1/ 10


দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকার ট্যুইটে জানান ২০২০ সালের দাদাসাহেব সম্মানে ভূষিত করা হল ভারতীয় চলচ্চিত্রের অন্যতম কাণ্ডারী রজনীকান্তজিকে। সারা দেশ থেকে এর পর শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে। এই আনন্দের সময়ে তাঁর কিছু বিখ্যাত জোকস না দেখলেই নয় যে। এই অভিনেতা এতটাই বিখ্যাত যে তাঁকে নিয়ে জোকসের ভাণ্ডার আছে।
5/ 10


জানেন কি যখন আলেক্সজান্ডার বেল টেলিফোন আবিষ্কার করেছিলেন, সে সময় তিনি আগেই তিনটে মিস কল পেয়েছিলেন রজনীকান্তের।
6/ 10


যখন রজনীকান্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যান, তখন টাকা তোলার লাইন শুরু হয় রজনীকান্তের বাড়ি থেকেই।