'সন্তানদের স্বীকৃতি চাই বলেই বিবাহিত'! নিজের স্বামীর জন্য বিগবসের ঘরে কেঁদে ভাসালেন রাখি
সম্প্রতি বিগবসের ঘরে স্বামীর নাম করে কেঁদে ভাসিয়েছেন রাখি সাওয়ান্ত। বিগ বসের ঘরে প্রবেশ করার আগেই জানিয়েছিলেন, এই শো তিনি জিতেই ছাড়বেন। নিজের ব্যক্তিগত জীবনকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন তিনি।


প্রতি সিজনেই বিগবস ঘিরে তৈরি হয় নানা রকমের বিতর্ক। আর এবারের সিজনে এমন একজন রয়েছেন যিনি নিজেই বিতর্ক তৈরি করতে সিদ্ধহস্ত। তাঁর নাম রাখি সাওয়ান্ত। বিগবসের ঘরে নিজের বিয়ে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন রাখি। যদিও রাখির আদৌ বিয়ে হয়েছে কি না তা নিয়েই সন্দেহ রয়েছে দর্শকদের মধ্যে। আর সেই জন্য বার বার তিনি বিশ্বাস করানোর চেষ্টা করে এসেছেন যে তিনি বিবাহিত।


সম্প্রতি বিগবসের ঘরে স্বামীর নাম করে কেঁদে ভাসিয়েছেন রাখি সাওয়ান্ত। বিগ বসের ঘরে প্রবেশ করার আগেই জানিয়েছিলেন, এই শো তিনি জিতেই ছাড়বেন। আর তাই একচুলও ছাড়ছেন না রাখি। নিজের ব্যক্তিগত জীবনকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন তিনি।


সম্প্রতি বিয়ে নিয়ে আর একটি বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। রাহুল বৈদ্যকে রাখি জানান, তাঁর স্বামী নাকি আগে থেকেই বিবাহিত ছিলেন। এমনকি সেই স্বামীর নাকি এক সন্তানও রয়েছে। কিন্তু বিয়ে করার সময়ে এই কথাটি জানতেন না বলে দাবি রাখির। রাখি নিজেই জানিয়েছেন তাঁর স্বামীর নাম নাকি রিতেশ।


বিয়ের পর থেকে নাকি একসঙ্গে থাকেননি তাঁরা। শোয়ের আর এক প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্যকে রাখি বলেছেন, তিনি তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদ চান না। সন্তানদের জন্যই বিবাহিত থাকতে চান তিনি। স্বামী রিতেশের নাম নিজের সন্তানদের জন্য ব্যবহার করতে চান বলে জানান তিনি।


তবে সেই সন্তানদের সঙ্গে নাকি কখনওই তাঁর স্বামী দেখা করতে আসবেন না। দাবি রাখির। কোনও দিনও স্বীকৃতিও দেবেন না। রাখি এও জানিয়েছেন একজন ব্যক্তির থেকে নিজেকে বাঁচানোর জন্য নাকি তিনি এই বিয়ে করেছেন। রাখি বলেছেন, বিয়ের আগে তিনি রিতেশকে দেখেননি। কিন্তু তাঁর ব্যাঙ্ক ব্যালান্স জেনে নেন।


কিন্তু কোনওদিনই জনসমক্ষে নিজের পরিচয় দিতে নারাজ রাখির স্বামী। এমনকি রাখি যদি তাঁর ছবি প্রকাশ করেন তাহলে তিনি ডিভোর্স দেবেন বলে জানান। তাই তাঁর পরিচয় প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন রাখি।


বিগবসের আর এক প্রতিযোগী অভিনব শুক্লাকে পছন্দ করেন রাখি সাওয়ান্ত। নিজের স্বামীর সঙ্গে তাঁরও তুলনা করেছেন তিনি। রাখি বলেন অভিনবের দেখতে সুন্দর না তাঁর স্বামীকে। এমনকি চেহারাও ভালো নয়। বিয়ের আগে নাকি তাঁকে বেশ কয়েকবার রিতেশ তাঁকে প্রতারণাও করেছেন। কিন্তু এতকিছুর পরেও তিনি বিবাহিত থাকতে চান ভবিষ্যতে সন্তানদের জন্য।