'সন্তানদের স্বীকৃতি চাই বলেই বিবাহিত'! নিজের স্বামীর জন্য বিগবসের ঘরে কেঁদে ভাসালেন রাখি
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
সম্প্রতি বিগবসের ঘরে স্বামীর নাম করে কেঁদে ভাসিয়েছেন রাখি সাওয়ান্ত। বিগ বসের ঘরে প্রবেশ করার আগেই জানিয়েছিলেন, এই শো তিনি জিতেই ছাড়বেন। নিজের ব্যক্তিগত জীবনকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন তিনি।
প্রতি সিজনেই বিগবস ঘিরে তৈরি হয় নানা রকমের বিতর্ক। আর এবারের সিজনে এমন একজন রয়েছেন যিনি নিজেই বিতর্ক তৈরি করতে সিদ্ধহস্ত। তাঁর নাম রাখি সাওয়ান্ত। বিগবসের ঘরে নিজের বিয়ে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন রাখি। যদিও রাখির আদৌ বিয়ে হয়েছে কি না তা নিয়েই সন্দেহ রয়েছে দর্শকদের মধ্যে। আর সেই জন্য বার বার তিনি বিশ্বাস করানোর চেষ্টা করে এসেছেন যে তিনি বিবাহিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিগবসের আর এক প্রতিযোগী অভিনব শুক্লাকে পছন্দ করেন রাখি সাওয়ান্ত। নিজের স্বামীর সঙ্গে তাঁরও তুলনা করেছেন তিনি। রাখি বলেন অভিনবের দেখতে সুন্দর না তাঁর স্বামীকে। এমনকি চেহারাও ভালো নয়। বিয়ের আগে নাকি তাঁকে বেশ কয়েকবার রিতেশ তাঁকে প্রতারণাও করেছেন। কিন্তু এতকিছুর পরেও তিনি বিবাহিত থাকতে চান ভবিষ্যতে সন্তানদের জন্য।