রণবীর আলিয়ার বিয়ে। এই বিয়ের দিকেই নজর ছিল গোটা বলিউডে। ডেস্টিনেশন বিয়ে থেকে বেরিয়ে, একেবারে ঘরোয়াভাবেই নিয়ম মেনে বিয়ে করেছেন তাঁরা। photo source Instagram
2/ 5
১৪-ই এপ্রিল ছিল তাঁদের বিয়ে। কড়াকড়ি থাকলেও, ভি-ক্যাট বা রণ-দীপের মতো কড়াকড়ি তাঁরা করেননি। বিয়ের দিন চুটিয়ে নেচেছেন রণবীর। সঙ্গে ছিলেন মা নীতু কাপুর। photo source Instagram