North 24 Parganas News: ব্যারাকপুর-নৈহাটির রাস্তায় ধুন্ধুমার কাণ্ড...! উপচে পড়া ভিড় কাতারে কাতারে মানুষের, জানলে আপনিও ছুটবেন
- Published by:Riya Das
- local18
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
North 24 Parganas News: টলিপাড়ায় আগেই শুরু হয়েছিল গুঞ্জন। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিয়ে পরিচালক রাজ চক্রবর্তী শুরু করেছেন ওটিটি সিরিজের দ্বিতীয় পর্ব ‘আবার প্রলয় ২’-এর শ্যুটিং। নৈহাটি, ব্যারাকপুর ও আশপাশের একাধিক লোকেশনে টানা চলছে শ্যুটিং, আর তা দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রাজ এখনও স্পষ্ট করে কিছু জানাননি। নতুন নাকি পুরনো কোন প্রসঙ্গকে নতুন মোড়কে ফিরিয়ে আনবেন, তা নিয়েও চলছে জোর জল্পনা। ইন্সপেক্টর অনিমেষ দত্তের চরিত্রে আবারও ফিরছেন শাশ্বত চট্টোপাধ্যায়। পাশাপাশি ‘করালী’ চরিত্রে সাংসদ-অভিনেতা পার্থ ভৌমিককেও এই সিজনে রাখা হচ্ছে বলে নিশ্চিত করেছেন পরিচালক। যদিও ‘আবার প্রলয় ২’ কবে মুক্তি পাবে সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি, কিন্তু শ্যুটিং শুরুর পর থেকেই দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। নৈহাটি ও ব্যারাকপুরে শ্যুটিং ঘিরে এখন তাই যেন অন্য মেজাজ৷
