Richa Chadha: মেদ ঝরিয়ে চনমনে- চাবুক ফিগার, রিচা চাড্ডার নতুন অবতারে ফিদা অনুরাগীরা

Last Updated:
ওজন ঝরিয়ে ভক্তদের কাছে নতুন রূপে ধরা দিলেন অভিনেত্রী রিচা চাড্ডা
1/8
ওজন ঝরিয়ে ভক্তদের কাছে নতুন রূপে ধরা দিলেন অভিনেত্রী রিচা চাড্ডা! ব্ল্যাক লেদারের স্কার্ট আর ডেনিম করসেট-এ লাস্যময়ী অভিনেত্রী
ওজন ঝরিয়ে ভক্তদের কাছে নতুন রূপে ধরা দিলেন অভিনেত্রী রিচা চাড্ডা! ব্ল্যাক লেদারের স্কার্ট আর ডেনিম করসেট-এ লাস্যময়ী অভিনেত্রী
advertisement
2/8
রিচা বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, এবার তিনি ফ্যানেদের জন্য দিলেন স্বাস্থ্যকর ভাবে ওজন কমানোর বার্তাও।
রিচা বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, এবার তিনি ফ্যানেদের জন্য দিলেন স্বাস্থ্যকর ভাবে ওজন কমানোর বার্তাও।
advertisement
3/8
রিচা ইনস্টাগ্রামে লেখেন, ‘স্বাস্থ্যকর ভাবে ওজন ঝরালে পেশির ক্ষয় হয় না। যেমন এ ক্ষেত্রে আমার গ্লুটিয়স ম্যাক্সিমাস একই রকম রয়েছে।’
রিচা ইনস্টাগ্রামে লেখেন, ‘স্বাস্থ্যকর ভাবে ওজন ঝরালে পেশির ক্ষয় হয় না। যেমন এ ক্ষেত্রে আমার গ্লুটিয়স ম্যাক্সিমাস একই রকম রয়েছে।’
advertisement
4/8
আর পাঁচটা নায়িকার মতো অ্যাটিট্যুড নেই, একেবারে পাশের বাড়ির মেয়ে রীচা! সাইকেল চেপে এখনও বাড়ির কাছেপিঠে ঘুরে বেড়ান। মুখ ঢেকে উঠে পড়েন ট্রেনেও
আর পাঁচটা নায়িকার মতো অ্যাটিট্যুড নেই, একেবারে পাশের বাড়ির মেয়ে রীচা! সাইকেল চেপে এখনও বাড়ির কাছেপিঠে ঘুরে বেড়ান। মুখ ঢেকে উঠে পড়েন ট্রেনেও
advertisement
5/8
পরণে মোনোকিনি, ভেজা চুল, গা বেয়ে টপটপ করে পড়ছে জল! সিক্তবসনা রিচা চাড্ডাকে দেখে উত্তাপ চড়ছে নেটদুনিয়ার
পরণে মোনোকিনি, ভেজা চুল, গা বেয়ে টপটপ করে পড়ছে জল! সিক্তবসনা রিচা চাড্ডাকে দেখে উত্তাপ চড়ছে নেটদুনিয়ার
advertisement
6/8
রিচা চড্ডার এই নতুন লুক-এ ফিদা অনুরাগীরা! মেদহীন চাবুকের মতো ফিগার, গলা থেকে পেট পর্যন্ত চেরা থাই স্লিটেড গাউনে মোহময়ী রিচা চাড্ডা
রিচা চড্ডার এই নতুন লুক-এ ফিদা অনুরাগীরা! মেদহীন চাবুকের মতো ফিগার, গলা থেকে পেট পর্যন্ত চেরা থাই স্লিটেড গাউনে মোহময়ী রিচা চাড্ডা
advertisement
7/8
অভিনেত্রী রিচা চড্ডা বরাবরই স্পষ্টবক্তা। কখনও বলিউডে যৌন হেনস্থার বিরুদ্ধে সরব হয়েছেন, কখনও বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ভিনধর্মী আলি ফজলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও অকপট তিনি
অভিনেত্রী রিচা চড্ডা বরাবরই স্পষ্টবক্তা। কখনও বলিউডে যৌন হেনস্থার বিরুদ্ধে সরব হয়েছেন, কখনও বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ভিনধর্মী আলি ফজলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও অকপট তিনি
advertisement
8/8
স্রেফ সলমনের হেয়ার স্টাইল অপছন্দ হওয়ায় ফিল্ম ছাড়তে চেয়েছিলেন রিচা
স্রেফ সলমনের হেয়ার স্টাইল অপছন্দ হওয়ায় ফিল্ম ছাড়তে চেয়েছিলেন রিচা
advertisement
advertisement
advertisement