

দীপিকা-রণবীরের বেঙ্গালুরু রিসেপশন হযে গিযেছে৷ ইতালিতে দুই রীতির বিয়ে পর্ব, দেশে ফিরে রিসেপশন, এয়ারপোর্ট লুক, সবকিছুতেই দীপিকা সব্যসাচী ব্রাইড৷ তাই দীপিকাকে বিভিন্ন লুকে দেখতে মুখিয়ে ছিলেন ভক্তরা৷ কিন্তু একি? দীপিকার লুক সামনে আসতেই হতাশ তারা৷ ট্রোলড সব্যসাচী৷ একঘেয়ে, নকল সাজে দীপিকাকে কেন কেন বারবার সাজাচ্ছেন ডিজাইনার?


জানা গিয়েছিল দুই বিয়ের সাজেই নাকি দীপিক আপাদমস্তক হবে সব্যসাচী ব্রাইড৷ সেই অনুযায়ী কোঙ্কনি বিয়ের ছবি সামনে আসতেই বাহবা পেতে থাকেন সব্যসাচী৷ কিন্তু তারপরেই হাটে হাঁড়ি ভাঙেন তিনি৷


নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে সব্যসাচী জানান এই শাড়ি তাঁর ডিজাইন করা নয়৷ কোঙ্কনি রীতি অনুযায়ী দীপিকার মা এই শাড়ি তাকে উপহার দিয়েছেন৷ যা কেনা হয়েছে অঙ্গদি গ্যালেরিয়া থেকে৷


সিন্ধি বিয়ের সাজের জন্যও প্রথমে বাহবা পেয়েছিলেন সব্যসাচী৷ এই সাজ সত্যি মাথা থেকে পা পর্যন্ত ছিল তার পরিকল্পনা৷ এমনকী পোশাকও ছিল তার ডিজাইন৷ সদা সোভাগ্যবতী লেখা ওড়না নজরও কাড়ে৷


কিন্তু এই সাজেও দীপিকাকে অতিরিক্ত গয়না পরানোর জন্য আর রানি পদ্মাবতীর লুক নকল করার জন্য ট্রোলড হল সব্যসাচী৷


দেশে ফেরার পরই বিবাহিত রণবীর-দীপিকাকে প্রথমবার চাক্ষুষ করে বিগলিত হয়ে পড়ে মিডিয়া৷ কিন্তু একি? সেই একই হেয়ারস্টাইল৷ মাঝখানে সিঁথি কেটে টেনে বাঁধা খোঁপা৷ এই সাজে দীপিকাকে বহুবার দেখা গিয়েছে৷ নতুন কিছু দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা৷নন্দীপুজোতেও এভাবেই দীপিকাকে সাজিয়েছিলেন সব্যসাচী৷


ট্রোলড হওয়ার পরও দীপিকাকে একই হেয়ারস্টাইলে বেঙ্গালুরু রিসেপশনে সাজান সব্যসাচী৷ মাথায় লাগান জুঁইয়ের মালা৷ ঠিক যেই লুক তিনি অনুষ্কাকে দিয়েছিলেন তার দিল্লি রিসেপশনে৷ একে একঘেয়ে সাজ, তারওপর নকল৷ এবার বেজায় ট্রোলড হন সব্যসাচী৷


শুধু হেয়ারস্টাইল নয়৷ সিঁথিতে চওড়া সিঁদূর. কপালে ছোট্ট লাল টিপ, ভারী ট্রাডিশনাল শাড়ি, গয়না সবকিছুই যেন ছিল অনুষ্কার সাজের এ টু জেড কপি৷


ভাবছেন শাড়ি ব্লাউজের রং তো আলাদা ছিল! তাহলে দেখুন তো কঙ্গনার সাজ ভাল করে৷ এইভাবেই সেজে বিরুষ্কার রিসেপশনে গিয়েথিলেন কঙ্গনা৷