Raja Rani Romeo: প্রিমিয়ারে হাজির রাজা রানি রোমিও, প্রশংসা সবার মুখে, আপনি দেখেছেন এখনও?

Last Updated:
সম্প্রতি কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে প্রিমিয়ার হয়ে গেল ‘রাজা রানি রোমিও’র।
1/12
KLIKK OTT যে দর্শকদের নতুন নতুন চমক দিয়েই যাবে, এ এখন প্রমাণিত সত্য। তাদের ছবিতে, ওয়েব সিরিজে প্রতি মুহূর্তে উঠে আসে জীবনযাপনের বিভিন্ন ঘরানা। এবার এক টানটান থ্রিলারের পালা। সেই থ্রিলার ওয়েব সিরিজ মুক্তিও পেয়েছে, শুরু হয়েছে দর্শকের দেখার পালা। আসতে শুরু করেছে রিভিউ। আর তারই মাঝে সম্প্রতি কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে প্রিমিয়ার হয়ে গেল ‘রাজা রানি রোমিও’র। সদলবলে সবার সঙ্গে ছবি আর আনন্দ ভাগ করে নিলেন তাঁরা।
KLIKK OTT যে দর্শকদের নতুন নতুন চমক দিয়েই যাবে, এ এখন প্রমাণিত সত্য। তাদের ছবিতে, ওয়েব সিরিজে প্রতি মুহূর্তে উঠে আসে জীবনযাপনের বিভিন্ন ঘরানা। এবার এক টানটান থ্রিলারের পালা। সেই থ্রিলার ওয়েব সিরিজ মুক্তিও পেয়েছে, শুরু হয়েছে দর্শকের দেখার পালা। আসতে শুরু করেছে রিভিউ। আর তারই মাঝে সম্প্রতি কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে প্রিমিয়ার হয়ে গেল ‘রাজা রানি রোমিও’র। সদলবলে সবার সঙ্গে ছবি আর আনন্দ ভাগ করে নিলেন তাঁরা।
advertisement
2/12
আসলে বড় পর্দায় ছবি দেখার একটা আনন্দ থাকেই, ওটার ম্যাজিক বাদ দেওয়া যায় না। প্রিমিয়ারে ঠিক সেই কথাটাই বলছিলেন ছবির পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এও জানাতে ভোলেননি যে ‘অলক্ষ্মীজ ইন গোয়া’-র সাফল্যের পরে ‘রাজা রানি রোমিও’ একই পথে এগিয়ে চলেছে, বন্ধুরা এবং দর্শকরা সবাই প্রশংসা করেছেন ছবির, ফেসবুকে জমছে ইতিবাচক রিভিউয়ের ভিড়, সেগুলো শেয়ার আর সাফল্য আস্বাদনের মধ্যেই আপাতত দিন কাটছে তাঁর।
আসলে বড় পর্দায় ছবি দেখার একটা আনন্দ থাকেই, ওটার ম্যাজিক বাদ দেওয়া যায় না। প্রিমিয়ারে ঠিক সেই কথাটাই বলছিলেন ছবির পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এও জানাতে ভোলেননি যে ‘অলক্ষ্মীজ ইন গোয়া’-র সাফল্যের পরে ‘রাজা রানি রোমিও’ একই পথে এগিয়ে চলেছে, বন্ধুরা এবং দর্শকরা সবাই প্রশংসা করেছেন ছবির, ফেসবুকে জমছে ইতিবাচক রিভিউয়ের ভিড়, সেগুলো শেয়ার আর সাফল্য আস্বাদনের মধ্যেই আপাতত দিন কাটছে তাঁর।
advertisement
3/12
বড় পর্দা আর প্রিমিয়ারের প্রসঙ্গে জয়দীপের আরও একটা বক্তব্য ভাগ না করে নিলেই নয়। তিনি জানিয়েছেন যে, প্রথম যখন এই প্লট তাঁর মাথায় আসে, তখন ওটিটি ছিল না। ফলে, একটা পূর্ণদৈর্ঘ্যের ছবির মতো করেই সাজানো হয়েছিল গল্প। পরে যখন দেখা গেল এর কাহিনিরেখায় রয়েছে নানা নাটকীয় মোচড়, তখন একে ওটিটি-র আদলে গড়ে তোলা হল। ফলে, এই প্রিমিয়ার পরিচালকের কাছে স্বপ্নপূরণ তো বটেই।
বড় পর্দা আর প্রিমিয়ারের প্রসঙ্গে জয়দীপের আরও একটা বক্তব্য ভাগ না করে নিলেই নয়। তিনি জানিয়েছেন যে, প্রথম যখন এই প্লট তাঁর মাথায় আসে, তখন ওটিটি ছিল না। ফলে, একটা পূর্ণদৈর্ঘ্যের ছবির মতো করেই সাজানো হয়েছিল গল্প। পরে যখন দেখা গেল এর কাহিনিরেখায় রয়েছে নানা নাটকীয় মোচড়, তখন একে ওটিটি-র আদলে গড়ে তোলা হল। ফলে, এই প্রিমিয়ার পরিচালকের কাছে স্বপ্নপূরণ তো বটেই।
advertisement
4/12
‘রাজা রানি রোমিও’ এক রোম্যান্টিক থ্রিলার। সাফ জানিয়েছেন জয়দীপ, এটি আর পাঁচটা থ্রিলারের চেয়ে অনেকটাই আলাদা। "আমরা যখন বড় হচ্ছি, সেই সময়ে বলিউডে নব্বইয়ের দশকে গুপ্ত, বাজিগরের মতো প্রচুর থ্রিলার তৈরি হয়েছে, সেগুলোয় একটা প্রেমের গল্পও থাকত। আজকাল তা খুব একটা দেখতে পাওয়া যায় না। বাংলাতে তো একেবারেই নয়, এমনকী হিন্দিতেও খুবই কম। সেখান থেকেই এই রোম্যান্টিক থ্রিলার তৈরির ভাবনা", বলছেন পরিচালক।
‘রাজা রানি রোমিও’ এক রোম্যান্টিক থ্রিলার। সাফ জানিয়েছেন জয়দীপ, এটি আর পাঁচটা থ্রিলারের চেয়ে অনেকটাই আলাদা। "আমরা যখন বড় হচ্ছি, সেই সময়ে বলিউডে নব্বইয়ের দশকে গুপ্ত, বাজিগরের মতো প্রচুর থ্রিলার তৈরি হয়েছে, সেগুলোয় একটা প্রেমের গল্পও থাকত। আজকাল তা খুব একটা দেখতে পাওয়া যায় না। বাংলাতে তো একেবারেই নয়, এমনকী হিন্দিতেও খুবই কম। সেখান থেকেই এই রোম্যান্টিক থ্রিলার তৈরির ভাবনা", বলছেন পরিচালক।
advertisement
5/12
ছোটপর্দার জনপ্রিয় ‘মৌঝর’ জুটিকে ফের দেখা যাবে একসঙ্গে এই ওয়েব সিরিজে। তবে, সেই জুটি তৈরি হওয়া যে কিছুটা কাকতালীয়, তাও উঠে এল পরিচালকের বক্তব্যে। প্রথম যখন ছবির গল্প তিনি ভাবেন, নায়কের বলিষ্ঠ শারীরিক কাঠামোর ব্যাপারটা তাঁর মাথায় ছিল। তখনই তিনি ঠিক করে রেখেছিলেন এই চরিত্রে অর্পণ ঘোষালকেই নেবেন। তবে, স্বীকৃতি মজুমদারের রানির ভূমিকায় অভিনয় যে কিছুটা ঘটনাচক্রে, তা তিনি লুকিয়ে রাখেননি।
ছোটপর্দার জনপ্রিয় ‘মৌঝর’ জুটিকে ফের দেখা যাবে একসঙ্গে এই ওয়েব সিরিজে। তবে, সেই জুটি তৈরি হওয়া যে কিছুটা কাকতালীয়, তাও উঠে এল পরিচালকের বক্তব্যে। প্রথম যখন ছবির গল্প তিনি ভাবেন, নায়কের বলিষ্ঠ শারীরিক কাঠামোর ব্যাপারটা তাঁর মাথায় ছিল। তখনই তিনি ঠিক করে রেখেছিলেন এই চরিত্রে অর্পণ ঘোষালকেই নেবেন। তবে, স্বীকৃতি মজুমদারের রানির ভূমিকায় অভিনয় যে কিছুটা ঘটনাচক্রে, তা তিনি লুকিয়ে রাখেননি।
advertisement
6/12
"ফেসবুকে দেখতাম অনেকেই এই জুটির ফিরে আসার কথা বলছে। আমি স্বীকৃতিকে চিনতাম না। অর্পণের সঙ্গে কথা বলে ওর একটা অডিশনের ব্যবস্থা করি। আর সেখানে ওর পারফরম্যান্স দেখে অবাক হয়ে যাই। তখনই বুঝতে পারি, চরিত্রটার জন্য স্বীকৃতি জুতসই", দাবি জয়দীপের।
"ফেসবুকে দেখতাম অনেকেই এই জুটির ফিরে আসার কথা বলছে। আমি স্বীকৃতিকে চিনতাম না। অর্পণের সঙ্গে কথা বলে ওর একটা অডিশনের ব্যবস্থা করি। আর সেখানে ওর পারফরম্যান্স দেখে অবাক হয়ে যাই। তখনই বুঝতে পারি, চরিত্রটার জন্য স্বীকৃতি জুতসই", দাবি জয়দীপের।
advertisement
7/12
রাজার কাস্টিংয়েও রয়েছে এক মজার ঘটনা। পরিচালক জানিয়েছেন যে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রাজা চরিত্রের লার্জার দ্যান লাইফ ইমেজ তিনি বরাবর দেখেছেন। ফলে, তাঁর মনে হয় জয়জিৎ চরিত্রটা খুবই ভাল ভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তাছাড়া, দর্শক তাঁকে ওয়েব সিরিজে এর আগে দেখেননি, সেটাও একটা বাড়তি পাওনা।প্রিমিয়ারে জয়জিৎ নিজেও পরিচালকের এই মুন্সিয়ানায় মুখর। তিনি স্বীকার করে নিয়েছেন, ঠিক যে রকম পটভূমি এই ওয়েব সিরিজের চিত্রায়ণের জন্য প্রয়োজন ছিল, তেমন জায়গাতেই শ্যুটিং হয়েছে, কোথাও আপোস করতে হয়নি। বিশেষ করে সিনেম্যাটোগ্রাফিরও তারিফ করেছেন তিনি।
রাজার কাস্টিংয়েও রয়েছে এক মজার ঘটনা। পরিচালক জানিয়েছেন যে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রাজা চরিত্রের লার্জার দ্যান লাইফ ইমেজ তিনি বরাবর দেখেছেন। ফলে, তাঁর মনে হয় জয়জিৎ চরিত্রটা খুবই ভাল ভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তাছাড়া, দর্শক তাঁকে ওয়েব সিরিজে এর আগে দেখেননি, সেটাও একটা বাড়তি পাওনা।প্রিমিয়ারে জয়জিৎ নিজেও পরিচালকের এই মুন্সিয়ানায় মুখর। তিনি স্বীকার করে নিয়েছেন, ঠিক যে রকম পটভূমি এই ওয়েব সিরিজের চিত্রায়ণের জন্য প্রয়োজন ছিল, তেমন জায়গাতেই শ্যুটিং হয়েছে, কোথাও আপোস করতে হয়নি। বিশেষ করে সিনেম্যাটোগ্রাফিরও তারিফ করেছেন তিনি।
advertisement
8/12
‘রাজা রানি রোমিও’ যে এই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পেরেছে, এ কথা স্বীকার করে নিয়েছেন স্বীকৃতিও। ছবির প্রিমিয়ারে তাঁর টিম এবং আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, সবাই মিলে কাজ করেছেন এবং সবাই দেখে ভাল বলেছেন, এটাই আসল পাওনা। তাঁরা যা তুলে ধরতে চেয়েছিলেন, সেটা পেরেছেন।
‘রাজা রানি রোমিও’ যে এই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পেরেছে, এ কথা স্বীকার করে নিয়েছেন স্বীকৃতিও। ছবির প্রিমিয়ারে তাঁর টিম এবং আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, সবাই মিলে কাজ করেছেন এবং সবাই দেখে ভাল বলেছেন, এটাই আসল পাওনা। তাঁরা যা তুলে ধরতে চেয়েছিলেন, সেটা পেরেছেন।
advertisement
9/12
অতএব, দর্শকেরও যে প্রাপ্তি এবং প্রত্যাশা মিটবে, এ রানির দৃঢ় বিশ্বাস। রোমিওর কথাও এবার একটু না বললেই নয়। ছবির প্রিমিয়ারে আগাগোড়া পর্দা থেকে বাস্তব জীবন- জুড়ে ছিলেন তিনিই। অর্পণের অভিনয় নিঃসন্দেহে দর্শকের মন টানবে। কিন্তু দর্শকের ফিডব্যাক যে তাঁর মন টেনেছে, সে কথা স্বীকার করে নিয়েছেন তিনি।
অতএব, দর্শকেরও যে প্রাপ্তি এবং প্রত্যাশা মিটবে, এ রানির দৃঢ় বিশ্বাস। রোমিওর কথাও এবার একটু না বললেই নয়। ছবির প্রিমিয়ারে আগাগোড়া পর্দা থেকে বাস্তব জীবন- জুড়ে ছিলেন তিনিই। অর্পণের অভিনয় নিঃসন্দেহে দর্শকের মন টানবে। কিন্তু দর্শকের ফিডব্যাক যে তাঁর মন টেনেছে, সে কথা স্বীকার করে নিয়েছেন তিনি।
advertisement
10/12
বলছেন, ওয়েব সিরিজ সাধারণত দর্শক নিজের মোবাইলে বা ল্যাপটপে দেখেন, প্রতিক্রিয়া জমা হয় সোশ্যাল মিডিয়ায়, তাঁদের চোখে-মুখের আসল উত্তেজনা অভিনেতাদের কাছে অধরাই থেকে যায়। KLIKK এই প্রিমিয়ারের মাধ্যমে সেই সুযোগ এনে দিয়েছে বলে তিনি কৃতজ্ঞ। রোম্যান্টিক থ্রিলারধর্মী ‘রাজা রানি রোমিও’-তে যেমন ভালবাসার গল্প ফুটে উঠেছে, তেমনই বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধেরও প্রতিফলন দেখা যাবে।
বলছেন, ওয়েব সিরিজ সাধারণত দর্শক নিজের মোবাইলে বা ল্যাপটপে দেখেন, প্রতিক্রিয়া জমা হয় সোশ্যাল মিডিয়ায়, তাঁদের চোখে-মুখের আসল উত্তেজনা অভিনেতাদের কাছে অধরাই থেকে যায়। KLIKK এই প্রিমিয়ারের মাধ্যমে সেই সুযোগ এনে দিয়েছে বলে তিনি কৃতজ্ঞ। রোম্যান্টিক থ্রিলারধর্মী ‘রাজা রানি রোমিও’-তে যেমন ভালবাসার গল্প ফুটে উঠেছে, তেমনই বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধেরও প্রতিফলন দেখা যাবে।
advertisement
11/12
এই ওয়েব সিরিজের প্রতিটি চরিত্রই প্রায় ধূসর। কারণ প্রত্যেকেরই কিছু নিহিত স্বার্থ রয়েছে। আর তাঁরা এমন অবিশ্বাস্য কিছু ঘটনা ঘটায়, যা সকলকে চমকে দেবে।
এই ওয়েব সিরিজের প্রতিটি চরিত্রই প্রায় ধূসর। কারণ প্রত্যেকেরই কিছু নিহিত স্বার্থ রয়েছে। আর তাঁরা এমন অবিশ্বাস্য কিছু ঘটনা ঘটায়, যা সকলকে চমকে দেবে।
advertisement
12/12
পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য লিখেছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। ফিল্মস অ্যান্ড ফ্রেমস থেকে প্রযোজনা করছেন শান্তনু চট্টোপাধ্যায়। চিত্রগ্রহণ এবং সঙ্গীত পরিচালনা করেছেন যথাক্রমে অনির এবং প্রাঞ্জল দাস। আর সংলাপ লিখেছেন সৌমিত দেব। এই ওয়েব সিরিজের সহযোগী পরিচালক হলেন শুভদীপ মুখোপাধ্যায়।
পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য লিখেছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। ফিল্মস অ্যান্ড ফ্রেমস থেকে প্রযোজনা করছেন শান্তনু চট্টোপাধ্যায়। চিত্রগ্রহণ এবং সঙ্গীত পরিচালনা করেছেন যথাক্রমে অনির এবং প্রাঞ্জল দাস। আর সংলাপ লিখেছেন সৌমিত দেব। এই ওয়েব সিরিজের সহযোগী পরিচালক হলেন শুভদীপ মুখোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement