Dev-Soumitrisha: কিছুদিনেই বড়পর্দায় দেবের সঙ্গে দেখা যাবে সৌমিতৃষাকে, সঙ্গে থাকবেন 'কিংবদন্তি' এই অভিনেত্রী
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Dev-Soumitrisha: অভিজিৎ সেন পরিচালিত 'প্রধান'-এ দেবের বিপরীতে দেখা যাবে সৌমিতৃষাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
কেন সৌমিতৃষাকে নেওয়া হল ‘প্রধান’-এ, তা নিয়ে একটি সংবাদ মাধ্যমকে দেব সাক্ষাৎকারে বলেন, “দেখুন আমি এখন ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবিতে বেশি কাজ করছি। ‘বাঘাযতীন’-এ যেমন আমাকে হেয়ার স্টাইল বদলাতে হয়েছে, হাঁটাচলায় পরিবর্তন আনতে হয়েছে। আমরা চেয়েছিলাম তাঁর স্ত্রীর চরিত্রেও এমন কাউকে নিতে যার সঙ্গে অনেক মিল আছে। আমরা বিজ্ঞাপনে সেটা লিখে দিয়েছিলাম। সেখান থেকেই সৃজাকে বেছে নেওয়া। ‘প্রধান’-এও তাই। যে চরিত্র ওখানে দেখানো হবে, ওই চরিত্রটির সঙ্গে সৌমিতৃষা খুব ভাল ফিট করে। ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবির ক্ষেত্রে আমরা সেরকমই চেষ্টা করি।”
advertisement
advertisement