Rahul Roy: ব্রেন স্টোকে আক্রান্ত, হাসপাতালে ট্রিটমেন্টের টাকা ছিল না, দুঃসময়ে রাহুলের পাশে দাঁড়িয়েছিলেন এই অভিনেতা, কে তিনি?

Last Updated:
Rahul Roy: প্রিয়াঙ্কা জানিয়েছেন, দীর্ঘদিন হাসপাতালে থাকার পর চিকিৎসার খরচ জোগাতে পারছিলেন না৷ সেইসময় রাহুলের চিকিৎসার খরচ জুগিয়েছিলেন সলমন খান৷
1/6
বলিউডের জনপ্রিয় সিনেমা আশিকি-র গান আজও সুপারহিট দর্শকমনে৷  সিনেমার সেই হিরো রাহুল রায়ের কথা মনে আছে? যদিও এখন আর সেভাবে দেখা যায় অভিনেতা৷
বলিউডের জনপ্রিয় সিনেমা আশিকি-র গান আজও সুপারহিট দর্শকমনে৷ সিনেমার সেই হিরো রাহুল রায়ের কথা মনে আছে? যদিও এখন আর সেভাবে দেখা যায় অভিনেতা৷
advertisement
2/6
২০০৬ সালে বিগ বস-এর প্রথম সিজনে অংশ নিয়েছিলেন অভিনেতা৷ পুরস্কার হিসেবে ১ কোটি টাকাও উপহার পেয়েছিলেন৷ আশিকি-ক পর সেভাবে আর শিরোনামে আসেননি রাহুল৷
২০০৬ সালে বিগ বস-এর প্রথম সিজনে অংশ নিয়েছিলেন অভিনেতা৷ পুরস্কার হিসেবে ১ কোটি টাকাও উপহার পেয়েছিলেন৷ আশিকি-ক পর সেভাবে আর শিরোনামে আসেননি রাহুল৷
advertisement
3/6
সালটা ২০২০৷ ব্রেন স্ট্রোকে আচমকাই আক্রান্ক নন৷ এলএসি-ছবির শ্যুটিংয়ের সময়েই অসুস্ত হয়ে পড়েন৷ তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় ওকহার্ট হাসপাতালে৷  সেখানে ব্রেন ও হার্টের এনজিওগ্রাফির পরই তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করা হয়৷
সালটা ২০২০৷ ব্রেন স্ট্রোকে আচমকাই আক্রান্ক নন৷ এলএসি-ছবির শ্যুটিংয়ের সময়েই অসুস্ত হয়ে পড়েন৷ তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় ওকহার্ট হাসপাতালে৷ সেখানে ব্রেন ও হার্টের এনজিওগ্রাফির পরই তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করা হয়৷
advertisement
4/6
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর প্রায় দেড় মাস হাসপাতালে থাকতে হয় অভিনেতাকে৷ সেই সময় চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছিল অভিনেতাকে৷ সম্প্রতি সেকথা খোলসা করেছেন রাহুলের বোন প্রিয়াঙ্কা রায়৷
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর প্রায় দেড় মাস হাসপাতালে থাকতে হয় অভিনেতাকে৷ সেই সময় চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছিল অভিনেতাকে৷ সম্প্রতি সেকথা খোলসা করেছেন রাহুলের বোন প্রিয়াঙ্কা রায়৷
advertisement
5/6
প্রিয়াঙ্কা জানিয়েছেন, দীর্ঘদিন হাসপাতালে থাকার পর চিকিৎসার খরচ জোগাতে পারছিলেন না৷ সেইসময় রাহুলের চিকিৎসার খরচ জুগিয়েছিলেন সলমন খান৷
প্রিয়াঙ্কা জানিয়েছেন, দীর্ঘদিন হাসপাতালে থাকার পর চিকিৎসার খরচ জোগাতে পারছিলেন না৷ সেইসময় রাহুলের চিকিৎসার খরচ জুগিয়েছিলেন সলমন খান৷
advertisement
6/6
সাক্ষাৎকারে রাহুলের বোন আরও জানিয়েছেন, এলএসি-এর পরিচালক কিছু বিল মেটান এবং বাকি যেটা বাকি ছিল সেটা সলমন খান পুরোটাই মিটিটে দেন৷ তবে একথা আজ পর্যন্ত কাউকে জানাননি সলমন৷ রাহুলও একথা সাক্ষাৎকারে স্বীকার করেছেন এবং সলমনকে ধন্যবাদ জানিয়েছেন৷
সাক্ষাৎকারে রাহুলের বোন আরও জানিয়েছেন, এলএসি-এর পরিচালক কিছু বিল মেটান এবং বাকি যেটা বাকি ছিল সেটা সলমন খান পুরোটাই মিটিটে দেন৷ তবে একথা আজ পর্যন্ত কাউকে জানাননি সলমন৷ রাহুলও একথা সাক্ষাৎকারে স্বীকার করেছেন এবং সলমনকে ধন্যবাদ জানিয়েছেন৷
advertisement
advertisement
advertisement