Anil-Rituparna Viral Photos: ঋতুপর্ণার সঙ্গে একান্তে অনিল! ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনের মাঝে কোথায় গেলেন দু'জনে? ছবি ভাইরাল
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Anil-Rituparna Viral Photos: সম্প্রতি টলিউড অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে একান্তে দেখা গেছে বলিউড অভিনেতা অনিল কাপুরকে৷ বলিউড অভিনেতার সঙ্গে ঋতুর সেলফি দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে৷ কোথায় গেলেন দু'জনে,তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বলিউডের আইকন অনিল কাপুরের সঙ্গে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত৷ লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন তারকার ভক্তরা৷ অনিল কাপুরের সঙ্গে কলকাতার দীর্ঘদিনের যোগ রয়েছে৷ এক সময় বাঙালি পরিচালকের সঙ্গে কাজও করেছেন অভিনেতা৷ এবংকলকাতার প্রতি ভালবাসার কথাও এদিন তুলে ধরেন বলি অভিনেতা৷
advertisement
এদিন ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধনে অনিল কাপুর বলেন, 'কলকাতা আমার জন্য শুধু শহর নয়, আমার ফিল্ম জীবন কলকাতা থেকে শুরু হয়।৪৩ বছর আগে কলকাতা থেকে শুরু হয়।মুম্বই থেকে কলকাতা ট্রেন,তারপর বাসে করে বালিগঞ্জ এ আসি।রাজ্য সরকার ফান্ড করে আমার ফিল্ম এর জন্য।আমি মহানায়ক উত্তম কুমারকে সন্মান জানাই। অপর্ণা সেনকে মিস করছি।দিদি আপনি আমার দেশের সবার দিদি।'