Saif Ali Khan Attacker Mother Medicine Bill: দেশে মা অসুস্থ, তার চিকিৎসার জন্য ঠিক কত টাকা পাঠাতে হত সইফের আক্রমণকারীকে

Last Updated:
Saif Ali Khan Attacker Mother Medicine Bill: বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এসেছিল শরিফুল, তারপরেই পেটের দায়ে সে ...
1/7
Saif Ali Khan Attacker:  সইফকে আক্রমণকারীকে জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ৷ পুলিশের আধিকারিকদের শরিফুল জানিয়েছে সে পেটের দায়েই এভাবে বাড়িতে বাড়িতে হামলার ছক করেছিল৷
Saif Ali Khan Attacker:  সইফকে আক্রমণকারীকে জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ৷ পুলিশের আধিকারিকদের শরিফুল জানিয়েছে সে পেটের দায়েই এভাবে বাড়িতে বাড়িতে হামলার ছক করেছিল৷
advertisement
2/7
১৫ ডিসেম্বর থানের একটি রেস্তোরাঁয় হাউসকিপিংয়ের চাকরি হারিয়েছিলেন যখন জিতেন্দ্র পান্ডের মালিকানাধীন জনশক্তি সংস্থার সঙ্গে চুক্তিটি শেষ হয়ে যায়। তিনি সেই সময়ে আর্থিকভাবে প্রায় নিঃস্ব হয়েছিলেন। তিনি অনেক কিছু বলেছিলেন৷
১৫ ডিসেম্বর থানের একটি রেস্তোরাঁয় হাউসকিপিংয়ের চাকরি হারিয়েছিলেন যখন জিতেন্দ্র পান্ডের মালিকানাধীন জনশক্তি সংস্থার সঙ্গে চুক্তিটি শেষ হয়ে যায়। তিনি সেই সময়ে আর্থিকভাবে প্রায় নিঃস্ব হয়েছিলেন। তিনি অনেক কিছু বলেছিলেন৷
advertisement
3/7
গত বছরের সেপ্টেম্বরে থানে রেস্তোরাঁয় যোগদানের আগে, শরিফুল একটি ওয়ারলি রেস্তোরাঁয় কাজ করতেন, মাসে ১৩,০০০ টাকা আয় করতেন। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, এই টাকা থেকে সে তাঁর মায়ের চিকিৎসার জন্য ১২ হাজার টাকা বাংলাদেশে পাঠাবে, নিজের জন্য মাত্র এক হাজার টাকা রাখত৷
গত বছরের সেপ্টেম্বরে থানে রেস্তোরাঁয় যোগদানের আগে, শরিফুল একটি ওয়ারলি রেস্তোরাঁয় কাজ করতেন, মাসে ১৩,০০০ টাকা আয় করতেন। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, এই টাকা থেকে সে তাঁর মায়ের চিকিৎসার জন্য ১২ হাজার টাকা বাংলাদেশে পাঠাবে, নিজের জন্য মাত্র এক হাজার টাকা রাখত৷
advertisement
4/7
অগাস্টে একদিন, রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট তাঁকে চুরি করতে দেখতে পায়  এবং তার চাকরি চলে যায়। শুধুমাত্র ক্লাস ২ পর্যন্ত পড়াশুনা করেছে, তিনি থানে রেস্তোরাঁয় আরেকটি ছোটখাটো চাকরি খুঁজে পান। " চাকরি হারানোর পরে সে চুরির পরিকল্পনা করেছিল৷
অগাস্টে একদিন, রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট তাঁকে চুরি করতে দেখতে পায়  এবং তার চাকরি চলে যায়। শুধুমাত্র ক্লাস ২ পর্যন্ত পড়াশুনা করেছে, তিনি থানে রেস্তোরাঁয় আরেকটি ছোটখাটো চাকরি খুঁজে পান। " চাকরি হারানোর পরে সে চুরির পরিকল্পনা করেছিল৷
advertisement
5/7
শরিফুল মেঘালয়ের ভারত-বাংলাদেশ সীমান্তে ডাউকি নদী পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল, এরপর তাঁকে অসমে নিয়ে যাওয়ার জন্য একজন এজেন্টকে সে ১০,০০০ টাকা ঘুষ দিয়েছিল৷  সেই এজেন্ট তাকে কলকাতার একটি বাসে চড়িয়ে দেয়৷ সেখান থেকে সে মে মাসে মুম্বই যাওয়ার ট্রেন ধরে৷ মুম্বইয়ের ট্রেন ধরার আগে সে তিনদিন কলকাতায় ছিল৷ তার এজেন্ট তাকে একটি সিম কার্ড পেতেও সাহায্য করেছিল৷
শরিফুল মেঘালয়ের ভারত-বাংলাদেশ সীমান্তে ডাউকি নদী পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল, এরপর তাঁকে অসমে নিয়ে যাওয়ার জন্য একজন এজেন্টকে সে ১০,০০০ টাকা ঘুষ দিয়েছিল৷  সেই এজেন্ট তাকে কলকাতার একটি বাসে চড়িয়ে দেয়৷ সেখান থেকে সে মে মাসে মুম্বই যাওয়ার ট্রেন ধরে৷ মুম্বইয়ের ট্রেন ধরার আগে সে তিনদিন কলকাতায় ছিল৷ তার এজেন্ট তাকে একটি সিম কার্ড পেতেও সাহায্য করেছিল৷
advertisement
6/7
মুম্বইতে সে রাস্তায় রাস্তায় তিন দিন ধরে উদ্দেশ্যহীনভাবে ঘুরেছিলেন। এরপর সে অন্য একজন এজেন্টের মাধ্যমে আরেকজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং জুন মাসে সে ওরলির রেস্তোরাঁয় চাকরি পেয়ে যায়৷ এমনটাই জানিয়েছেন পুলিশ আধিকারিক৷  পুলিশ এই মুহূর্তে সেই এজেন্টের সন্ধান করছে।
মুম্বইতে সে রাস্তায় রাস্তায় তিন দিন ধরে উদ্দেশ্যহীনভাবে ঘুরেছিলেন। এরপর সে অন্য একজন এজেন্টের মাধ্যমে আরেকজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং জুন মাসে সে ওরলির রেস্তোরাঁয় চাকরি পেয়ে যায়৷ এমনটাই জানিয়েছেন পুলিশ আধিকারিক৷  পুলিশ এই মুহূর্তে সেই এজেন্টের সন্ধান করছে।
advertisement
7/7
শহরে তার দ্বিতীয় চাকরি হারানোর পর, শরিফুল একটি চুরি করার সিদ্ধান্ত নেয় এবং ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি বান্দ্রা এবং খারের বিভিন্ন জায়গায় রেইকি করে। পুলিশ জানিয়েছে যে সইফের উপর হামলার আগে, শরিফুল ৯০ মিনিট হেঁটে বান্দ্রায় গিয়েছিল। সেটা ছিল ১৫-১৬ জানুয়ারির মধ্যবর্তী রাতের ঘটনা।
শহরে তার দ্বিতীয় চাকরি হারানোর পর, শরিফুল একটি চুরি করার সিদ্ধান্ত নেয় এবং ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি বান্দ্রা এবং খারের বিভিন্ন জায়গায় রেইকি করে। পুলিশ জানিয়েছে যে সইফের উপর হামলার আগে, শরিফুল ৯০ মিনিট হেঁটে বান্দ্রায় গিয়েছিল। সেটা ছিল ১৫-১৬ জানুয়ারির মধ্যবর্তী রাতের ঘটনা।
advertisement
advertisement
advertisement