Rocky Aur Rani Kii Prem Kahaani box office day 10 collection: ১০ দিনেই ১০০ কোটি পার ‘রকি অউর রানি’, ছাপিয়ে যেতে পারে সর্বকালের রেকর্ড... ফের বলিউডের হাল ফেরাচ্ছেন করণই

Last Updated:
Rocky Aur Rani Kii Prem Kahaani box office day 10 collection: ১০ দিনের মাথায় অঙ্ক এসে দাঁড়িয়েছে প্রায় ১০৫ কোটি টাকায়।
1/7
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির বেশ কিছু মুহূর্ত নিয়ে হইহই পড়ে গিয়েছে চারদিকে। ছক ভেঙে বাণিজ্যিক ছবিতে যেভাবে লিঙ্গকাঠামোকে দুষেছেন পরিচালক করণ জোহর, তাতে মুগ্ধ দর্শক।
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির বেশ কিছু মুহূর্ত নিয়ে হইহই পড়ে গিয়েছে চারদিকে। ছক ভেঙে বাণিজ্যিক ছবিতে যেভাবে লিঙ্গকাঠামোকে দুষেছেন পরিচালক করণ জোহর, তাতে মুগ্ধ দর্শক।
advertisement
2/7
করণ জোহর পরিচালিত আলিয়া ভাট এবং রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত ছবি 'রকি ওর রানি কি প্রেম কহানি' শুক্রবার মুক্তি পেয়েছে বড় পর্দায়। এই ছবিটি দেখার জন্য দর্শকরা মুখিয়ে ছিলেন। ছবির গল্প ও দুর্দান্ত অভিনয় ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। কিন্তু এত কিছুর পর একটা প্রশ্ন থেকেই যায়, ছবিটি বাণিজ্যিক ভাবে সফল কি না?
করণ জোহর পরিচালিত আলিয়া ভাট এবং রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত ছবি 'রকি ওর রানি কি প্রেম কহানি' শুক্রবার মুক্তি পেয়েছে বড় পর্দায়। এই ছবিটি দেখার জন্য দর্শকরা মুখিয়ে ছিলেন। ছবির গল্প ও দুর্দান্ত অভিনয় ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। কিন্তু এত কিছুর পর একটা প্রশ্ন থেকেই যায়, ছবিটি বাণিজ্যিক ভাবে সফল কি না?
advertisement
3/7
ছবিটির প্রথম দিনের বক্স অফিস কালেকশন থেকে অনেকেই আন্দাজ করছিলেন যে ছবিটি হিট হওয়ার  সম্ভাবনা রয়েছে।
ছবিটির প্রথম দিনের বক্স অফিস কালেকশন থেকে অনেকেই আন্দাজ করছিলেন যে ছবিটি হিট হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
4/7
মুক্তির ১০ দিনের মাথাতেই ব্যবসার নিরিখে ১০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।
মুক্তির ১০ দিনের মাথাতেই ব্যবসার নিরিখে ১০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।
advertisement
5/7
ছবির সবচেয়ে আলোচিত বিষয় হল ধর্মেন্দ্র ও শাবানার চুম্বন দৃশ্য৷ রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে এক অপরের হারিয়ে যাওয়া প্রেমিক- প্রেমিকার চরিত্রে দেখা গেছে তাঁদের৷ তবে এই বয়সে এসে পর্দায় শাবানাকে চুম্বন নিয়ে মুখ খুলে সকলকে চমকে দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা৷
ছবির সবচেয়ে আলোচিত বিষয় হল ধর্মেন্দ্র ও শাবানার চুম্বন দৃশ্য৷ রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে এক অপরের হারিয়ে যাওয়া প্রেমিক- প্রেমিকার চরিত্রে দেখা গেছে তাঁদের৷ তবে এই বয়সে এসে পর্দায় শাবানাকে চুম্বন নিয়ে মুখ খুলে সকলকে চমকে দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা৷
advertisement
6/7
সমালোচকদের কাছ থেকেও ভাল সাড়া পেয়েছে ছবিটি। পাশাপাশি দর্শকদের কাছ থেকেও বেশ ভাল সাড়া পাচ্ছে। কেবল মুখের কথা নয়, তার প্রমাণ দিচ্ছে ছবির বক্স অফিস কালেকশনও।
সমালোচকদের কাছ থেকেও ভাল সাড়া পেয়েছে ছবিটি। পাশাপাশি দর্শকদের কাছ থেকেও বেশ ভাল সাড়া পাচ্ছে। কেবল মুখের কথা নয়, তার প্রমাণ দিচ্ছে ছবির বক্স অফিস কালেকশনও।
advertisement
7/7
একটি রিপোর্ট অনুযায়ী, 'রকি ওর রানি কি প্রেম কহানি' প্রথম দিনেই ভারতীয় মুদ্রায় ১১.৫০ কোটি টাকা আয় করেছে। এই তথ্যের অনুযায়ী শুরুটা ভাল বলে মনে করছিলেন অনেকে। জানুয়ারি মাসে ‘পাঠান’ ও মার্চ মাসে মুক্তিপ্রাপ্ত ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির পরে বক্স অফিসে বেশ ঝিমিয়ে পড়েছিল বলিউড। তারপর করণ জোহরকে ঘিরেই আশা দেখছিল বলিউড।
একটি রিপোর্ট অনুযায়ী, 'রকি ওর রানি কি প্রেম কহানি' প্রথম দিনেই ভারতীয় মুদ্রায় ১১.৫০ কোটি টাকা আয় করেছে। এই তথ্যের অনুযায়ী শুরুটা ভাল বলে মনে করছিলেন অনেকে। জানুয়ারি মাসে ‘পাঠান’ ও মার্চ মাসে মুক্তিপ্রাপ্ত ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির পরে বক্স অফিসে বেশ ঝিমিয়ে পড়েছিল বলিউড। তারপর করণ জোহরকে ঘিরেই আশা দেখছিল বলিউড।
advertisement
advertisement
advertisement