Ranveer Singh in Don 3: শাহরুখের 'ডন'-এর জুতোয় পা গলিয়ে তুমুল ট্রোলড! অবশেষে খোলা চিঠিতে জবাব এল রণবীরের
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Ranveer Singh in Don 3: 'ডন ৩' থেকে সরলেন শাহরুখ খান। বাদশা-র জুতোয় পা গলালেন রণবীর সিং। বলিউডের নতুন ডনের পরিচয় প্রকাশ্যে আসতেই শুরু ট্রোল। প্রশ্ন ওঠে রণবীরের যোগ্যতা নিয়েও। অনেকেই মনে করছেন, ডন হিসেবে তিনি মানানসই নন।
advertisement
advertisement
ইনস্টাগ্রামে শৈশবের কিছু ছবি দিয়েছেন রণবীর। সেখানে দেখা যাচ্ছে, হাতে খেলনা বন্দুক নিয়ে দাঁড়িয়ে তিনি। তার সঙ্গেই একটি খোলা চিঠিতে তিনি জানান, এই চরিত্রে অভিনয়ের জন্য অনেক দিন ধরে স্বপ্ন দেখেছেন তিনি। বলিউডের 'সর্বকালের দুই সেরা অভিনেতা' অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে দেখেই অভিনেতা হওয়ার স্বপ্ন বুনেছিলেন রণবীর।
advertisement
advertisement