রঙিন যৌবন! রগচটা ঋষি কখনও শোনেননি কারও কথা, যমদূত যখন দাঁড়িয়ে তখনও নিজেই নিজের শরীরের করছেন আরও সর্বনাশ!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Rishi Kapoor Life: বিয়ের পর কাপুর বাড়ির ধারা মেনে কাজ বন্ধ করেন নীতু কাপুর৷ সংসার ও সন্তানদের নিয়ে ব্যস্ত থাকেন তিনি৷ বাড়িতে অনেক সময় তাঁকে সহ্য করতে হয়েছিল ঋষির অত্যাচার৷ ঋষির মাথা গরম ছিল৷ মাঝে মধ্যেই তিনি বউ ও সন্তানদের উপর চিৎকার করতেন৷ এমন জানিয়েছেন নীতুই৷
advertisement
advertisement
advertisement
advertisement
বলিউডে চিন্টু বলে পরিচিত অভিনেতা ঋষি কাপুর আর আমাদের মধ্যে নেই, কিন্তু এখনও তাঁর সিনেমার গল্প এবং নীতুর সাথে তাঁর সম্পর্কের গল্প পড়তে পছন্দ করেন তাঁর ফ্যানরা। ঋষি কাপুর এবং নিতুর বিয়ের পর, প্রবীণ অভিনেতা-চলচ্চিত্র পরিচালক রাজ কাপুর আরকে স্টুডিওতে বলিউড সেলিব্রিটিদের জন্য একটি জমকালো পার্টির আয়োজন করেছিলেন। এই পার্টির জন্য একটি চমৎকার কার্ড ছাপা হয়েছিল, যা ৪৫ বছর পর আবার ভাইরাল।
advertisement
advertisement
বিয়ের রিসেপশনে আমন্ত্রণ জানাতে ছাপা এই কার্ডটি অন্যান্য সাধারণ কার্ডের মতোই, তবে এতে লেখা নামগুলি খুবই বিশেষ। কার্ডের উপরে আর.কে. আছে। স্টুডিওর লোগো এবং পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুর, শাম্মী কাপুর, শশী কাপুর, প্রেমনাথ এবং রণধীর কাপুরের মতো নাম অন্তর্ভুক্ত রয়েছে। আসলে, এই সময়টা ছিল কাপুর পরিবার ভারতীয় সিনেমায় রাজত্ব করত এবং সবাই এই বিশেষ অনুষ্ঠানের অংশ হতে চেয়েছিল।
advertisement
advertisement
খুব পরিচিত এক ব্যক্তি এই বিরিয়ানি বানিয়ে দিয়েছিলেন৷ এবং ক্যানসারের সঙ্গে লড়ার সময়ই ঋষি বিরিয়ানি খাচ্ছেন খুব মজা করে৷ এই স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নেন নীতু৷ ঋষির মৃত্যুতে একেবারে একা হয়ে পড়েছেন নীতু৷ ঋষির কথা বলতে গেলে এখনও তাঁর চোখে জল আসে৷ তবে নিজেকে কাজের মধ্যে অনেকটা সামলে নিয়েছেন তিনি৷