Rakul Preet-Jackky Bhagnani Wedding: রকুল-জ্যাকির রাজকীয় বিয়ের মেনু ফাঁস, গ্লুটেন ফ্রি খাবার থেকে সুগার ফ্রি ডেজার্ট, থাকছে শেফের 'সিগনেচার' আইটেম

Last Updated:
Rakul Preet-Jackky Bhagnani Wedding: রকুল-জ্যাকির বিয়েতে এলাহি আয়োজন থাকছে৷ বিয়ের আসরের আলোতে রাখা হয়েছে পরিবেশবান্ধব পদ্ধতি৷ এমনকি খাওয়া-দাওয়াতেও থাকছে বিশেষ চমক৷ সম্প্রতি বিয়ের আগেই ফাঁস হয়ে গেল রাজকীয় মেনু৷
1/6
আর মাত্র হাতে একদিন৷ তারপরই বলিউডের রাজকীয় বিয়ের আসর বসতে চলেছে গোয়ায়৷  প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানি ও বলি অভিনেত্রী রকুল প্রীত সিং বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন চলতি মাসের ২১ ফেব্রুয়ারি৷
আর মাত্র হাতে একদিন৷ তারপরই বলিউডের রাজকীয় বিয়ের আসর বসতে চলেছে গোয়ায়৷ প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানি ও বলি অভিনেত্রী রকুল প্রীত সিং বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন চলতি মাসের ২১ ফেব্রুয়ারি৷
advertisement
2/6
শনিবার রাতেই হবু বর ও কনে সপরিবারে গোয়ায় পৌঁছে গিয়েছেন৷ সঙ্গীত, মেহেন্দি, হলদি সেরেমনি সবটাই গোয়ায় অনুষ্ঠিক হবে৷ একটু অন্যরকমভাবে পরিবেশবান্ধব পদ্ধতিতেই বিয়েটা সারছেন তারকা জুটি৷
শনিবার রাতেই হবু বর ও কনে সপরিবারে গোয়ায় পৌঁছে গিয়েছেন৷ সঙ্গীত, মেহেন্দি, হলদি সেরেমনি সবটাই গোয়ায় অনুষ্ঠিক হবে৷ একটু অন্যরকমভাবে পরিবেশবান্ধব পদ্ধতিতেই বিয়েটা সারছেন তারকা জুটি৷
advertisement
3/6
রকুল-জ্যাকির বিয়েতে এলাহি আয়োজন থাকছে৷ বিয়ের আসরের আলোতে রাখা হয়েছে পরিবেশবান্ধব পদ্ধতি৷ এমনকি খাওয়া-দাওয়াতেও থাকছে বিশেষ চমক৷ সম্প্রতি বিয়ের আগেই ফাঁস হয়ে গেল রাজকীয় মেনু৷
রকুল-জ্যাকির বিয়েতে এলাহি আয়োজন থাকছে৷ বিয়ের আসরের আলোতে রাখা হয়েছে পরিবেশবান্ধব পদ্ধতি৷ এমনকি খাওয়া-দাওয়াতেও থাকছে বিশেষ চমক৷ সম্প্রতি বিয়ের আগেই ফাঁস হয়ে গেল রাজকীয় মেনু৷
advertisement
4/6
তারকাদের বিয়ের মেনু নিয়ে এমনিতেই আগ্রহ থাকে ভক্তদের৷ তেমন রকুল ও জ্যাকির রাজকীয় বিয়ের মেনু জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ ঘনিষ্ঠ সূত্রের খবর, বিদেশ থেকে শেফ আনা হয়েছে৷ এবং তিনি স্বাস্থ্যের কথা মাথা রেখে মেনু সাজিয়েছেন৷
তারকাদের বিয়ের মেনু নিয়ে এমনিতেই আগ্রহ থাকে ভক্তদের৷ তেমন রকুল ও জ্যাকির রাজকীয় বিয়ের মেনু জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ ঘনিষ্ঠ সূত্রের খবর, বিদেশ থেকে শেফ আনা হয়েছে৷ এবং তিনি স্বাস্থ্যের কথা মাথা রেখে মেনু সাজিয়েছেন৷
advertisement
5/6
রকুল ও জ্যাকি দু'জনেই ফিটনেস নিয়ে যথেষ্ঠ সচেতন৷ এমনকী যারা উপস্থিত থাকছেন তারাও সকলেই ফিটনেস ফ্রিক৷ তাই স্বাস্থ্য সচেতন অতিথিদের জন্য নিজের বিয়ের মেনুতে স্বাস্থ্যকর খাবার রেখেছেন তাঁরা৷
রকুল ও জ্যাকি দু'জনেই ফিটনেস নিয়ে যথেষ্ঠ সচেতন৷ এমনকী যারা উপস্থিত থাকছেন তারাও সকলেই ফিটনেস ফ্রিক৷ তাই স্বাস্থ্য সচেতন অতিথিদের জন্য নিজের বিয়ের মেনুতে স্বাস্থ্যকর খাবার রেখেছেন তাঁরা৷
advertisement
6/6
ঘনিষ্ঠ সূত্রের খবর, তারকা জুটির প্রিয় খাবার সুশি থাকেছে মেনুতে৷ এছাড়াও স্যুপ, কাবাব সহ অসংখ্য খাবার রাখা হয়েছে ৷ এছাড়াও থাকছে গ্লুটেন ফ্রি খাবার ও সুগার ফ্রি ডেজার্ট৷ শেফ স্পেশ্যাল সিগনেচার ডিশও রয়েছে মেনুতে৷
ঘনিষ্ঠ সূত্রের খবর, তারকা জুটির প্রিয় খাবার সুশি থাকেছে মেনুতে৷ এছাড়াও স্যুপ, কাবাব সহ অসংখ্য খাবার রাখা হয়েছে ৷ এছাড়াও থাকছে গ্লুটেন ফ্রি খাবার ও সুগার ফ্রি ডেজার্ট৷ শেফ স্পেশ্যাল সিগনেচার ডিশও রয়েছে মেনুতে৷
advertisement
advertisement
advertisement