Bollywood Gossip: প্রচুর সিনেমায় তাঁর হিরোইন, মাখোমাখো প্রেমে ভরপুর, সেই নায়িকার অন্য লোকের সঙ্গে বিয়েতে হাউ হাউ করে কেঁদে ভাসান রাশেজ খান্না
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই নায়িকার বিয়েতেই রাজেশ খান্না কেঁদেছিলেন এবং বলেছিলেন যে আমি আমার ডান হাত হারিয়েছি! যেই রাজেশ খান্নার জন্য লাখ লাখ মেয়ে পাগল ছিল, সেই রাজেশকে কাঁদিয়ে ছেড়েছিলেন এই অভিনেত্রী৷
advertisement
advertisement
বলিউডের বিখ্যাত অভিনেত্রী মুমতাজ, যিনি তাঁর ক্যারিয়ারের শুরুতে বি গ্রেড ছবিতে কাজ করেছিলেন। এরপর তাঁকে ছোট ছোট চরিত্রে দেখা যায়। হিন্দি সিনেমার তারকারা তাঁকে উপেক্ষা করতেন। তিনি ইরানের অধিবাসী ছিলেন। অভিনেত্রীর ইরানি বাবা তাঁর জন্মের এক বছর পর তার মা হাবিব আগাকে ছেড়ে দিয়েছিলেন। এরপর মুমতাজের মা তাঁকে তাঁর বাবা-মায়ের বাড়িতে নিয়ে আসেন।
advertisement
মুমতাজের বাড়ির আর্থিক অবস্থা ভাল ছিল না, তাই তিনি তাঁর বোন মল্লিকার সঙ্গে ছবিতে কাজ করার সিদ্ধান্ত নেন। একটি প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রীকে প্রথম দেখা গিয়েছিল ১৯৫৮ সালের 'সোনে কি চিদিয়া' ছবিতে। তাঁকে আবার বি গ্রেড ফিল্ম 'ফৌলাদ'-এ দেখা গিয়েছিল, যেখানে তাঁকে দারা সিং-এর সঙ্গে দেখা গিয়েছিল। তিনি তাঁর উজ্জ্বল ক্যারিয়ারের জন্য দারা সিংকে কৃতিত্ব দেন। তাঁকে দারা সিং-এর সঙ্গে ১৬টি অ্যাকশন ছবিতে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল।
advertisement
advertisement
advertisement
advertisement