রঙিন যৌবন! রগচটা ঋষি কখনও শোনেননি কারও কথা, যমদূত যখন দাঁড়িয়ে তখনও নিজেই নিজের শরীরের করছেন আরও সর্বনাশ!

Last Updated:
Rishi Kapoor Life: বিয়ের পর কাপুর বাড়ির ধারা মেনে কাজ বন্ধ করেন নীতু কাপুর৷ সংসার ও সন্তানদের নিয়ে ব্যস্ত থাকেন তিনি৷ বাড়িতে অনেক সময় তাঁকে সহ্য করতে হয়েছিল ঋষির অত্যাচার৷ ঋষির মাথা গরম ছিল৷ মাঝে মধ্যেই তিনি বউ ও সন্তানদের উপর চিৎকার করতেন৷ এমন জানিয়েছেন নীতুই৷
1/9
মাত্র ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঋষি কাপুর৷ শরীরে বাসা বেঁধেছিল মরণ ক্যানসার৷ লিউকোমিয়া অর্থাৎ ব্লাড ক্যানসার হয়েছিল তাঁর৷ চিরকাল ঋষি কাপুর ছিলেন বেয়ারা৷ অর্থাৎ কারও কথা শুনতেন না৷ শেষ পর্যন্ত সেই ধারাই বজায় রাখেন তিনি৷
মাত্র ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঋষি কাপুর৷ শরীরে বাসা বেঁধেছিল মরণ ক্যানসার৷ লিউকোমিয়া অর্থাৎ ব্লাড ক্যানসার হয়েছিল তাঁর৷ চিরকাল ঋষি কাপুর ছিলেন বেয়ারা৷ অর্থাৎ কারও কথা শুনতেন না৷ শেষ পর্যন্ত সেই ধারাই বজায় রাখেন তিনি৷
advertisement
2/9
স্ক্রিনে ঋষি ছিলেন যতটা রোম্যন্টিক, বাড়িতে ছিলেন ঠিক ততটাই দাপুটে৷ বিয়ের পর কাপুর বাড়ির ধারা মেনে কাজ বন্ধ করেন নীতু কাপুর৷ সংসার ও সন্তানদের নিয়ে ব্যস্ত থাকেন তিনি৷ বাড়িতে অনেক সময় তাঁকে সহ্য করতে হয়েছিল ঋষির অত্যাচার৷ ঋষির মাথা গরম ছিল৷ মাঝে মধ্যেই তিনি বউ ও সন্তানদের উপর চিৎকার করতেন৷ এমন জানিয়েছেন নীতুই৷
স্ক্রিনে ঋষি ছিলেন যতটা রোম্যন্টিক, বাড়িতে ছিলেন ঠিক ততটাই দাপুটে৷ বিয়ের পর কাপুর বাড়ির ধারা মেনে কাজ বন্ধ করেন নীতু কাপুর৷ সংসার ও সন্তানদের নিয়ে ব্যস্ত থাকেন তিনি৷
advertisement
3/9
বাড়িতে অনেক সময় তাঁকে সহ্য করতে হয়েছিল ঋষির অত্যাচার৷ ঋষির মাথা গরম ছিল৷ মাঝে মধ্যেই তিনি বউ ও সন্তানদের উপর চিৎকার করতেন৷ এমন জানিয়েছেন নীতুই৷
বাড়িতে অনেক সময় তাঁকে সহ্য করতে হয়েছিল ঋষির অত্যাচার৷ ঋষির মাথা গরম ছিল৷ মাঝে মধ্যেই তিনি বউ ও সন্তানদের উপর চিৎকার করতেন৷ এমন জানিয়েছেন নীতুই৷
advertisement
4/9
বলিউডে এমন কিছু দম্পতি আছে যাদের গল্প মানুষ শুনতে ভালোবাসে। অমিতাভ বচ্চন-জয়া বচ্চন, দিলীপ-সায়রা বানু, ধর্মেন্দ্র-হেমা মালিনী এবং ঋষি কাপুর ও নীতু কাপুরের মতো অনেক দম্পতি আছেন, যাদের প্রেমের গল্প থেকে শুরু করে বিয়ে এবং বিয়ের পরের প্রচুর গল্পও হিট।
বলিউডে এমন কিছু দম্পতি আছে যাদের গল্প মানুষ শুনতে ভালোবাসে। অমিতাভ বচ্চন-জয়া বচ্চন, দিলীপ-সায়রা বানু, ধর্মেন্দ্র-হেমা মালিনী এবং ঋষি কাপুর ও নীতু কাপুরের মতো অনেক দম্পতি আছেন, যাদের প্রেমের গল্প থেকে শুরু করে বিয়ে এবং বিয়ের পরের প্রচুর গল্পও হিট।
advertisement
5/9
বলিউডে চিন্টু বলে পরিচিত অভিনেতা ঋষি কাপুর আর আমাদের মধ্যে নেই, কিন্তু এখনও তাঁর সিনেমার গল্প এবং নীতুর সাথে তাঁর সম্পর্কের গল্প পড়তে পছন্দ করেন তাঁর ফ্যানরা। ঋষি কাপুর এবং নিতুর বিয়ের পর, প্রবীণ অভিনেতা-চলচ্চিত্র পরিচালক রাজ কাপুর আরকে স্টুডিওতে বলিউড সেলিব্রিটিদের জন্য একটি জমকালো পার্টির আয়োজন করেছিলেন। এই পার্টির জন্য একটি চমৎকার কার্ড ছাপা হয়েছিল, যা ৪৫ বছর পর আবার ভাইরাল।
বলিউডে চিন্টু বলে পরিচিত অভিনেতা ঋষি কাপুর আর আমাদের মধ্যে নেই, কিন্তু এখনও তাঁর সিনেমার গল্প এবং নীতুর সাথে তাঁর সম্পর্কের গল্প পড়তে পছন্দ করেন তাঁর ফ্যানরা। ঋষি কাপুর এবং নিতুর বিয়ের পর, প্রবীণ অভিনেতা-চলচ্চিত্র পরিচালক রাজ কাপুর আরকে স্টুডিওতে বলিউড সেলিব্রিটিদের জন্য একটি জমকালো পার্টির আয়োজন করেছিলেন। এই পার্টির জন্য একটি চমৎকার কার্ড ছাপা হয়েছিল, যা ৪৫ বছর পর আবার ভাইরাল।
advertisement
6/9
১৯৮০ সালের ২৩ জানুয়ারি ঋষি-নীতুর বিয়ে হয়। যে কার্ডটি ভাইরাল হচ্ছে তা হল তাদের দুজনেরই বিয়ের রিসেপশন কার্ড। ভাইরাল হওয়া কার্ড অনুযায়ী, দুজনেরই অভ্যর্থনা স্থান ছিল আরকে স্টুডিওতেই। বিয়ের পর আয়োজিত রিসেপশনে অনেক বলিউড সেলিব্রিটি উপস্থিত ছিলেন।
১৯৮০ সালের ২৩ জানুয়ারি ঋষি-নীতুর বিয়ে হয়। যে কার্ডটি ভাইরাল হচ্ছে তা হল তাদের দুজনেরই বিয়ের রিসেপশন কার্ড। ভাইরাল হওয়া কার্ড অনুযায়ী, দুজনেরই অভ্যর্থনা স্থান ছিল আরকে স্টুডিওতেই। বিয়ের পর আয়োজিত রিসেপশনে অনেক বলিউড সেলিব্রিটি উপস্থিত ছিলেন।
advertisement
7/9
বিয়ের রিসেপশনে আমন্ত্রণ জানাতে ছাপা এই কার্ডটি অন্যান্য সাধারণ কার্ডের মতোই, তবে এতে লেখা নামগুলি খুবই বিশেষ। কার্ডের উপরে আর.কে. আছে। স্টুডিওর লোগো এবং পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুর, শাম্মী কাপুর, শশী কাপুর, প্রেমনাথ এবং রণধীর কাপুরের মতো নাম অন্তর্ভুক্ত রয়েছে। আসলে, এই সময়টা ছিল কাপুর পরিবার ভারতীয় সিনেমায় রাজত্ব করত এবং সবাই এই বিশেষ অনুষ্ঠানের অংশ হতে চেয়েছিল।
বিয়ের রিসেপশনে আমন্ত্রণ জানাতে ছাপা এই কার্ডটি অন্যান্য সাধারণ কার্ডের মতোই, তবে এতে লেখা নামগুলি খুবই বিশেষ। কার্ডের উপরে আর.কে. আছে। স্টুডিওর লোগো এবং পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুর, শাম্মী কাপুর, শশী কাপুর, প্রেমনাথ এবং রণধীর কাপুরের মতো নাম অন্তর্ভুক্ত রয়েছে। আসলে, এই সময়টা ছিল কাপুর পরিবার ভারতীয় সিনেমায় রাজত্ব করত এবং সবাই এই বিশেষ অনুষ্ঠানের অংশ হতে চেয়েছিল।
advertisement
8/9
বিয়ের পর থেকে বদলে যায় নীতুর জীবন৷ তিনি ঘরকন্না করতেন এবং ঋষির শেষ সময় পর্যন্ত তিনি তাঁকে সামলে গিয়েছেন৷ শেষের অনেকটা সময় ঋষি নিউইয়র্কে কাটিয়েছেন৷ তাঁর সঙ্গে সবসময় থাকতেন নীতু৷ শেষ সময়ের একটি ছবি পোস্ট করেছেন নীতু৷ যেখানে দেখা গিয়েছে ঋষিকে বিরিয়ানি খেতে৷
বিয়ের পর থেকে বদলে যায় নীতুর জীবন৷ তিনি ঘরকন্না করতেন এবং ঋষির শেষ সময় পর্যন্ত তিনি তাঁকে সামলে গিয়েছেন৷ শেষের অনেকটা সময় ঋষি নিউইয়র্কে কাটিয়েছেন৷ তাঁর সঙ্গে সবসময় থাকতেন নীতু৷ শেষ সময়ের একটি ছবি পোস্ট করেছেন নীতু৷ যেখানে দেখা গিয়েছে ঋষিকে বিরিয়ানি খেতে৷
advertisement
9/9
খুব পরিচিত এক ব্যক্তি এই বিরিয়ানি বানিয়ে দিয়েছিলেন৷ এবং ক্যানসারের সঙ্গে লড়ার সময়ই ঋষি বিরিয়ানি খাচ্ছেন খুব মজা করে৷ এই স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নেন নীতু৷ ঋষির মৃত্যুতে একেবারে একা হয়ে পড়েছেন নীতু৷ ঋষির কথা বলতে গেলে এখনও তাঁর চোখে জল আসে৷ তবে নিজেকে কাজের মধ্যে অনেকটা সামলে নিয়েছেন তিনি৷
খুব পরিচিত এক ব্যক্তি এই বিরিয়ানি বানিয়ে দিয়েছিলেন৷ এবং ক্যানসারের সঙ্গে লড়ার সময়ই ঋষি বিরিয়ানি খাচ্ছেন খুব মজা করে৷ এই স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নেন নীতু৷ ঋষির মৃত্যুতে একেবারে একা হয়ে পড়েছেন নীতু৷ ঋষির কথা বলতে গেলে এখনও তাঁর চোখে জল আসে৷ তবে নিজেকে কাজের মধ্যে অনেকটা সামলে নিয়েছেন তিনি৷
advertisement
advertisement
advertisement