Rituparno Ghosh : ঋতুপর্ণের তৈরি নারী চরিত্র! কিংবদন্তির মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা যাক

Last Updated:
Rituparno Ghosh death anniversary : বিশেষ করে কিংবদন্তি পরিচালক কখনও বই থেকে তুলে এনে, কখনও বা নিজেই যে ভাবে নারী চরিত্র তুলে ধরেছেন তা মনে রেখেছে দর্শক।
1/8
অকালে যাত্রা শেষ করেছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। ২০১৩ সালের ৩০ মে দিনটা তাই বাঙালির কাছে মন খারাপের। তবে শিল্পীর মৃত্যু হয় না। ঠিক যেমন পর্দায় তাঁর তৈরি চরিত্রগুলির মধ্যে দিয়েই দেখা যায় ঋতুপর্ণকে। বিশেষ করে কিংবদন্তি পরিচালক কখনও বই থেকে তুলে এনে, কখনও বা নিজেই যে ভাবে নারী চরিত্র তুলে ধরেছেন তা মনে রেখেছে দর্শক। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে একবার দেখে নেওয়া যাক।
অকালে যাত্রা শেষ করেছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। ২০১৩ সালের ৩০ মে দিনটা তাই বাঙালির কাছে মন খারাপের। তবে শিল্পীর মৃত্যু হয় না। ঠিক যেমন পর্দায় তাঁর তৈরি চরিত্রগুলির মধ্যে দিয়েই দেখা যায় ঋতুপর্ণকে। বিশেষ করে কিংবদন্তি পরিচালক কখনও বই থেকে তুলে এনে, কখনও বা নিজেই যে ভাবে নারী চরিত্র তুলে ধরেছেন তা মনে রেখেছে দর্শক। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে একবার দেখে নেওয়া যাক।
advertisement
2/8
উনিশে এপ্রিল- মা ও মেয়ের পারস্পরিক সম্পর্ক পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ঋতুপর্ণ। মা অপর্ণা সেন, মেয়ে দেবশ্রী রায়। মা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন, পেশা সমস্ত দিকই তুলে ধরেছিলেন পরিচালক। চরিত্রদের নাম ছিল সরোজিনী ও অদিতি।
উনিশে এপ্রিল- মা ও মেয়ের পারস্পরিক সম্পর্ক পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ঋতুপর্ণ। মা অপর্ণা সেন, মেয়ে দেবশ্রী রায়। মা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন, পেশা সমস্ত দিকই তুলে ধরেছিলেন পরিচালক। চরিত্রদের নাম ছিল সরোজিনী ও অদিতি।
advertisement
3/8
চোখের বালি- রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত উপন্যাস পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। বিশেষ করে বিনোদিনী ও আশালতা এই দুটি চরিত্র যেভাবে পর্দায় দেখেছিলেন তা যেন বইয়েরই প্রতিচ্ছবি। বিনোদিনীর চরিত্রে ঐশ্বর্যা রাইকে কাস্ট করা সফল হয়েছিল। অন্যদিকে আশালতা রাইমা সেন।
চোখের বালি- রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত উপন্যাস পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। বিশেষ করে বিনোদিনী ও আশালতা এই দুটি চরিত্র যেভাবে পর্দায় দেখেছিলেন তা যেন বইয়েরই প্রতিচ্ছবি। বিনোদিনীর চরিত্রে ঐশ্বর্যা রাইকে কাস্ট করা সফল হয়েছিল। অন্যদিকে আশালতা রাইমা সেন।
advertisement
4/8
দহন- ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি জাতীয় পুরস্তার পায়। প্রয়াত লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের উপন্য়াস অবলম্বনে তৈরি এই ছবিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রানী হালদার, অভিষেক চট্টোপাধ্যায়।
দহন- ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি জাতীয় পুরস্তার পায়। প্রয়াত লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের উপন্য়াস অবলম্বনে তৈরি এই ছবিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রানী হালদার, অভিষেক চট্টোপাধ্যায়।
advertisement
5/8
উৎসব- দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরি ছবি। এক বাঙালি পরিবারের তিন নারী চরিত্র খুব সূক্ষ ভাবে তুলে ধরেছিলেন পরিচালক। অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায়, মমতা শঙ্কর ও ঋতুপর্ণা সেনগুপ্ত।
উৎসব- দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরি ছবি। এক বাঙালি পরিবারের তিন নারী চরিত্র খুব সূক্ষ ভাবে তুলে ধরেছিলেন পরিচালক। অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায়, মমতা শঙ্কর ও ঋতুপর্ণা সেনগুপ্ত।
advertisement
6/8
বাড়িওয়ালি- বনলতা চরিত্র আজও মনে রেখেছে দর্শক। বনলতার একাকিত্ব ফুটে উঠেছিল ছবিতে। আর সেই একাকিত্ব থেকেই এক চিত্র পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সে। পরিচালকের ছবিতে নায়িকা সেই বনলতাই। কিন্তু এক সময় হয় সমাপতন। পরিচালকের ছবিতেও শেষে জায়গা পায় না বনলতা। এই চরিত্রে অভিনয় করেছিলেন কিরণ খের।
বাড়িওয়ালি- বনলতা চরিত্র আজও মনে রেখেছে দর্শক। বনলতার একাকিত্ব ফুটে উঠেছিল ছবিতে। আর সেই একাকিত্ব থেকেই এক চিত্র পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সে। পরিচালকের ছবিতে নায়িকা সেই বনলতাই। কিন্তু এক সময় হয় সমাপতন। পরিচালকের ছবিতেও শেষে জায়গা পায় না বনলতা। এই চরিত্রে অভিনয় করেছিলেন কিরণ খের।
advertisement
7/8
শুভ মহরৎ- এটি একটি থ্রিলার ছবি। ছবিতে রাঙা পিসি ও পদ্মিনি এই ছবিদুটিকে ঋতুপর্ণ নিজের মতো অঙ্কন করেছেন। পদ্মিনীর সিনেমার সেটে একটি দুর্ঘটনা ঘটে। এই দুই নারী চরিত্রে অভিনয় করেছিলেন রাখি গুলজার ও শর্মিলা ঠাকুর।
শুভ মহরৎ- এটি একটি থ্রিলার ছবি। ছবিতে রাঙা পিসি ও পদ্মিনি এই ছবিদুটিকে ঋতুপর্ণ নিজের মতো অঙ্কন করেছেন। পদ্মিনীর সিনেমার সেটে একটি দুর্ঘটনা ঘটে। এই দুই নারী চরিত্রে অভিনয় করেছিলেন রাখি গুলজার ও শর্মিলা ঠাকুর।
advertisement
8/8
অন্তরমহল- বাংলা সাহিত্যের উপর ফের এই ছবি ঋতুপর্ণর। মহামায়ার চরিত্রে অভিনয় করেছিলেন সোহা আলি খান। নপুংসক জমিদার স্বামীর অক্ষমতা প্রকাশ্যে আনার পরেই তার লড়াই শুরু। এই চরিত্রটিও যেভাবে পরিচালক তুলে ধরেছিলেন তা দর্শক মনে রেখেছে।
অন্তরমহল- বাংলা সাহিত্যের উপর ফের এই ছবি ঋতুপর্ণর। মহামায়ার চরিত্রে অভিনয় করেছিলেন সোহা আলি খান। নপুংসক জমিদার স্বামীর অক্ষমতা প্রকাশ্যে আনার পরেই তার লড়াই শুরু। এই চরিত্রটিও যেভাবে পরিচালক তুলে ধরেছিলেন তা দর্শক মনে রেখেছে।
advertisement
advertisement
advertisement