Salman Khan-Alena Khalifeh: এবার সলমনের জন্য বিদেশ থেকেও এল প্রেম-বিবাহের প্রস্তাব! কিন্তু কে সেই সুন্দরী কন্যে?

Last Updated:
Who Is Alena Khalifeh who proposed Salman Khan: এবার সলমনের প্রেমে মজলেন আর এক বিদেশিনী। এখানেই শেষ নয়, সটান প্রেম-বিয়ের প্রস্তাবও দিয়ে বসেন অভিনেতাকে। আর সেই মুহূর্তের ভিডিওই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
1/11
সাতান্ন বছর বয়স হলেও তিনি এখনও বি-টাউনের মোস্ট এলিজিবল ব্যাচেলর। একের পর এক সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু কোনওটাই বিয়ের পিঁড়ি অবধি গড়ায়নি। সেই সব সম্পর্ক আবার জন্ম দিয়েছে বহু বিতর্কেরও। কথা হচ্ছে, বলিউডের ‘দাবাং’ অভিনেতা সলমন খানের!
সাতান্ন বছর বয়স হলেও তিনি এখনও বি-টাউনের মোস্ট এলিজিবল ব্যাচেলর। একের পর এক সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু কোনওটাই বিয়ের পিঁড়ি অবধি গড়ায়নি। সেই সব সম্পর্ক আবার জন্ম দিয়েছে বহু বিতর্কেরও। কথা হচ্ছে, বলিউডের ‘দাবাং’ অভিনেতা সলমন খানের!
advertisement
2/11
ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে ক্যাটরিনা কাইফের মতো সুন্দরী অভিনেত্রীদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এক সময় প্রচুর চর্চা হয়েছে। এর পর আবার শোনা গিয়েছে, সলমন না কি বিদেশিনীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে ক্যাটরিনা কাইফের মতো সুন্দরী অভিনেত্রীদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এক সময় প্রচুর চর্চা হয়েছে। এর পর আবার শোনা গিয়েছে, সলমন না কি বিদেশিনীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
advertisement
3/11
সেই ইউলিয়া ভান্তুরের সঙ্গে ভাইজানের সম্পর্ক নিয়েও কম চর্চা হয়নি! তবে এবার সেই সলমনের প্রেমে মজলেন আর এক বিদেশিনী। এখানেই শেষ নয়, সটান প্রেম-বিয়ের প্রস্তাবও দিয়ে বসেন অভিনেতাকে। আর সেই মুহূর্তের ভিডিওই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle
সেই ইউলিয়া ভান্তুরের সঙ্গে ভাইজানের সম্পর্ক নিয়েও কম চর্চা হয়নি! তবে এবার সেই সলমনের প্রেমে মজলেন আর এক বিদেশিনী। এখানেই শেষ নয়, সটান প্রেম-বিয়ের প্রস্তাবও দিয়ে বসেন অভিনেতাকে। আর সেই মুহূর্তের ভিডিওই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle
advertisement
4/11
সম্প্রতি আবু ধাবির ইয়াস দ্বীপপুঞ্জে আইআইএফএ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সেখানে রীতিমতো তারার হাট বসেছিল। আর সেখানেই অ্যালেনা খলিফে নামে এক তরুণী সটান প্রেমের প্রস্তাব দিয়ে বসেন সলমনকে। কিন্তু এই তরুণীর আসল পরিচয় কী? Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle
সম্প্রতি আবু ধাবির ইয়াস দ্বীপপুঞ্জে আইআইএফএ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সেখানে রীতিমতো তারার হাট বসেছিল। আর সেখানেই অ্যালেনা খলিফে নামে এক তরুণী সটান প্রেমের প্রস্তাব দিয়ে বসেন সলমনকে। কিন্তু এই তরুণীর আসল পরিচয় কী? Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle
advertisement
5/11
২৪ বছর ওই তরুণী আসলে দুবাইয়ের বাসিন্দা। বহুমুখী প্রতিভার অধিকারিণী অ্যালেনা এপর্যন্ত বিভিন্ন ক্ষেত্রেই সেই ছাপ রেখেছেন। মিডিয়া ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র তিনি। ব্রডকাস্ট প্রেজেন্টার, লিডার, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেছেন। Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle
২৪ বছর ওই তরুণী আসলে দুবাইয়ের বাসিন্দা। বহুমুখী প্রতিভার অধিকারিণী অ্যালেনা এপর্যন্ত বিভিন্ন ক্ষেত্রেই সেই ছাপ রেখেছেন। মিডিয়া ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র তিনি। ব্রডকাস্ট প্রেজেন্টার, লিডার, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেছেন। Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle
advertisement
6/11
এমনকী মার্কেটিং, ডিজিটাল মিডিয়া এবং ম্যানেজমেন্ট সম্পর্কেও তাঁর অগাধ জ্ঞান। ইনস্টাগ্রামে তাঁর বর্তমান ফলোয়ারের সংখ্যা প্রায় ৯২ হাজার। ‘একেচ্যাটস’ নামে একটি শো উপস্থাপনা করেন অ্যালেনা।Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle
এমনকী মার্কেটিং, ডিজিটাল মিডিয়া এবং ম্যানেজমেন্ট সম্পর্কেও তাঁর অগাধ জ্ঞান। ইনস্টাগ্রামে তাঁর বর্তমান ফলোয়ারের সংখ্যা প্রায় ৯২ হাজার। ‘একেচ্যাটস’ নামে একটি শো উপস্থাপনা করেন অ্যালেনা।Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle
advertisement
7/11
এ হেন সর্বগুণসম্পন্না সুন্দরী তরুণী বরাবরই সলমনের ভক্ত। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, অল-ব্ল্যাক লুক ফ্লন্ট করেছেন সলমন। পাপারাৎজিদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন তিনি। আচমকাই সেখানে অ্যালেনার গলা শোনা যায়। তিনি বারবার সলমনের প্রতি তাঁর মনের অনুভূতি প্রকাশ করতে থাকেন।Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle
এ হেন সর্বগুণসম্পন্না সুন্দরী তরুণী বরাবরই সলমনের ভক্ত। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, অল-ব্ল্যাক লুক ফ্লন্ট করেছেন সলমন। পাপারাৎজিদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন তিনি। আচমকাই সেখানে অ্যালেনার গলা শোনা যায়। তিনি বারবার সলমনের প্রতি তাঁর মনের অনুভূতি প্রকাশ করতে থাকেন।Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle
advertisement
8/11
 জানান প্রথম দর্শনেই তাঁর সলমনের প্রতি প্রেমে পড়ার কথা। এমনকী অ্যালেনা এ-ও জানান যে, তিনি সুদূর হলিউড থেকে শুধুমাত্র এই কথা বলার জন্যই ছুটে এসেছেন। Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle
জানান প্রথম দর্শনেই তাঁর সলমনের প্রতি প্রেমে পড়ার কথা। এমনকী অ্যালেনা এ-ও জানান যে, তিনি সুদূর হলিউড থেকে শুধুমাত্র এই কথা বলার জন্যই ছুটে এসেছেন। Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle
advertisement
9/11
 আর রসিকতায় বলিউডের ভাইজান যে কম যান না, সে কথাও আমরা সকলেই জানি। অ্যালেনাকে মজা করে সলমন প্রশ্ন করেন যে, “আপনি শাহরুখ খানের সঙ্গে আমায় গুলিয়ে ফেলছেন না তো? আসলে আমাদের পদবী তো এক!” Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle
আর রসিকতায় বলিউডের ভাইজান যে কম যান না, সে কথাও আমরা সকলেই জানি। অ্যালেনাকে মজা করে সলমন প্রশ্ন করেন যে, “আপনি শাহরুখ খানের সঙ্গে আমায় গুলিয়ে ফেলছেন না তো? আসলে আমাদের পদবী তো এক!” Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle
advertisement
10/11
সলমনের এই দ্বন্দ্ব দূর করে অ্যালেনা স্পষ্ট জানান যে, তাঁর এই প্রেমের প্রস্তাব শুধুমাত্র সলমনের জন্যই! এমনকী সটান বিয়ের প্রস্তাবও দেন ওই তরুণী। মজা করে সলমন বলেন যে, “আমার বিয়ের বয়স এখন পার হয়ে গিয়েছে। আপনার সঙ্গে বছর কুড়ি আগে দেখা হলে ভাল হত!”Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle
সলমনের এই দ্বন্দ্ব দূর করে অ্যালেনা স্পষ্ট জানান যে, তাঁর এই প্রেমের প্রস্তাব শুধুমাত্র সলমনের জন্যই! এমনকী সটান বিয়ের প্রস্তাবও দেন ওই তরুণী। মজা করে সলমন বলেন যে, “আমার বিয়ের বয়স এখন পার হয়ে গিয়েছে। আপনার সঙ্গে বছর কুড়ি আগে দেখা হলে ভাল হত!”Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle
advertisement
11/11
সলমনের এই দ্বন্দ্ব দূর করে অ্যালেনা স্পষ্ট জানান যে, তাঁর এই প্রেমের প্রস্তাব শুধুমাত্র সলমনের জন্যই! এমনকী সটান বিয়ের প্রস্তাবও দেন ওই তরুণী। মজা করে সলমন বলেন যে, “আমার বিয়ের বয়স এখন পার হয়ে গিয়েছে। আপনার সঙ্গে বছর কুড়ি আগে দেখা হলে ভাল হত!” ঘনিষ্ঠদের দাবি, সলমন যা-ই বলুন, আশা ছাড়ছেন না অ্যালেনা। Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle
সলমনের এই দ্বন্দ্ব দূর করে অ্যালেনা স্পষ্ট জানান যে, তাঁর এই প্রেমের প্রস্তাব শুধুমাত্র সলমনের জন্যই! এমনকী সটান বিয়ের প্রস্তাবও দেন ওই তরুণী। মজা করে সলমন বলেন যে, “আমার বিয়ের বয়স এখন পার হয়ে গিয়েছে। আপনার সঙ্গে বছর কুড়ি আগে দেখা হলে ভাল হত!” ঘনিষ্ঠদের দাবি, সলমন যা-ই বলুন, আশা ছাড়ছেন না অ্যালেনা। Photo Courtesy: Alina Khalifeh/Instagram Handle
advertisement
advertisement
advertisement