Rakul Preet-Jackky Bhagnani Wedding: বিয়ের পিঁড়িতে রকুল-জ্যাকি! প্রেমের মাসেই গাঁটছড়া বাঁধবেন তারকা জুটি, ফাঁস হল তারিখ

Last Updated:
Rakul Preet-Jackky Bhagnani Wedding: বলিউডে ফের বিয়ের মরশুম৷ প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানি ও বলি অভিনেত্রী রকুল প্রীত সিং বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন৷
1/5
২০২৩-কে বিদায় জানিয়ে ২০২৪ সালে বড় সুখবর টিনসেল টাউনে৷ বলিউডে ফের বিয়ের মরশুম৷  প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানি ও বলি অভিনেত্রী রকুল প্রীত সিং বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন৷
২০২৩-কে বিদায় জানিয়ে ২০২৪ সালে বড় সুখবর টিনসেল টাউনে৷ বলিউডে ফের বিয়ের মরশুম৷ প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানি ও বলি অভিনেত্রী রকুল প্রীত সিং বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন৷
advertisement
2/5
প্রেম নিয়ে কোনওদিনই লুকোছাপা করেনি বলিউডের এই তারকা জুটি৷ বরাবরই প্রেম নিয়ে খুল্লামখুল্লা তাঁরা৷ দীর্ঘদিনের প্রেম এবার পরিণতি পেতে চলেছে৷ নতুন বছরের শুরুতেই সাতপাকে বাঁধা পড়তে চলেছে জ্যাকি ও রকুল৷
প্রেম নিয়ে কোনওদিনই লুকোছাপা করেনি বলিউডের এই তারকা জুটি৷ বরাবরই প্রেম নিয়ে খুল্লামখুল্লা তাঁরা৷ দীর্ঘদিনের প্রেম এবার পরিণতি পেতে চলেছে৷ নতুন বছরের শুরুতেই সাতপাকে বাঁধা পড়তে চলেছে জ্যাকি ও রকুল৷
advertisement
3/5
সূত্রের খবর, প্রেমের মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই চারহাত এক হতে চলেছে রকুল ও জ্যাকির৷ জানা যাচ্ছে, ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন তাঁরা একটু অন্যরকম ট্রেন্ডেই বিয়েটা সারতে চলেছেন তারকা জুটি৷
সূত্রের খবর, প্রেমের মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই চারহাত এক হতে চলেছে রকুল ও জ্যাকির৷ জানা যাচ্ছে, ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন তাঁরা একটু অন্যরকম ট্রেন্ডেই বিয়েটা সারতে চলেছেন তারকা জুটি৷
advertisement
4/5
রাজস্থান, ইতালি নয় বরং গোয়াতেই নাকি জ্যাকির সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন রকুল প্রীত সিং৷ ঘনিষ্ঠ সূত্র বলছে, আগামী ২২ ফেব্রুয়ারি  বিয়ের আসর বসতে চলেছে৷ হাতে গোনা অতিথি এবং পরিবার নিয়ে গোয়ার বিয়ের অনুষ্ঠান হবে৷
রাজস্থান, ইতালি নয় বরং গোয়াতেই নাকি জ্যাকির সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন রকুল প্রীত সিং৷ ঘনিষ্ঠ সূত্র বলছে, আগামী ২২ ফেব্রুয়ারি বিয়ের আসর বসতে চলেছে৷ হাতে গোনা অতিথি এবং পরিবার নিয়ে গোয়ার বিয়ের অনুষ্ঠান হবে৷
advertisement
5/5
২০২১ সালেই প্রথম নিজের সম্পর্কের সিলমোহর দিয়েছিলেন জ্যাকি ও রকুল প্রীত৷ প্রেমিকের হাতে হাত রেখে অভিনেত্রী পোস্টে লিখেছিলেন- এ বছরে তুমিই আমার সবচেয়ে বড় উপহার৷ তারপর থেকে হামেশাই একসঙ্গে দেখা গেছে তাঁদের৷  এবার পাকাপাকি ভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা৷
২০২১ সালেই প্রথম নিজের সম্পর্কের সিলমোহর দিয়েছিলেন জ্যাকি ও রকুল প্রীত৷ প্রেমিকের হাতে হাত রেখে অভিনেত্রী পোস্টে লিখেছিলেন- এ বছরে তুমিই আমার সবচেয়ে বড় উপহার৷ তারপর থেকে হামেশাই একসঙ্গে দেখা গেছে তাঁদের৷ এবার পাকাপাকি ভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা৷
advertisement
advertisement
advertisement