Guess the Celebrity: চাননি অভিনেত্রী হতে, মা মারধর করেই...! তারপরই জুটেছে অসহ্য নরকযন্ত্রণা, জীবনটাই পুরো ক্ষত-বিক্ষত নায়িকার! চিনতে পারলেন?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Celebrity: চলচ্চিত্রের পাশাপাশি তিনি তাঁর ব্যক্তিগত জীবন এবং তাঁর সম্পর্কের জন্যও বারবার শিরোনামে উঠে আসেন, কিন্তু আজ পর্যন্ত তিনি সত্যিকারের ভালবাসা খুঁজে পাননি এবং সারাজীবন প্রেমের জন্য আকুল হয়ে ছিলেন, তবে আজও তিনি একা জীবনযাপন করছেন।
advertisement
advertisement
শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন রেখা। চলচ্চিত্র পরিবারের এই অভিনেত্রী আসলে অভিনয় জগতে আসতে চাননি। পরিবারকে আর্থিক সঙ্কট থেকে বের করে আনতে তাকে দায়িত্বের বোঝা কাঁধে তুলে ছোটবেলায় অভিনয়ে নামতে হয়। রেখা তার পুরনো এক সাক্ষাৎকারে এ কথা উল্লেখ করে বলেছিলেন যে তার মা তাকে মারধর করে অভিনেত্রী বানিয়েছিলেন।
advertisement
advertisement
দুর্দান্ত অভিনয় দিয়ে বারবার নিজেকে আইকন হিসাবে প্রতিষ্ঠিত করেছেন রেখা, জীবনে এসেছে একাধিক প্রেম৷ তবে শেষ পর্যন্ত থাকেনি কোনও পুরুষসঙ্গী৷ অমিতাভ বচ্চন থেকে কিরণ কুমার, রাজ বব্বর এবং বিনোদ মেহরা-সহ একাধিক বলিউড অভিনেতার সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন নায়িকা৷ তবে তাঁর মধ্যে সহ-অভিনেতা বিনোদ মেহরার সঙ্গে তাঁর সম্পর্করা একটু বেশিই মাইলেজ পেয়েছে।
advertisement
advertisement