Bigg Boss OTT: ‘যার সবচেয়ে বেশি ফলোয়ার্স…’, বিগ বস ওটিটি ৩-এ সানার জয়ের পর রেগে লাল রণবীর শোরে
- Published by:Rachana Majumder
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
ফাইনালের আগে রণবীরকে কনফেশন রুমেও ডেকে পাঠানো হয়েছিল। সেখানে তাঁকে ভিডিও বার্তা দেন ‘বিগ বস ১৩-এর ফাইনালিস্ট শেহনাজ গিল। রণবীরকে চাঙ্গা করার চেষ্টা করেন তিনি। শো-এর পর প্রচুর কাজ পাবেন বলে সাহসও যোগান।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শেহনাজ বলেন, “হ্যালো রণবীর স্যর। আপনাকে অনেক অভিনন্দন। সততার সঙ্গে খেলছেন। যে সততার সঙ্গে আপনি রূপালি পর্দায় অভিনয় করেন, শো–তেও সেই সততার সঙ্গে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছেন। আপনি সেরা ৫-এ পৌঁছে গিয়েছেন। আমি চাই, আপনি ট্রফি জিতে আসুন। যখন আপনি বাইরে আসবে, ভগবান যেন তখন আপনাকে অনেক অনেক কাজ দেয়।’’