Rituparno Ghosh Death Anniversary: 'ঋতু'হীন ১০ বছর! মৃত্যুবার্ষিকীতে কুর্নিশ জানাতে OTT-তে চমক, আসছে 'সন্ধ্যের পাখি'

Last Updated:
২০১৩ সালে ঠিক আজকের দিনেই নিভে গিয়েছিল এক জলন্ত প্রদীপ৷ অল্প দিনের কেরিয়ারেই নিজের ছাপ রেখে গিয়েছেন ঋতুপর্ণ ঘোষ৷ পরিচালকের দশম তম মৃত্যুবার্ষিকীতেই এবার বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হল ঋতুপর্ণ ঘোষকে৷
1/5
ঋতুপর্ণ মানেই টানটান চিত্রনাট্য, সাবলীল অভিনয়। কিন্তু তিনি আজ আর নেই। দেখতে দেখতে কেটে গেল ১০ টা বছর৷ শুধু রয়ে গেছে তার অভিনয় দক্ষতা, গল্পের জমাটি বুননের এক টাটকা বাতাস।
ঋতুপর্ণ মানেই টানটান চিত্রনাট্য, সাবলীল অভিনয়। কিন্তু তিনি আজ আর নেই। দেখতে দেখতে কেটে গেল ১০ টা বছর৷ শুধু রয়ে গেছে তার অভিনয় দক্ষতা, গল্পের জমাটি বুননের এক টাটকা বাতাস।
advertisement
2/5
২০১৩ সালে ঠিক আজকের দিনেই নিভে গিয়েছিল এক জলন্ত প্রদীপ৷ অল্প দিনের কেরিয়ারেই নিজের ছাপ রেখে গিয়েছেন ঋতুপর্ণ ঘোষ৷ পরিচালকের দশম তম মৃত্যুবার্ষিকীতেই এবার বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হল ঋতুপর্ণ ঘোষকে৷
২০১৩ সালে ঠিক আজকের দিনেই নিভে গিয়েছিল এক জলন্ত প্রদীপ৷ অল্প দিনের কেরিয়ারেই নিজের ছাপ রেখে গিয়েছেন ঋতুপর্ণ ঘোষ৷ পরিচালকের দশম তম মৃত্যুবার্ষিকীতেই এবার বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হল ঋতুপর্ণ ঘোষকে৷
advertisement
3/5
পরিচালকের মৃত্যুবার্ষিকীর দিন থেকেই ওটিটিতে আসছে সন্ধ্যের পাখি-বার্ড অফ ডাস্ক৷ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে৷ এবার ওটিটিতে আসতে চলেছে ছবি৷ ঋতুপর্ণর ঘোষের জীবনের উপরেই তৈরি হয়েছিল 'সন্ধ্যের পাখি-বার্ড অফ ডাস্ক'৷
পরিচালকের মৃত্যুবার্ষিকীর দিন থেকেই ওটিটিতে আসছে সন্ধ্যের পাখি-বার্ড অফ ডাস্ক৷ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে৷ এবার ওটিটিতে আসতে চলেছে ছবি৷ ঋতুপর্ণর ঘোষের জীবনের উপরেই তৈরি হয়েছিল 'সন্ধ্যের পাখি-বার্ড অফ ডাস্ক'৷
advertisement
4/5
 এই ছবিতেই ঋতুপর্ণর জীবনের নানা অধ্যায় ফুটে উঠবে৷ আজ থেকেই শুরু হবে প্রিমিয়ার৷ একাধিক সেলেবের স্মৃতিচারণায় উঠে এসেছে ঋতুপর্ণ ঘোষের কথা৷ পরিচালককে শ্রদ্ধা জানাতেই ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-তে আসতে চলেছে 'সন্ধ্যের পাখি'৷
এই ছবিতেই ঋতুপর্ণর জীবনের নানা অধ্যায় ফুটে উঠবে৷ আজ থেকেই শুরু হবে প্রিমিয়ার৷ একাধিক সেলেবের স্মৃতিচারণায় উঠে এসেছে ঋতুপর্ণ ঘোষের কথা৷ পরিচালককে শ্রদ্ধা জানাতেই ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-তে আসতে চলেছে 'সন্ধ্যের পাখি'৷
advertisement
5/5
তিনি এমন একজন পরিচালক, যিনি বিশ্বের দরবারে বাংলার নাম উজ্জ্বল করেছেন৷ মাত্র ৫০ বছরে জীবনের বিভিন্ন সাক্ষাৎকার, তার জীবনদর্শন সবটাই দেখানো হয়েছে 'সন্ধ্যের পাখি'-তে৷ ডকু ছবিটি শুধু বাংলায় নয়, গোটা বিশ্বেই প্রশংসা কুড়িয়েছিল।
তিনি এমন একজন পরিচালক, যিনি বিশ্বের দরবারে বাংলার নাম উজ্জ্বল করেছেন৷ মাত্র ৫০ বছরে জীবনের বিভিন্ন সাক্ষাৎকার, তার জীবনদর্শন সবটাই দেখানো হয়েছে 'সন্ধ্যের পাখি'-তে৷ ডকু ছবিটি শুধু বাংলায় নয়, গোটা বিশ্বেই প্রশংসা কুড়িয়েছিল।
advertisement
advertisement
advertisement