মঙ্গলবার হাওড়া ব্রিজের সামনে দেখা মিললো বাহুবলী খ্যাত পরিচালক এসএস রাজামৌলি (SS Rajamouli) । কলকাতা সফরে তাঁর সঙ্গী এনটিআর ও রাম চরণ। তাঁদের আগামী ছবি 'আরআরআর'-এর (RRR) প্রচার করতে তিলোত্তমায় হাজির এই দক্ষিণী সুপারস্টার। এই ছবিতে রয়েছেন আলিয়া ভাট ও একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণকে।
মঙ্গলবার ভোর থেকেই ছোট লাল ঘাট চত্ত্বরে অন্য গন্ধ। ইউনিটের লোক, পুলিশের তদারকি, খানিক বেশি। কেউ একটা আসবেন তা নিশ্চিত। অবশেষে দেখা মিললো দুই দক্ষিণী মেগা স্টার ও একজন তারকা পরিচালকের। তবে এঁদের কারও মধ্যে তারকা সুলভ আচরণ নেই তেমন। পরিচালক রাজামৌলি (SS Rajamouli) পরেছেন নিজের ছবির নাম লেখা শার্ট। দুই নায়কের চোখেই রোদ চশমা। কাঠ ফাটা রোদে,হাসি মুখে ভক্তদের সঙ্গে নিজস্বী তুলতে ব্যস্ত তাঁরা।