Ridhima-Gourav Viral Photoshoot: 'বেবিবাম্প' আগলে ঋদ্ধিমা, বিছানায় শুয়ে আদরে ভরালেন গৌরব, হবু মায়ের মিষ্টি মুহূর্ত ভাইরাল

Last Updated:
Ridhima-Gourav Viral Photoshoot: স্বামী গৌরবের সঙ্গে মাতৃত্বকালীন ফোটোশ্যুটে ধরা দিয়েছেন নায়িকা৷ বিছনায় শুয়ে বেবিবাম্প আগলে রয়েছেন ঋদ্ধিমা৷ হবু মাম্মাকে আদরে ভরিয়ে দিচ্ছেন গৌরব৷
1/6
 টলিপাড়ায় সুখবর৷ শীঘ্রই মা হতে চলেছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ৷ অন্তঃসত্ত্বাকালীন ফোটোশ্যুটে তারকাদের দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ ঋদ্ধিমাও রয়েছেন তালিকায়৷
টলিপাড়ায় সুখবর৷ শীঘ্রই মা হতে চলেছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ৷ অন্তঃসত্ত্বাকালীন ফোটোশ্যুটে তারকাদের দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ ঋদ্ধিমাও রয়েছেন তালিকায়৷
advertisement
2/6
স্বামী গৌরবের সঙ্গে মাতৃত্বকালীন ফোটোশ্যুটে ধরা দিয়েছেন নায়িকা৷  বিছনায় শুয়ে বেবিবাম্প আগলে রয়েছেন ঋদ্ধিমা৷  হবু মাম্মাকে আদরে ভরিয়ে দিচ্ছেন গৌরব৷
স্বামী গৌরবের সঙ্গে মাতৃত্বকালীন ফোটোশ্যুটে ধরা দিয়েছেন নায়িকা৷ বিছনায় শুয়ে বেবিবাম্প আগলে রয়েছেন ঋদ্ধিমা৷ হবু মাম্মাকে আদরে ভরিয়ে দিচ্ছেন গৌরব৷
advertisement
3/6
 এই মুহূর্তে প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন নায়িকা৷  সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় মাতৃত্বকালীন ফোটোশ্যুটের ছবি শেয়ার করেছেন নায়িকা৷ গর্ভবতী ঋদ্ধিমাকে সারাক্ষণ আগলে রাখছেন গৌরব৷
এই মুহূর্তে প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন নায়িকা৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় মাতৃত্বকালীন ফোটোশ্যুটের ছবি শেয়ার করেছেন নায়িকা৷ গর্ভবতী ঋদ্ধিমাকে সারাক্ষণ আগলে রাখছেন গৌরব৷
advertisement
4/6
 কলকাতার এক পাঁচতারা হোটেলে ফোটোশ্যুটে নজর  কেড়েছেন গৌরব ও ঋদ্ধিমা৷ বউকে জাপটে ধরে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন হবু বাবা৷ আদরে মাখামাখি এই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই কমেন্টের বন্যা৷
কলকাতার এক পাঁচতারা হোটেলে ফোটোশ্যুটে নজর কেড়েছেন গৌরব ও ঋদ্ধিমা৷ বউকে জাপটে ধরে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন হবু বাবা৷ আদরে মাখামাখি এই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই কমেন্টের বন্যা৷
advertisement
5/6
 পরনে সাদা-কালো পোশাক৷ প্রেগন্যান্সির মনোক্রম ছবি শেয়ার করে গৌরব জানিয়েছিলেন, দুই থেকে তিন হচ্ছি আমরা৷ ঋদ্ধিমা ছবি শেয়ার করে বলেছেন, মিরাকেলের জন্য একটু অপেক্ষা করতে হয়৷  হবু মা-বাবাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷
পরনে সাদা-কালো পোশাক৷ প্রেগন্যান্সির মনোক্রম ছবি শেয়ার করে গৌরব জানিয়েছিলেন, দুই থেকে তিন হচ্ছি আমরা৷ ঋদ্ধিমা ছবি শেয়ার করে বলেছেন, মিরাকেলের জন্য একটু অপেক্ষা করতে হয়৷ হবু মা-বাবাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷
advertisement
6/6
২০১৭ সালে ২৮ শে নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন গৌরব ও ঋদ্ধিমা৷ বিয়ের ছয় বছরের মাথায় বাবা-মা হচ্ছেন তারকা দম্পতি৷ প্রতি মুহূর্তে নতুন প্রাণের উপস্থিতি উপভোগ করছেন হবু মা৷ প্রেগন্যান্সির প্রতিটা আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন ঋদ্ধিমা৷ আর মাত্র কয়েকদিনের  অপেক্ষা৷ তারপরই কোল আলো করে আসবে তাঁদের সন্তান৷
২০১৭ সালে ২৮ শে নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন গৌরব ও ঋদ্ধিমা৷ বিয়ের ছয় বছরের মাথায় বাবা-মা হচ্ছেন তারকা দম্পতি৷ প্রতি মুহূর্তে নতুন প্রাণের উপস্থিতি উপভোগ করছেন হবু মা৷ প্রেগন্যান্সির প্রতিটা আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন ঋদ্ধিমা৷ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা৷ তারপরই কোল আলো করে আসবে তাঁদের সন্তান৷
advertisement
advertisement
advertisement