Roshni Bhattacharya : বিয়ের পিঁড়িতে রোশনি! 'দ্বিতীয় বিয়ে' পর্দার রোহিণীর, পাত্র কে? দেখে নিন

Last Updated:
লাল টুকটুকে বউ সেজে বিয়ের পিঁড়িতে রোশনি, রইল ছবি
1/7
বিয়ে হয়েছে ২০২১ সালে ১৩ অক্টোবর। খাতায় কলমে। কিন্তু লোক খাইয়ে, আচার অনুষ্ঠান মেনে, বেনারসি পরে বিয়ে করার মজাই আলাদা। আর সে আনন্দ থেকে বঞ্চিত হতে চাইলেন না রোশনি ভট্টাচার্য।
বিয়ে হয়েছে ২০২১ সালে ১৩ অক্টোবর। খাতায় কলমে। কিন্তু লোক খাইয়ে, আচার অনুষ্ঠান মেনে, বেনারসি পরে বিয়ে করার মজাই আলাদা। আর সে আনন্দ থেকে বঞ্চিত হতে চাইলেন না রোশনি ভট্টাচার্য।
advertisement
2/7
তাই 'বিয়ে ২.০'-র সিদ্ধান্ত। চলেছে জোর প্রস্তুতি। শেষ মুহূর্তের তোড়জোড় যাকে বলে। ক্যাটারিং, ডেকরেটর, ভেনিউ, ফোটোগ্রাফি, ইত্যাদির ব্যবস্থাপনা ইতিমধ্যেই সারা হয়েছে রোশনি এবং তাঁর স্বামী তূর্য্য সেনের।
তাই 'বিয়ে ২.০'-র সিদ্ধান্ত। চলেছে জোর প্রস্তুতি। শেষ মুহূর্তের তোড়জোড় যাকে বলে। ক্যাটারিং, ডেকরেটর, ভেনিউ, ফোটোগ্রাফি, ইত্যাদির ব্যবস্থাপনা ইতিমধ্যেই সারা হয়েছে রোশনি এবং তাঁর স্বামী তূর্য্য সেনের।
advertisement
3/7
গত বছর 'বিয়ে ১.০' সেরে ফেলেছেন 'গোধূলি আলাপ'-এর রোহিনী। ২০২১ সালের ১৩ ডিসেম্বর আনুষ্ঠানিক বিয়ে করবেন বলে স্থির করেছিলেন তাঁরা। কিন্তু পরিবারে নেমে আসে গভীর শোক। ছেলের আনুষ্ঠানিক বিয়ে দেখার আগেই প্রয়াত হন তূর্য্যর বাবা। আর শ্বশুরের মৃত্যুর পরেই রোশনির বিয়ে পিছিয়ে যায় এক বছর।
গত বছর 'বিয়ে ১.০' সেরে ফেলেছেন 'গোধূলি আলাপ'-এর রোহিনী। ২০২১ সালের ১৩ ডিসেম্বর আনুষ্ঠানিক বিয়ে করবেন বলে স্থির করেছিলেন তাঁরা। কিন্তু পরিবারে নেমে আসে গভীর শোক। ছেলের আনুষ্ঠানিক বিয়ে দেখার আগেই প্রয়াত হন তূর্য্যর বাবা। আর শ্বশুরের মৃত্যুর পরেই রোশনির বিয়ে পিছিয়ে যায় এক বছর।
advertisement
4/7
আজ ৮ ডিসেম্বর লাল টুকটুকে বউ সেজে বিয়ের পিঁড়িতে রোশনি৷ লাল পাড়ের হলুদ শাড়িতে বিয়ের কণে দাঁড়িয়ে, তাঁকে ঘিরেই বাড়ির এওরা ঘুরে রীতি মেনে বিয়ের অনুষ্ঠান করছেন৷
আজ ৮ ডিসেম্বর লাল টুকটুকে বউ সেজে বিয়ের পিঁড়িতে রোশনি৷ লাল পাড়ের হলুদ শাড়িতে বিয়ের কণে দাঁড়িয়ে, তাঁকে ঘিরেই বাড়ির এওরা ঘুরে রীতি মেনে বিয়ের অনুষ্ঠান করছেন৷
advertisement
5/7
১০ তারিখ রিসেপশন। ঠিক তার পরেই দু'জনে মিলে থাইল্যান্ডে হানিমুনে চলে যাবেন।
১০ তারিখ রিসেপশন। ঠিক তার পরেই দু'জনে মিলে থাইল্যান্ডে হানিমুনে চলে যাবেন।
advertisement
6/7
পেশায় ব্যবসায়ী তূর্জ ও রোশনির বন্ধুত্বের সম্পর্ক পরিণত হয় প্রেমে। জুটির সোশ্যাল পেজে উঁকি মারলেই মিলবে বিভিন্ন আদরমাখা ছবি।
পেশায় ব্যবসায়ী তূর্জ ও রোশনির বন্ধুত্বের সম্পর্ক পরিণত হয় প্রেমে। জুটির সোশ্যাল পেজে উঁকি মারলেই মিলবে বিভিন্ন আদরমাখা ছবি।
advertisement
7/7
'গোধূলি আলাপ'-এর শিল্পীরা একটা আইবুড়ো ভাতের আয়োজন করেছিলেন ইতিমধ্যেই। রোশনিকে আইবুড়ো ভাত খাইয়েছিলেন কৌশিক সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, সোহাগ সেন, সাহানা সেন, অর্পিতা মুখোপাধ্যায়, মৌ ভট্টাচার্য, সৃষ্টি পাণ্ডেরা।
'গোধূলি আলাপ'-এর শিল্পীরা একটা আইবুড়ো ভাতের আয়োজন করেছিলেন ইতিমধ্যেই। রোশনিকে আইবুড়ো ভাত খাইয়েছিলেন কৌশিক সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, সোহাগ সেন, সাহানা সেন, অর্পিতা মুখোপাধ্যায়, মৌ ভট্টাচার্য, সৃষ্টি পাণ্ডেরা।
advertisement
advertisement
advertisement