পোস্টারেই চমক ! রামগোপাল ভার্মার ‘লেসবিয়ান ক্রাইম অ্যাকশন’ ছবি নিয়ে তোলপাড় নেট দুনিয়া !

Last Updated:
নিজের নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিচ্ছেন পরিচালক রামগোপাল ভার্মা ৷
1/5
বলিউডে পরিচালক রামগোপাল ভার্মার আগের মতো সেই দাপট হয়তো আর নেই ৷ কিন্তু দক্ষিণী ফিল্মি ইন্ডাস্ট্রিতে বাকি সবাইকে পিছনে ফেলে দেওয়ার মতো ক্ষমতা এখনও তিনি রাখেন ৷ সম্প্রতি তিনি লঞ্চ করেছে নিজের ডিজিটাল প্ল্যাটফর্ম RGV World theater ৷ যেখানে তিনি একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন ৷ (Dangerous Movie Still)
বলিউডে পরিচালক রামগোপাল ভার্মার আগের মতো সেই দাপট হয়তো আর নেই ৷ কিন্তু দক্ষিণী ফিল্মি ইন্ডাস্ট্রিতে বাকি সবাইকে পিছনে ফেলে দেওয়ার মতো ক্ষমতা এখনও তিনি রাখেন ৷ সম্প্রতি তিনি লঞ্চ করেছে নিজের ডিজিটাল প্ল্যাটফর্ম RGV World theater ৷ যেখানে তিনি একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন ৷ (Dangerous Movie Still)
advertisement
2/5
 রামগোপাল ভার্মার এই ডিজিটাল প্ল্যাটফর্মে বিনামূল্যে সিনেমার একটা ট্রেলার দেখারও উপায় নেই ৷ কিন্তু তাতে কী, দর্শকরা টাকা দিয়েই ট্রেলার, সিনেমা সব দেখছেন ৷ সিনেমা হলের মতো ডিজিটাল প্ল্যাটফর্মেও চলছে অগ্রিম বুকিংয়ের ব্যবস্থা ৷ তাই বলা বাহুল্য, লকডাউনের মধ্যেও দারুণ ব্যবসা করছে রামগোপালের RGV World theater ৷ (Dangerous Movie Still)
রামগোপাল ভার্মার এই ডিজিটাল প্ল্যাটফর্মে বিনামূল্যে সিনেমার একটা ট্রেলার দেখারও উপায় নেই ৷ কিন্তু তাতে কী, দর্শকরা টাকা দিয়েই ট্রেলার, সিনেমা সব দেখছেন ৷ সিনেমা হলের মতো ডিজিটাল প্ল্যাটফর্মেও চলছে অগ্রিম বুকিংয়ের ব্যবস্থা ৷ তাই বলা বাহুল্য, লকডাউনের মধ্যেও দারুণ ব্যবসা করছে রামগোপালের RGV World theater ৷ (Dangerous Movie Still)
advertisement
3/5
নতুন একটি ছবির পোস্টার লঞ্চ হয়েছে ৷ যা দেখেই হইচই পড়ে গিয়েছে সর্বত্র ৷ সিনেমার নাম ‘ডেঞ্জারাস’ ৷ ছবিতে মূল চরিত্রেই অভিনয় করছেন বাঙালি অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায় ৷ এই ছবি নিয়ে এত হইচইয়ের কারণ, ছবির নির্মাতাদের দাবি এটি ভারতের প্রথম ‘লেসবিয়ান ক্রাইম অ্যাকশন’ ছবি ৷ অর্থাৎ সমকামী সম্পর্ক নিয়ে এই প্রথমবার ক্রাইম অ্যাকশন সিনেমা এবার বানিয়ে ফেলেছেন রামগোপাল ৷ (Dangerous Movie Still)
নতুন একটি ছবির পোস্টার লঞ্চ হয়েছে ৷ যা দেখেই হইচই পড়ে গিয়েছে সর্বত্র ৷ সিনেমার নাম ‘ডেঞ্জারাস’ ৷ ছবিতে মূল চরিত্রেই অভিনয় করছেন বাঙালি অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায় ৷ এই ছবি নিয়ে এত হইচইয়ের কারণ, ছবির নির্মাতাদের দাবি এটি ভারতের প্রথম ‘লেসবিয়ান ক্রাইম অ্যাকশন’ ছবি ৷ অর্থাৎ সমকামী সম্পর্ক নিয়ে এই প্রথমবার ক্রাইম অ্যাকশন সিনেমা এবার বানিয়ে ফেলেছেন রামগোপাল ৷ (Dangerous Movie Still)
advertisement
4/5
নিজের নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত মিয়া মালকোভার ‘ক্লাইম্যাক্স’, অভিনেত্রী সুইটি অভিনীত ‘নেকেড’ এবং অপ্সরা রানি এবং রকিকে নিয়ে ‘থ্রিলার’ ছবিগুলি ব্যাক টু ব্যাক রিলিজ করেছেন রামগোপাল ভার্মা ৷ এবার সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘ডেঞ্জারাস’ ছবিটি দেখার জন্য ৷ (Dangerous Movie Still)
নিজের নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত মিয়া মালকোভার ‘ক্লাইম্যাক্স’, অভিনেত্রী সুইটি অভিনীত ‘নেকেড’ এবং অপ্সরা রানি এবং রকিকে নিয়ে ‘থ্রিলার’ ছবিগুলি ব্যাক টু ব্যাক রিলিজ করেছেন রামগোপাল ভার্মা ৷ এবার সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘ডেঞ্জারাস’ ছবিটি দেখার জন্য ৷ (Dangerous Movie Still)
advertisement
5/5
ছবির দুই মুখ্য চরিত্রে রয়েছেন নয়না গঙ্গোপাধ্যায় এবং অপ্সরা রানি ৷ যারা একে অপরের জন্য জীবন দিতে রাজি ৷ এমনকী, কারোর খুন করতেও ৷ সমকামিতা নিয়ে বলিউডে এর আগে বেশ কিছু ছবি হলেও তা সংখ্যায় খুব বেশি নয় ৷ এবার তাই নিজের ডিজিটাল প্ল্যাটফর্মেই ‘ডেঞ্জারাস’ রিলিজ করে সবাইকে চমকে দিতে প্রস্তুত রামগোপাল ভার্মা অ্যান্ড কোম্পানি ৷ (Dangerous Movie Still)
ছবির দুই মুখ্য চরিত্রে রয়েছেন নয়না গঙ্গোপাধ্যায় এবং অপ্সরা রানি ৷ যারা একে অপরের জন্য জীবন দিতে রাজি ৷ এমনকী, কারোর খুন করতেও ৷ সমকামিতা নিয়ে বলিউডে এর আগে বেশ কিছু ছবি হলেও তা সংখ্যায় খুব বেশি নয় ৷ এবার তাই নিজের ডিজিটাল প্ল্যাটফর্মেই ‘ডেঞ্জারাস’ রিলিজ করে সবাইকে চমকে দিতে প্রস্তুত রামগোপাল ভার্মা অ্যান্ড কোম্পানি ৷ (Dangerous Movie Still)
advertisement
advertisement
advertisement