1/ 5


রিচা চাড্ডা ও আলি ফজলের ভালোবাসার বয়স প্রায় চার বছর। তাঁরা চার বছর ধরে একে অপরকে ডেট করছেন। কিন্তু বিয়ে করবেন কিনা তা নিয়ে কেউ কিছুই জানাচ্ছিলেন না। অবশেষে জানা গিয়েছে এই দুই অভিনেতা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন খুব শীঘ্রই।
2/ 5


রিচা ও আলি ফজল এক সঙ্গে অভিনয় করেছেন 'ফুকরে' ছবিতে। সেখানে ভোলি পঞ্জাবনের ভূমিকায় একেবারে অন্য ভূমিকায় ধরা দিয়েছিলেন রিচা।
3/ 5


'ফুকরে' থেকেই তাঁদের সম্পর্ক আরও পরিণত হতে শুরু করে। চার বছর এক সঙ্গে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
4/ 5


জানা গিয়েছে, ২০২১-এর এপ্রিলেই বিয়ে সারবেন তাঁরা। কোর্টে রেজিস্ট্রির জন্য আবেদন জানিয়েছেন । বিয়ের আয়োজন খুব ছোট করেই হবে। খুব কাছের কিছু মানুষকে নিয়েই শুভ কাজ করবেন তাঁরা।