নেহাকে বিয়ে করতে চাননি রোহনপ্রীত ! বিয়ের দু'মাসের মধ্যেই এসব কথা কেন?

Last Updated:
তিনি ভালো তো বাসেন কিন্তু বিয়েতে রাজি ছিলেন না। নেহাকে সে কথা জানিয়েও ছিলেন।
1/5
নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের বিয়ের বয়স হয়েছে প্রায় দুমাস। সুখেই আছেন তাঁরা। হনিমুন থেকে ভালোবাসার খুঁটিনাটি খবর নেহা ইনস্টাগ্রামে তাঁর ফ্যানেদের সঙহগে শেয়ার করে নেন। তবে জানেন কি নেহার সঙ্গে রোহনের আলাপ হয়েছিল গানের সূত্র ধরেই। photo source collected
নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের বিয়ের বয়স হয়েছে প্রায় দুমাস। সুখেই আছেন তাঁরা। হনিমুন থেকে ভালোবাসার খুঁটিনাটি খবর নেহা ইনস্টাগ্রামে তাঁর ফ্যানেদের সঙহগে শেয়ার করে নেন। তবে জানেন কি নেহার সঙ্গে রোহনের আলাপ হয়েছিল গানের সূত্র ধরেই। photo source collected
advertisement
2/5
রোহনকে অডিশনের জন্য ডাকা হয়েছিল। একটি মিউজিক কোম্পানি ডেকেছিল। সেখানে নেহাও ছিলেন।  সেদিন রোহন যে গানটি গাইছিলেন সেটি নেহার লেখা ও সুর করা। গান শুনেই রোহনকে মনে ধরেছিল নেহার।photo source collected
রোহনকে অডিশনের জন্য ডাকা হয়েছিল। একটি মিউজিক কোম্পানি ডেকেছিল। সেখানে নেহাও ছিলেন। সেদিন রোহন যে গানটি গাইছিলেন সেটি নেহার লেখা ও সুর করা। গান শুনেই রোহনকে মনে ধরেছিল নেহার।photo source collected
advertisement
3/5
এর পর নেহার সঙ্গে আলাপ করেন তিনি। এবং নেহার থেকে স্নাপচ্যাট নম্বর চেয়ে নেন। জোগার করেন নেহার হোয়াটসঅ্যাপ নম্বর। তারপর সেখানেই শুরু হয় কথা। photo source collected
এর পর নেহার সঙ্গে আলাপ করেন তিনি। এবং নেহার থেকে স্নাপচ্যাট নম্বর চেয়ে নেন। জোগার করেন নেহার হোয়াটসঅ্যাপ নম্বর। তারপর সেখানেই শুরু হয় কথা। photo source collected
advertisement
4/5
তবে মাত্র ২৫ বছর বয়সেই বিয়ে করতে রাজি ছিলেন না রোহন। তিনি ভালো তো বাসেন কিন্তু বিয়েতে রাজি ছিলেন না। নেহাকে সে কথা জানিয়েও ছিলেন। তবে নেহার ভালো মানুষী ও মন দেখে নিজেকে সামলাতে পারেননি রোহন। রাজি হয়ে যান বিয়ে করতে। photo source collected
তবে মাত্র ২৫ বছর বয়সেই বিয়ে করতে রাজি ছিলেন না রোহন। তিনি ভালো তো বাসেন কিন্তু বিয়েতে রাজি ছিলেন না। নেহাকে সে কথা জানিয়েও ছিলেন। তবে নেহার ভালো মানুষী ও মন দেখে নিজেকে সামলাতে পারেননি রোহন। রাজি হয়ে যান বিয়ে করতে। photo source collected
advertisement
5/5
আর এখন তো তাঁদের সুখের সংসার। নেহা বলেছেন, রোহনের মতো ভালো মনের মানুষ তিনি আগে দেখেননি।  photo source collected
আর এখন তো তাঁদের সুখের সংসার। নেহা বলেছেন, রোহনের মতো ভালো মনের মানুষ তিনি আগে দেখেননি। photo source collected
advertisement
advertisement
advertisement