Rahul-Priyanka: ১৩ পেরিয়ে ১৪! সামনে এল প্রেম-ভালবাসায় মাখা রাহুল-প্রিয়াঙ্কার বিবাহ-বার্ষিকীর বিশেষ মুহূর্ত!

Last Updated:
Rahul-Priyanka: বিবাহ বিচ্ছেদ আর নয়! এখন শুধুই ভালবাসার সময়! ১৪-তে পা দিল রাহুল-প্রিয়াঙ্কার বিয়ে! সব ভুলে বিবাহ বার্ষিকীতে আবেগে ভাসলেন এই জুটি!
1/6
রাহুল ও প্রিয়াঙ্কা! টলিউডের এই দম্পতি যেন ঝড়ের মতো! সব কিছুতেই ডানা মেলে উড়তে পারেন তাঁরা! সেই ছোট্ট বয়সে এক সঙ্গে কাজ করা শুরু করে এই জুটি! কাজ করতে করতেই প্রেম ভালবাসা ও বিয়ে। photo source collected
রাহুল ও প্রিয়াঙ্কা! টলিউডের এই দম্পতি যেন ঝড়ের মতো! সব কিছুতেই ডানা মেলে উড়তে পারেন তাঁরা! সেই ছোট্ট বয়সে এক সঙ্গে কাজ করা শুরু করে এই জুটি! কাজ করতে করতেই প্রেম ভালবাসা ও বিয়ে। photo source collected
advertisement
2/6
বিয়ের বেশ কয়েক বছর পর জীবনে ঝড় আসে এই জুটির। ২০১৮ সালে বিবাহ বিচ্ছেদের মামলা করেন এই জুটি। ততদিনে তাঁদের ছেলে সবুজ এসে গিয়েছে এই জুটির জীবনে। তবে এ বছরের এপ্রিল থেকে শোনা যায় যে বিবাহ বিচ্ছেদ মামলা তুলে নিচ্ছেন তাঁরা! photo source collected
বিয়ের বেশ কয়েক বছর পর জীবনে ঝড় আসে এই জুটির। ২০১৮ সালে বিবাহ বিচ্ছেদের মামলা করেন এই জুটি। ততদিনে তাঁদের ছেলে সবুজ এসে গিয়েছে এই জুটির জীবনে। তবে এ বছরের এপ্রিল থেকে শোনা যায় যে বিবাহ বিচ্ছেদ মামলা তুলে নিচ্ছেন তাঁরা! photo source collected
advertisement
3/6
ঠিক তার পরেই সত্যিই মামলা তুলে নিয়ে আবার একসঙ্গে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেন রাহুল-প্রিয়াঙ্কা! ছেলে সবুজের জন্যই এই সিদ্ধান্ত তাঁদের! যদিও বিচ্ছেদ মামলা করার পরেও ছেলেকে বুঝতে দেননি যে তাঁরা আলাদা হচ্ছেন। নিয়ম করে সবুজের সঙ্গে থাকতেন রাহুল ও প্রিয়াঙ্কা! photo source collected
ঠিক তার পরেই সত্যিই মামলা তুলে নিয়ে আবার একসঙ্গে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেন রাহুল-প্রিয়াঙ্কা! ছেলে সবুজের জন্যই এই সিদ্ধান্ত তাঁদের! যদিও বিচ্ছেদ মামলা করার পরেও ছেলেকে বুঝতে দেননি যে তাঁরা আলাদা হচ্ছেন। নিয়ম করে সবুজের সঙ্গে থাকতেন রাহুল ও প্রিয়াঙ্কা! photo source collected
advertisement
4/6
টলি পাড়ায় কান পাতলেই শোনা যায়, শুধু সবুজের জন্য নয় এ বছরের দোলের সময় থেকেই নাকি আবার প্রেমের ফুল ফোটে এই দম্পতির মনে। তারপরেই নতুন সিদ্ধান্ত নেন তাঁরা! তবে সন্তানের জন্য হোক বা ভালবাসার টানে, এমন সিদ্ধান্ত ক'জন নিতে পারেন! photo source collected
টলি পাড়ায় কান পাতলেই শোনা যায়, শুধু সবুজের জন্য নয় এ বছরের দোলের সময় থেকেই নাকি আবার প্রেমের ফুল ফোটে এই দম্পতির মনে। তারপরেই নতুন সিদ্ধান্ত নেন তাঁরা! তবে সন্তানের জন্য হোক বা ভালবাসার টানে, এমন সিদ্ধান্ত ক'জন নিতে পারেন! photo source collected
advertisement
5/6
অভিনেত্রী সন্দীপ্তার নাম জড়িয়েছিল রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্ক ভাঙার জন্য! যদিও সন্দীপ্তা কিন্তু সব সময় বলেছেন তাঁরা ভাল বন্ধু ছাড়া আর কিছুই নন। এমনকি রাহুল ও প্রিয়াঙ্কার এই নতুন করে সংসার করার সিদ্ধান্তেও সন্দীপ্তাকে খুশি হতেই দেখা যায়! ভুল বোঝাবোঝি দাম্পত্যের একটা অংশ। কিন্তু তা কাটিয়ে কাছে আসতে পারাটাই আসল আনন্দের! photo source collected
অভিনেত্রী সন্দীপ্তার নাম জড়িয়েছিল রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্ক ভাঙার জন্য! যদিও সন্দীপ্তা কিন্তু সব সময় বলেছেন তাঁরা ভাল বন্ধু ছাড়া আর কিছুই নন। এমনকি রাহুল ও প্রিয়াঙ্কার এই নতুন করে সংসার করার সিদ্ধান্তেও সন্দীপ্তাকে খুশি হতেই দেখা যায়! ভুল বোঝাবোঝি দাম্পত্যের একটা অংশ। কিন্তু তা কাটিয়ে কাছে আসতে পারাটাই আসল আনন্দের! photo source collected
advertisement
6/6
আর আজ রাহুল ও প্রিয়াঙ্কা তাঁদের দাম্পত্য জীবনের ১৩ বছর পার করলেন। ১৪তে পা দিলেন এই জুটি! নিজের সোশ্যাল মাধ্যমে ছবি পোস্ট করে সে কথা জানান রাহুল। সবুজ ও প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করে রাহুল লেখেন, "১৩ পার করে ১৪তে পড়লাম। হ্যাঁ আমরা বয়স্ক হচ্ছি। শুভ বিবাহ বার্ষিকী জানাই আমাদের।" এই পোস্ট দেখেই প্রশংসা করতে থাকেন নেটিজেনরা। তাঁদের নতুন পথ চলা সুখের হোক, এমনটাই চান ভক্তরা!photo source collected
আর আজ রাহুল ও প্রিয়াঙ্কা তাঁদের দাম্পত্য জীবনের ১৩ বছর পার করলেন। ১৪তে পা দিলেন এই জুটি! নিজের সোশ্যাল মাধ্যমে ছবি পোস্ট করে সে কথা জানান রাহুল। সবুজ ও প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করে রাহুল লেখেন, "১৩ পার করে ১৪তে পড়লাম। হ্যাঁ আমরা বয়স্ক হচ্ছি। শুভ বিবাহ বার্ষিকী জানাই আমাদের।" এই পোস্ট দেখেই প্রশংসা করতে থাকেন নেটিজেনরা। তাঁদের নতুন পথ চলা সুখের হোক, এমনটাই চান ভক্তরা!photo source collected
advertisement
advertisement
advertisement