Ranbir Kapoor- Alia Bhatt: রণবীরের পছন্দের ডিজাইনার শাড়ি কিনলেন আলিয়া! এপ্রিলেই কী বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা? সামনে এল তথ্য

Last Updated:
Ranbir Kapoor- Alia Bhatt: সামনের এপ্রিলেই নাকি আলিয়া-রবীরের বিয়ে? কী বলছে বলিউড
1/5
 আলিয়া ভাট ও রণবীর কাপুর এখন বি-টাউনের হট কাপল। বহু প্রেমে পা দিয়ে শেষ পর্যন্ত আলিয়াতে এসেই থেমেছেন রণবীর। ২০২০ থেকেই এই জুটির প্রেম এবং বিয়ে নিয়ে চলছে নানা কথা। এই সামনের এপ্রিলেই কী তবে বিয়ে করছেন আলিয়া-রণবীর? photo source collected
আলিয়া ভাট ও রণবীর কাপুর এখন বি-টাউনের হট কাপল। বহু প্রেমে পা দিয়ে শেষ পর্যন্ত আলিয়াতে এসেই থেমেছেন রণবীর। ২০২০ থেকেই এই জুটির প্রেম এবং বিয়ে নিয়ে চলছে নানা কথা। এই সামনের এপ্রিলেই কী তবে বিয়ে করছেন আলিয়া-রণবীর? photo source collected
advertisement
2/5
আলিয়া-রণবীরের বিয়ে এপ্রিলেই। এই বিয়ের খবর বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে। প্রমাণ ও মিলছে অনেক। ক্যাটরিনা-ভিকির মতোই তাঁরাও নিজেদের বিয়েটাকে সিক্রেট রাখতে চাইছেন। photo source collected
আলিয়া-রণবীরের বিয়ে এপ্রিলেই। এই বিয়ের খবর বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে। প্রমাণ ও মিলছে অনেক। ক্যাটরিনা-ভিকির মতোই তাঁরাও নিজেদের বিয়েটাকে সিক্রেট রাখতে চাইছেন। photo source collected
advertisement
3/5
সম্প্রতি শপিং করতে দেখা গেল রণবীর ও আলিয়াকে। আর তাই নিয়ে জোর শোরগোল। দু'জনকে এক সঙ্গে দেখা গেল ডিজাইনার শাড়ি কিনতে।photo source collected
সম্প্রতি শপিং করতে দেখা গেল রণবীর ও আলিয়াকে। আর তাই নিয়ে জোর শোরগোল। দু'জনকে এক সঙ্গে দেখা গেল ডিজাইনার শাড়ি কিনতে।photo source collected
advertisement
4/5
Saree couture brand-এর সিইও-র সঙ্গে দেখা গেল রণবীর ও আলিয়াকে। বিয়ের শাড়ির জন্যই গিয়েছেন তাঁরা। এমনটা বলিউডের খবর। photo source collected
Saree couture brand-এর সিইও-র সঙ্গে দেখা গেল রণবীর ও আলিয়াকে। বিয়ের শাড়ির জন্যই গিয়েছেন তাঁরা। এমনটা বলিউডের খবর। photo source collected
advertisement
5/5
সামনেই আসছে আলিয়া-রণবীরের ছবি 'ব্রহ্মাস্ত্র'। তার প্রোমোশন শুরু হবে কয়েকদিনের মধ্যেই। তার মধ্যেই আলিয়া-রণবীরের এপ্রিলেই বিয়ে এমনটা জানা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনও এই জুটি বা তাঁদের পরিবারের তরফেও কিছু জানানো হয়নি। photo source collected
সামনেই আসছে আলিয়া-রণবীরের ছবি 'ব্রহ্মাস্ত্র'। তার প্রোমোশন শুরু হবে কয়েকদিনের মধ্যেই। তার মধ্যেই আলিয়া-রণবীরের এপ্রিলেই বিয়ে এমনটা জানা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনও এই জুটি বা তাঁদের পরিবারের তরফেও কিছু জানানো হয়নি। photo source collected
advertisement
advertisement
advertisement