শরীরে একটা সুতোও নেই। সম্পূর্ণ নগ্ন ভাবে ক্যামেরার সামনে এলেন অভিনেতা রণবীর সিং। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হতেই আলোড়ন পড়ে গিয়েছে। হঠাৎ কেন একেবারে বিবস্ত্র অবস্থায় এভাবে আত্মপ্রকাশ রণবীরের।
2/ 6
ছক ভাঙা তাঁর অভ্যেস। বার বার ব্যতিক্রমী হয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন রণবীর। ফের তিনি খবরের শিরোনামে। আর এবার নগ্নতার জন্য। নিউ ইয়র্কের এক ফ্যাশন ম্যাগাজিনে প্রচ্ছদের জন্যই এই ফোটোশ্যুট করেছেন রণবীর। আর তাই দেখেই তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়।
3/ 6
জানা যাচ্ছে, প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করেই এই ফোটোশ্যুট করেছেন রণবীর। বার্ট রেনল্ডসও এমন ছক ভাঙা ফোটোশ্যুট করে বার বার খবরে উঠে আসতেন।
4/ 6
ছবিতে দেখা যাচ্ছে, কার্পেটের উপর শুয়ে রণবীর। গায়ে নেই কোনও পোশাক। আলো আঁধারিতে ঘেরা এই ছবি যে দক্ষ কোনও চিত্রগ্রাহকের তোলা নিঃসন্দেহে বলাই যায়।
5/ 6
এই সাহসী অবতারে রণবীরকে দেখে উত্তেজিত তাঁর অনুরাগীরা। রণবীর যদিও বলেছেন যে, ক্যামেরার সামনে নগ্ন হওয়া তাঁর কাছে বিরাট কোনও বিষয় নয়। তাঁর কথায়, তিনি দর্শকদের সামনে নিজের মন ও আত্মাকে নগ্ন করেছে অভিনয়ের জন্য। ওটাই আসল নগ্নতা তাঁর কাছে।
6/ 6
তবে এর আগেও ন্যুড ফোটোশ্যুটে ভাইরাল হয়েছিলেন রণবীর। আর একাধিক বার সাহসী পদক্ষেপ, সাহসী সাজ পোশাকে চোখ টেনেছেন অভিনেতা।