In Pics: ‘গহীন হৃদয়’-এ বোল্ড অবতারে ঋতুপর্ণা সেনগুপ্ত

Last Updated:
1/5
অগ্নিদেব চট্টোপাধ্যায়ের আগামী ছবি ‘গহীন হৃদয়’-এ সাহসী অবতারে ধরা দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পর্দায় ফুটে উঠল অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি photo courtesy: Youtube
অগ্নিদেব চট্টোপাধ্যায়ের আগামী ছবি ‘গহীন হৃদয়’-এ সাহসী অবতারে ধরা দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পর্দায় ফুটে উঠল অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি photo courtesy: Youtube
advertisement
2/5
 অগ্নিদেবের ছবি মানেই ঋতুপর্ণা মাস্ট। নায়িকা প্রতিটি ছবিতেই নিজেকে ভেঙেছেন, নতুন করে গড়েছেন ! এখানেও ধরা পড়ল তাঁর নতুন এক রূপ! ফের একবার সাহসী ঋতুপর্ণাকে দেখবে দর্শক।  photo courtesy: Youtube
অগ্নিদেবের ছবি মানেই ঋতুপর্ণা মাস্ট। নায়িকা প্রতিটি ছবিতেই নিজেকে ভেঙেছেন, নতুন করে গড়েছেন ! এখানেও ধরা পড়ল তাঁর নতুন এক রূপ! ফের একবার সাহসী ঋতুপর্ণাকে দেখবে দর্শক। photo courtesy: Youtube
advertisement
3/5
 সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস অবলম্বনে এই ছবির চিত্রনাট্য লিখেছেন অগ্নিদেব। প্রধান তিন চরিত্রে দেখা মিলবে ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার এবং কৌশিক সেন-এর।  photo courtesy: Youtube
সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস অবলম্বনে এই ছবির চিত্রনাট্য লিখেছেন অগ্নিদেব। প্রধান তিন চরিত্রে দেখা মিলবে ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার এবং কৌশিক সেন-এর। photo courtesy: Youtube
advertisement
4/5
গল্পে, সোহিনী ওরফে ঋতুপর্ণা সেনগুপ্তর স্বামী ভাস্কর (দেবশঙ্কর হালদার)। কিন্তু ভাস্করের সঙ্গে সুখী নয় সোহিনী। ঠিক সেই সময়েই সোহিনীর জীবনে ঝড়ের মতো আসে ভাস্করের ছোটবেলার বন্ধু অনুপম (কৌশিক সেন)। অনুপমের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ে সোহিনী। এর মধ্যেই ভাস্করের ব্রেন টিউমার ধরা পড়ে। তারপর? সিহিনী কি ভুলে যাবে অনুপমকে? ফিরে যাবে স্বামীর কাছে? পরতে পরতে উঠে আসে নানা প্রশ্ন ! চিত্রনাট্য নিতে থাকে একের পর এক বাঁক... photo courtesy: Youtube
গল্পে, সোহিনী ওরফে ঋতুপর্ণা সেনগুপ্তর স্বামী ভাস্কর (দেবশঙ্কর হালদার)। কিন্তু ভাস্করের সঙ্গে সুখী নয় সোহিনী। ঠিক সেই সময়েই সোহিনীর জীবনে ঝড়ের মতো আসে ভাস্করের ছোটবেলার বন্ধু অনুপম (কৌশিক সেন)। অনুপমের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ে সোহিনী। এর মধ্যেই ভাস্করের ব্রেন টিউমার ধরা পড়ে। তারপর? সিহিনী কি ভুলে যাবে অনুপমকে? ফিরে যাবে স্বামীর কাছে? পরতে পরতে উঠে আসে নানা প্রশ্ন ! চিত্রনাট্য নিতে থাকে একের পর এক বাঁক... photo courtesy: Youtube
advertisement
5/5
শুটিং শেষ হয়েছে প্রায় দু’বছর আগেই!  সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই মুক্তি পাবে ছবিটি। photo courtesy: Youtube
শুটিং শেষ হয়েছে প্রায় দু’বছর আগেই! সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই মুক্তি পাবে ছবিটি। photo courtesy: Youtube
advertisement
advertisement
advertisement