Rubel Das-Sweta Bhattacharya: ফের হাসপাতালে ভর্তি রুবেল! কী হয়েছে 'নিম ফুলের মধু'-এর সৃজনের?

Last Updated:
বিপদের পর বিপদ রুবেলের। 'নিম ফুলের মধু' ধারাবাহিকের নায়ক রুবেল দাস আবার হাসপাতালে। সেখানে থেকে প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে ছবি পোস্ট করে তাঁর সব অনুরাগীদের বিজয়ার শুভেচ্ছা জানান অভিনেতা।
1/7
বিপদের পর বিপদ রুবেলের। 'নিম ফুলের মধু' ধারাবাহিকের নায়ক রুবেল দাস আবার হাসপাতালে। সেখানে থেকে প্রেমিকা শ্বেতার সঙ্গে ছবি পোস্ট করে তাঁর সব অনুরাগীদের বিজয়ার শুভেচ্ছা জানান অভিনেতা।
বিপদের পর বিপদ রুবেলের। 'নিম ফুলের মধু' ধারাবাহিকের নায়ক রুবেল দাস আবার হাসপাতালে। সেখানে থেকে প্রেমিকা শ্বেতার সঙ্গে ছবি পোস্ট করে তাঁর সব অনুরাগীদের বিজয়ার শুভেচ্ছা জানান অভিনেতা।
advertisement
2/7
প্রথমে শ্যুটিং করতে গিয়ে পায়ের গোড়ালি ভেঙে বেশ কিছু দিন ভর্তি ছিলেন হাসপাতালে। গুঞ্জন শুরু হয়েছিল তাঁকে নাকি আর মেগায় দেখা যাবে না। কিন্তু সেইসব জল্পনাকে নস্যাৎ করে তিনি কাজে ফেরেন। বেশ কিছুদিন নিজের বাড়ি থেকেই চালিয়ে গিয়েছিলেন ধারাবাহিকের কাজ।
প্রথমে শ্যুটিং করতে গিয়ে পায়ের গোড়ালি ভেঙে বেশ কিছু দিন ভর্তি ছিলেন হাসপাতালে। গুঞ্জন শুরু হয়েছিল তাঁকে নাকি আর মেগায় দেখা যাবে না। কিন্তু সেইসব জল্পনাকে নস্যাৎ করে তিনি কাজে ফেরেন। বেশ কিছুদিন নিজের বাড়ি থেকেই চালিয়ে গিয়েছিলেন ধারাবাহিকের কাজ।
advertisement
3/7
তারপর মাত্র কিছুদিন হল ফ্লোরে ফিরেছিলেন অভিনেতা। আর তারমধ্যেই বিপত্তি। আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। জানা গিয়েছে পুরো পুজোটাই কেটেছে হাসপাতালের।
তারপর মাত্র কিছুদিন হল ফ্লোরে ফিরেছিলেন অভিনেতা। আর তারমধ্যেই বিপত্তি। আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। জানা গিয়েছে পুরো পুজোটাই কেটেছে হাসপাতালের।
advertisement
4/7
স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন জাগছে কি এমন হল তাঁর যে আবার হাসপাতালে ভর্তি হতে হল অভিনেতাকে? রুবেলের ডেঙ্গি হয়েছে। তবে পুজোয় হাসপাতালে শ্বেতা তাঁকে একা রাখেননি। সব সময় তাঁর পাশে থেকেছেন।
স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন জাগছে কি এমন হল তাঁর যে আবার হাসপাতালে ভর্তি হতে হল অভিনেতাকে? রুবেলের ডেঙ্গি হয়েছে। তবে পুজোয় হাসপাতালে শ্বেতা তাঁকে একা রাখেননি। সব সময় তাঁর পাশে থেকেছেন।
advertisement
5/7
টলিউডের অন্যতম চর্চিত জুটি হল শ্বেতা-রুবেল। তাঁদের রসায়নে মুগ্ধ সকলে। রুবেলের সব বিপদে পাশে থাকেন নায়িকা। এর আগে যখন অভিনেতার পা ভেঙেছিল তখনও তিনি ভরসা জুগিয়েছিলেন। এবার ডেঙ্গি আক্রান্ত রুবেলের পাশেও হাজির শ্বেতা।
টলিউডের অন্যতম চর্চিত জুটি হল শ্বেতা-রুবেল। তাঁদের রসায়নে মুগ্ধ সকলে। রুবেলের সব বিপদে পাশে থাকেন নায়িকা। এর আগে যখন অভিনেতার পা ভেঙেছিল তখনও তিনি ভরসা জুগিয়েছিলেন। এবার ডেঙ্গি আক্রান্ত রুবেলের পাশেও হাজির শ্বেতা।
advertisement
6/7
হাসপাতালের বেডে বসেই রুবেল তাঁর অনুরাগীদের বিজয়ার শুভেচ্ছা জানান। তিনি শ্বেতার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, 'শুভ বিজয়া জানাই সকলকে। এবার পুজো আমার কেটেছে ডেঙ্গির সঙ্গে, দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই শুধু সুস্থ হওয়া জন্য, তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন হত, বিশেষ করে শ্বেতা না থাকলে।'
হাসপাতালের বেডে বসেই রুবেল তাঁর অনুরাগীদের বিজয়ার শুভেচ্ছা জানান। তিনি শ্বেতার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, 'শুভ বিজয়া জানাই সকলকে। এবার পুজো আমার কেটেছে ডেঙ্গির সঙ্গে, দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই শুধু সুস্থ হওয়া জন্য, তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন হত, বিশেষ করে শ্বেতা না থাকলে।'
advertisement
7/7
অভিনেতা প্রেমিকাকে উদ্দেশ্য করে লেখেন, 'আমার জন্যে তুমি নিজে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না, সারাদিন আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে, চিকিৎসকের এর সঙ্গে কথা বলা, আমার ওষুধ সব কিছু নিয়ে চিন্তা, আমাকে মানসিক শক্তি দেওয়া, আমার প্রত্যেক বিষয়ে খেয়াল রাখা, মনে হলো উমা আমার সঙ্গেই ছিল সর্বক্ষণ, তাই আমি এখন সুস্থ। কৃতজ্ঞ তোমার কাছে।'
অভিনেতা প্রেমিকাকে উদ্দেশ্য করে লেখেন, 'আমার জন্যে তুমি নিজে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না, সারাদিন আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে, চিকিৎসকের এর সঙ্গে কথা বলা, আমার ওষুধ সব কিছু নিয়ে চিন্তা, আমাকে মানসিক শক্তি দেওয়া, আমার প্রত্যেক বিষয়ে খেয়াল রাখা, মনে হলো উমা আমার সঙ্গেই ছিল সর্বক্ষণ, তাই আমি এখন সুস্থ। কৃতজ্ঞ তোমার কাছে।'
advertisement
advertisement
advertisement