একে অপরের প্রেমে পাগল রাধিকা-কর্ণ ! পর্দার বিয়ে কি তবে সত্যি হবে?

Last Updated:
বাস্তবেও কি রাধিকা ও কর্ণ এতটাই ভালোবাসেন একে অপরকে?
1/5
'কি করে বলবো তোমায়'! জনপ্রিয় সিরিয়াল। জি বংলায় দেখানো হয় এই ধারাবাহিক। মুখ্য চরিত্র কর্ণ ও রাধিকা। স্বস্তিকা দত্ত ও কুশল আহুজা। photo source Instagram
'কি করে বলবো তোমায়'! জনপ্রিয় সিরিয়াল। জি বংলায় দেখানো হয় এই ধারাবাহিক। মুখ্য চরিত্র কর্ণ ও রাধিকা। স্বস্তিকা দত্ত ও কুশল আহুজা। photo source Instagram
advertisement
2/5
এই ধারাবাহিকেই তাঁরা প্রথমবার জুটি বাঁধেন। রাধিকার সঙ্গে কর্ণর বিয়ে থেকে ওদের এক সঙ্গে থাকা সবাটাই যেন একটা যুদ্ধ। photo source Instagram
এই ধারাবাহিকেই তাঁরা প্রথমবার জুটি বাঁধেন। রাধিকার সঙ্গে কর্ণর বিয়ে থেকে ওদের এক সঙ্গে থাকা সবাটাই যেন একটা যুদ্ধ। photo source Instagram
advertisement
3/5
আর ওদের লড়াইয়ের সঙ্গে জড়িয়ে পড়েন দর্শক। কবে সত্যিই মিলন হবে ওদের? ওই প্রশ্ন করতে থাকেন সকলে। অবশেষে পর্দায় ওদের মিলন হয়। কিন্তু বাস্তবে? photo source Instagram
আর ওদের লড়াইয়ের সঙ্গে জড়িয়ে পড়েন দর্শক। কবে সত্যিই মিলন হবে ওদের? ওই প্রশ্ন করতে থাকেন সকলে। অবশেষে পর্দায় ওদের মিলন হয়। কিন্তু বাস্তবে? photo source Instagram
advertisement
4/5
বাস্তবেই কি রাধিকা ও কর্ণ এতটাই ভালোবাসেন একে অপরকে? নাকি তাঁদের সম্পর্ক একেবারে অন্য পথে হাঁটে। photo source Instagram
বাস্তবেই কি রাধিকা ও কর্ণ এতটাই ভালোবাসেন একে অপরকে? নাকি তাঁদের সম্পর্ক একেবারে অন্য পথে হাঁটে। photo source Instagram
advertisement
5/5
বাস্তবে, তাঁরা কেবল ভালো বন্ধু। তাঁদের দু'জনেরই প্রেমিক এবং প্রেমিকা অন্য মানুষ। খুনসুটি করে সিরিয়ালে কাজ থেকেই একে অপরের ভালো বন্ধু কর্ণ ও রাধিকা। কিন্তু বাস্তবে একে অপরের প্রেমে বাঁধা পড়েননি তাঁরা। তাঁদের প্রেম অন্য সুতোয় গাথা। যদিও সে বিষয়ে খোলখোলি তেমন কথা বলেন না দু'জনেই। তবে কানাঘুষো হলেও, প্রেম কি আর চাপা থাকে ! photo source Instagram
বাস্তবে, তাঁরা কেবল ভালো বন্ধু। তাঁদের দু'জনেরই প্রেমিক এবং প্রেমিকা অন্য মানুষ। খুনসুটি করে সিরিয়ালে কাজ থেকেই একে অপরের ভালো বন্ধু কর্ণ ও রাধিকা। কিন্তু বাস্তবে একে অপরের প্রেমে বাঁধা পড়েননি তাঁরা। তাঁদের প্রেম অন্য সুতোয় গাথা। যদিও সে বিষয়ে খোলখোলি তেমন কথা বলেন না দু'জনেই। তবে কানাঘুষো হলেও, প্রেম কি আর চাপা থাকে ! photo source Instagram
advertisement
advertisement
advertisement