সইফ আলি খানের উপর হামলার ঘটনায় নয়া মোড়, এক চাঞ্চল্যকর দাবি প্রকাশ্যে আনলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা !

Last Updated:
Saif Ali Khan Attack Case: অভিযুক্ত মহম্মদ শরিফুলকে সম্প্রতি গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। ইতিমধ্যেই অবশ্য নিজের অপরাধ কবুল করেছে সে। তবে এই সমস্ত কিছুর মাঝেই ফরেন্সিক বিশেষজ্ঞ অধ্যাপক দীনেশ রাও এক চাঞ্চল্যকর দাবি করেছেন।
1/5
বলিউড তারকা সইফ আলি খানের উপর হামলার ঘটনায় প্রত্যেক দিন নতুন নতুন তথ্য সামনে আসছে। সম্প্রতি অভিযুক্ত মহম্মদ শরিফুলকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। ইতিমধ্যেই অবশ্য নিজের অপরাধ কবুল করেছে সে। তবে এই সমস্ত কিছুর মাঝেই ফরেন্সিক বিশেষজ্ঞ অধ্যাপক দীনেশ রাও এক চাঞ্চল্যকর দাবি করেছেন। আর তাঁর এই দাবি প্রকাশ্যে আসার পরে মনে হচ্ছে, গোটা ঘটনার অভিমুখই ঘুরে যাবে।
বলিউড তারকা সইফ আলি খানের উপর হামলার ঘটনায় প্রত্যেক দিন নতুন নতুন তথ্য সামনে আসছে। সম্প্রতি অভিযুক্ত মহম্মদ শরিফুলকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। ইতিমধ্যেই অবশ্য নিজের অপরাধ কবুল করেছে সে। তবে এই সমস্ত কিছুর মাঝেই ফরেন্সিক বিশেষজ্ঞ অধ্যাপক দীনেশ রাও এক চাঞ্চল্যকর দাবি করেছেন। আর তাঁর এই দাবি প্রকাশ্যে আসার পরে মনে হচ্ছে, গোটা ঘটনার অভিমুখই ঘুরে যাবে।
advertisement
2/5
ফ্রি প্রেস জার্নালে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, হামলার পর সইফ আলি খানের শরীরে থাকা ক্ষতর বিষয়ে কথা বলেছেন ফরেন্সিক বিশেষজ্ঞ দীনেশ রাও। একটি খবরের চ্যানেলের কাছে তিনি বলেন যে, লীলাবতী হাসপাতালের মেডিকো-লিগ্যাল রিপোর্ট (এমএলসি) থেকে যা জানা গিয়েছে, তা থেকে স্পষ্ট যে, এই ক্ষত ছুরির আঘাতে হতে পারে না। তিনি এ-ও দাবি করেন যে, ডা. ভার্গবী পাটিলের স্বাক্ষর করা রিপোর্টে যে ক্ষতর কথা উল্লেখ করা হয়েছে, তা শুধুমাত্র হতে পারে ভোঁতা অস্ত্রের কারণেই।
ফ্রি প্রেস জার্নালে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, হামলার পর সইফ আলি খানের শরীরে থাকা ক্ষতর বিষয়ে কথা বলেছেন ফরেন্সিক বিশেষজ্ঞ দীনেশ রাও। একটি খবরের চ্যানেলের কাছে তিনি বলেন যে, লীলাবতী হাসপাতালের মেডিকো-লিগ্যাল রিপোর্ট (এমএলসি) থেকে যা জানা গিয়েছে, তা থেকে স্পষ্ট যে, এই ক্ষত ছুরির আঘাতে হতে পারে না। তিনি এ-ও দাবি করেন যে, ডা. ভার্গবী পাটিলের স্বাক্ষর করা রিপোর্টে যে ক্ষতর কথা উল্লেখ করা হয়েছে, তা শুধুমাত্র হতে পারে ভোঁতা অস্ত্রের কারণেই।
advertisement
3/5
সইফ আলি খানের ঘটনায় নয়া মোড়: সইফ আলি খানের পেন্টহাউজে বসবাসকারী স্টাফ নার্স নিজের বিবৃতিতে বলেছেন যে, হামলাকারী একটি লাঠির মতো জিনিস এবং একটি পাতলা ধাতু কাটার জিনিস ছিল। এদিকে আবার লীলাবতী হাসপাতালের চিকিৎসকেরা দাবি করেছেন যে, সইফ আলি খানের শিরদাঁড়ার পাশে গেঁথে থাকা ২.৫ ইঞ্চি দীর্ঘ একটি ছুরির টুকরো বার করা হয়েছে। সেই ছুরির টুকরোর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও অধ্যাপক দীনেশ রাওয়ের এই দাবিকে ঘিরে হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় না।
সইফ আলি খানের ঘটনায় নয়া মোড়: সইফ আলি খানের পেন্টহাউজে বসবাসকারী স্টাফ নার্স নিজের বিবৃতিতে বলেছেন যে, হামলাকারী একটি লাঠির মতো জিনিস এবং একটি পাতলা ধাতু কাটার জিনিস ছিল। এদিকে আবার লীলাবতী হাসপাতালের চিকিৎসকেরা দাবি করেছেন যে, সইফ আলি খানের শিরদাঁড়ার পাশে গেঁথে থাকা ২.৫ ইঞ্চি দীর্ঘ একটি ছুরির টুকরো বার করা হয়েছে। সেই ছুরির টুকরোর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও অধ্যাপক দীনেশ রাওয়ের এই দাবিকে ঘিরে হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় না।
advertisement
4/5
মহম্মদ শরিফুলের চাঞ্চল্যকর দাবি: সইফ আলি খানের উপর হামলা নিয়ে তদন্ত করছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই আবার পুলিশি হেফাজতে অভিযুক্ত মহম্মদ শরিফুল আরও একটা স্বীকারোক্তি দিয়েছে। যেখানে সে দাবি করেছে যে, শাহরুখ খানের বাড়িতেও চুরি করার চেষ্টায় ছিল সে। কিন্তু তার উদ্দেশ্য সাধন হয়নি। সেই কারণেই অন্য কারও বাড়ি থেকে চুরি করার ছক কষেছিল সে। জেরায় সে দাবি করেছে যে, তা টাকার প্রয়োজন ছিল। কিছু নথি বানানোর প্রয়োজন ছিল শরিফুলের।
মহম্মদ শরিফুলের চাঞ্চল্যকর দাবি: সইফ আলি খানের উপর হামলা নিয়ে তদন্ত করছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই আবার পুলিশি হেফাজতে অভিযুক্ত মহম্মদ শরিফুল আরও একটা স্বীকারোক্তি দিয়েছে। যেখানে সে দাবি করেছে যে, শাহরুখ খানের বাড়িতেও চুরি করার চেষ্টায় ছিল সে। কিন্তু তার উদ্দেশ্য সাধন হয়নি। সেই কারণেই অন্য কারও বাড়ি থেকে চুরি করার ছক কষেছিল সে। জেরায় সে দাবি করেছে যে, তা টাকার প্রয়োজন ছিল। কিছু নথি বানানোর প্রয়োজন ছিল শরিফুলের।
advertisement
5/5
চুরির পথই কেন বেছেছিল শরিফুল? পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বলেছে যে, কোনও এক ব্যক্তি তার জন্য ভারতীয় নথি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তার বদলে টাকা দাবি করেছিল। অভিযুক্ত পুলিশের কাছে জানিয়েছে যে, আধার কার্ড এবং অন্যান্য জরুরি নথি তৈরি করার জন্য তাঁর অর্থের প্রয়োজন হয়ে পড়েছিল। আর অর্থের চাহিদা মেটাতেই চুরি করার ছক কষেছিল সে। পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি শরিফুলের জন্য নথি তৈরি করে দেওয়ার কথা বলেছিল, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
চুরির পথই কেন বেছেছিল শরিফুল? পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বলেছে যে, কোনও এক ব্যক্তি তার জন্য ভারতীয় নথি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তার বদলে টাকা দাবি করেছিল। অভিযুক্ত পুলিশের কাছে জানিয়েছে যে, আধার কার্ড এবং অন্যান্য জরুরি নথি তৈরি করার জন্য তাঁর অর্থের প্রয়োজন হয়ে পড়েছিল। আর অর্থের চাহিদা মেটাতেই চুরি করার ছক কষেছিল সে। পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি শরিফুলের জন্য নথি তৈরি করে দেওয়ার কথা বলেছিল, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
advertisement
advertisement
advertisement