Rubel-Sweta Wedding: রূপকথার প্রেম, জানুয়ারিতেই বিয়ে, বিয়ের কার্ড থেকেই নজর কাড়লেন ছোটপর্দায় নায়ক-নায়িকা রুবেল-শ্বেতা, প্রি ওয়েডিং শ্যুট থেকে বিয়ের কার্ডের ছবি দেখুন

Last Updated:
Bengali Serial Actor Marriage: সিরিয়ালের সেটেই শুরু হয়েছিল প্রেম৷ জমুনা ঢাকির দুই প্রধান চরিত্রে ছিলেন রুবেল এবং শ্বেতা৷
1/9
বিয়ের সানাই বেজে গিয়েছে৷ এখন শুধুই দিন গোনার পালা৷ সিরিয়ালের দুই জনপ্রিয় নায়ক-নায়িকার মহামিলন হতে চলেছে৷ এবং সেটা বাস্তবে৷ তবে তাঁদের প্রেম যেন রূপকথা, সিরিয়ালে গল্প৷
বিয়ের সানাই বেজে গিয়েছে৷ এখন শুধুই দিন গোনার পালা৷ সিরিয়ালের দুই জনপ্রিয় নায়ক-নায়িকার মহামিলন হতে চলেছে৷ এবং সেটা বাস্তবে৷ তবে তাঁদের প্রেম যেন রূপকথা, সিরিয়ালে গল্প৷
advertisement
2/9
সিরিয়ালের সেটেই শুরু হয়েছিল প্রেম৷ জমুনা ঢাকির দুই প্রধান চরিত্রে ছিলেন রুবেল এবং শ্বেতা৷ জি বাংলা ডান্সের মঞ্চ থেকে শুরু হয় রুবেলের যাত্রা৷ সেখান থেকে একের পর এক সিরিয়ালে তিনি অভিনয় করেন, লিড রোলে৷
সিরিয়ালের সেটেই শুরু হয়েছিল প্রেম৷ জমুনা ঢাকির দুই প্রধান চরিত্রে ছিলেন রুবেল এবং শ্বেতা৷ জি বাংলা ডান্সের মঞ্চ থেকে শুরু হয় রুবেলের যাত্রা৷ সেখান থেকে একের পর এক সিরিয়ালে তিনি অভিনয় করেন, লিড রোলে৷
advertisement
3/9
শ্বেতাও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷ বাংলা ধারাবাহিকে শ্বেতা ভট্টাচার্য একটি উল্লেখযোগ্য নাম৷ এমনকী টলিউডেও তিনি কাজ শুরু করেছেন নায়িকা হিসেবে৷
শ্বেতাও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷ বাংলা ধারাবাহিকে শ্বেতা ভট্টাচার্য একটি উল্লেখযোগ্য নাম৷ এমনকী টলিউডেও তিনি কাজ শুরু করেছেন নায়িকা হিসেবে৷
advertisement
4/9
এবার এই দুটি মানুষের চার হাত এক হতে চলেছে৷ ১৯ জানুয়ারি তাঁদের বিয়ে৷
এবার এই দুটি মানুষের চার হাত এক হতে চলেছে৷ ১৯ জানুয়ারি তাঁদের বিয়ে৷
advertisement
5/9
তার আগে চলছে চুটিয়ে আইবুড়োভাত খাওয়ার পালা৷ একই সঙ্গে দু’জনে পালা করে খাচ্ছেন আইবুড়োভাত৷
তার আগে চলছে চুটিয়ে আইবুড়োভাত খাওয়ার পালা৷ একই সঙ্গে দু’জনে পালা করে খাচ্ছেন আইবুড়োভাত৷
advertisement
6/9
চলছে প্রি ওয়েডিং শ্যুটও৷ লাল-পাড় শাড়িতে শ্বেতা এবং রুবেল লাল কাজ করা পঞ্জাবি পরে ফোটো শ্যুট করেছেন৷
চলছে প্রি ওয়েডিং শ্যুটও৷ লাল-পাড় শাড়িতে শ্বেতা এবং রুবেল লাল কাজ করা পঞ্জাবি পরে ফোটো শ্যুট করেছেন৷
advertisement
7/9
একই সঙ্গে আবার হলুদ গাউন এবং সাদা-হলুদ কুর্তা পাজামায় দু’জনকে লাগছিল বেশ৷
একই সঙ্গে আবার হলুদ গাউন এবং সাদা-হলুদ কুর্তা পাজামায় দু’জনকে লাগছিল বেশ৷
advertisement
8/9
তাঁদের বিয়ের কার্ডে রয়েছে চমক৷ শ্বেতার সিঁথিতে সিঁদুর পরাচ্ছেন৷ এভাবে বিয়ের কার্ড ডিজাইন করেছেন তাঁরা৷ যা বেশ নজর কাড়া৷
তাঁদের বিয়ের কার্ডে রয়েছে চমক৷ শ্বেতার সিঁথিতে সিঁদুর পরাচ্ছেন৷ এভাবে বিয়ের কার্ড ডিজাইন করেছেন তাঁরা৷ যা বেশ নজর কাড়া৷
advertisement
9/9
ট্রেন্ড মেনে তাঁদের নাম দুটো এক করে বিয়ের নামকরণ হয়েছে  SWRU, অর্থাৎ শ্বেতা-রুবেল৷ ১৯-এ জানুয়ারি তাঁদের বিয়ের জন্য রইল অনেক শুভেচ্ছা৷
ট্রেন্ড মেনে তাঁদের নাম দুটো এক করে বিয়ের নামকরণ হয়েছে SWRU, অর্থাৎ শ্বেতা-রুবেল৷ ১৯-এ জানুয়ারি তাঁদের বিয়ের জন্য রইল অনেক শুভেচ্ছা৷
advertisement
advertisement
advertisement