Rubel Das-Sweta Bhattacharya: ফের হাসপাতালে ভর্তি রুবেল! কী হয়েছে 'নিম ফুলের মধু'-এর সৃজনের?
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
বিপদের পর বিপদ রুবেলের। 'নিম ফুলের মধু' ধারাবাহিকের নায়ক রুবেল দাস আবার হাসপাতালে। সেখানে থেকে প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে ছবি পোস্ট করে তাঁর সব অনুরাগীদের বিজয়ার শুভেচ্ছা জানান অভিনেতা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
হাসপাতালের বেডে বসেই রুবেল তাঁর অনুরাগীদের বিজয়ার শুভেচ্ছা জানান। তিনি শ্বেতার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, 'শুভ বিজয়া জানাই সকলকে। এবার পুজো আমার কেটেছে ডেঙ্গির সঙ্গে, দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই শুধু সুস্থ হওয়া জন্য, তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন হত, বিশেষ করে শ্বেতা না থাকলে।'
advertisement
অভিনেতা প্রেমিকাকে উদ্দেশ্য করে লেখেন, 'আমার জন্যে তুমি নিজে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না, সারাদিন আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে, চিকিৎসকের এর সঙ্গে কথা বলা, আমার ওষুধ সব কিছু নিয়ে চিন্তা, আমাকে মানসিক শক্তি দেওয়া, আমার প্রত্যেক বিষয়ে খেয়াল রাখা, মনে হলো উমা আমার সঙ্গেই ছিল সর্বক্ষণ, তাই আমি এখন সুস্থ। কৃতজ্ঞ তোমার কাছে।'