Salman Khan-Alena Khalifeh: এবার সলমনের জন্য বিদেশ থেকেও এল প্রেম-বিবাহের প্রস্তাব! কিন্তু কে সেই সুন্দরী কন্যে?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Who Is Alena Khalifeh who proposed Salman Khan: এবার সলমনের প্রেমে মজলেন আর এক বিদেশিনী। এখানেই শেষ নয়, সটান প্রেম-বিয়ের প্রস্তাবও দিয়ে বসেন অভিনেতাকে। আর সেই মুহূর্তের ভিডিওই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এ হেন সর্বগুণসম্পন্না সুন্দরী তরুণী বরাবরই সলমনের ভক্ত। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, অল-ব্ল্যাক লুক ফ্লন্ট করেছেন সলমন। পাপারাৎজিদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন তিনি। আচমকাই সেখানে অ্যালেনার গলা শোনা যায়। তিনি বারবার সলমনের প্রতি তাঁর মনের অনুভূতি প্রকাশ করতে থাকেন।Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle
advertisement
advertisement
advertisement
advertisement
সলমনের এই দ্বন্দ্ব দূর করে অ্যালেনা স্পষ্ট জানান যে, তাঁর এই প্রেমের প্রস্তাব শুধুমাত্র সলমনের জন্যই! এমনকী সটান বিয়ের প্রস্তাবও দেন ওই তরুণী। মজা করে সলমন বলেন যে, “আমার বিয়ের বয়স এখন পার হয়ে গিয়েছে। আপনার সঙ্গে বছর কুড়ি আগে দেখা হলে ভাল হত!” ঘনিষ্ঠদের দাবি, সলমন যা-ই বলুন, আশা ছাড়ছেন না অ্যালেনা। Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle