেত্রী৷ বলিউড থেকে দক্ষিণী ফিল্ম দুনিয়া, দাপিয়ে বেড়িয়েছেন রম্ভা৷ যদিও তাঁর সমসাময়িক অভিনেত্রী যেমন কাজল, ঐশ্বর্য রাই বচ্চন এখনও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন।
advertisement
7/8
রম্ভার বয়স ৪৬বছর৷ ৬ জুন তার জন্মদিন পালন করেন তিনি। ১৫ বছর বয়সে তিনি পড়াশোনা ছেড়ে দেন এবং হরিহরনের মালয়ালম চলচ্চিত্র সরগম (1992) এ বিনীতের সাথে তার অভিনয় জীবন শুরু করেন। ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। এর পরে তিনি তেলেগু সিনেমায় অভিনয় করেন৷ তামিল চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি৷
রম্ভার বয়স ৪৬বছর৷ ৬ জুন তার জন্মদিন পালন করেন তিনি। ১৫ বছর বয়সে তিনি পড়াশোনা ছেড়ে দেন এবং হরিহরনের মালয়ালম চলচ্চিত্র সরগম (1992) এ বিনীতের সাথে তার অভিনয় জীবন শুরু করেন। ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। এর পরে তিনি তেলেগু সিনেমায় অভিনয় করেন৷ তামিল চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি৷
advertisement
8/8
তামিল, তেলেগু ছাড়াও অনেক হিন্দি ছবিতেও কাজ করেছেন রম্ভা। মিঠুন চক্রবর্তীর সঙ্গে জল্লাদ দিয়ে বলিউডে অভিষেক হয় রম্ভার। এর পরে তিনি সালমান খানের সাথে 'জুডওয়া', 'বন্ধন', 'ক্রোধ' এবং সুনীল শেঠির সাথে 'কাহার'-এও অভিনয় করেছিলেন। তিনি অজয় ​​দেবগনের সাথে 'জং' এবং গোবিন্দের সাথে 'বেটি নাম্বার ওয়ান'-এ অভিনয় করেছেন।
তামিল, তেলেগু ছাড়াও অনেক হিন্দি ছবিতেও কাজ করেছেন রম্ভা। মিঠুন চক্রবর্তীর সঙ্গে জল্লাদ দিয়ে বলিউডে অভিষেক হয় রম্ভার। এর পরে তিনি সালমান খানের সাথে 'জুডওয়া', 'বন্ধন', 'ক্রোধ' এবং সুনীল শেঠির সাথে 'কাহার'-এও অভিনয় করেছিলেন। তিনি অজয় ​​দেবগনের সাথে 'জং' এবং গোবিন্দের সাথে 'বেটি নাম্বার ওয়ান'-এ অভিনয় করেছেন।
advertisement
advertisement
advertisement