Rafiath Rashid Mithila : রঙ্গন থেকে অপরাজিতা, সৃজিত-ঘরণির বাগান আলো করে আছে ফুলের রঙিন হাসি
Bangla Digital Desk
1/ 8
মডেলিং, অভিনয়ের পাশাপাশি অন্যতম শখ বাগান এবং ফুল ৷ বলছে মিথিলার ট্যুইটার হ্যান্ডল ৷
2/ 8
ট্যুইটার হ্যান্ডলে নিজের বাগানের ছবি শেয়ার করেছেন মিথিলা ৷
3/ 8
রং বেরঙের ফুল আলো করে আছে সৃজিত ঘরণীর বাগিচা ৷
4/ 8
অ্যালামন্ডা, রঙ্গন, অপরাজিতা-সহ বিভিন্ন ফুলের ছবিতে মিথিলা ক্যাপশন দিয়েছেন ‘ফ্লাওয়ার থেরাপি’ ৷
5/ 8
মিথিলার বাগানের রঙিন সে সব ছবি ঘিরে উচ্ছ্বসিত নেটিজেনরা ৷
6/ 8
বাংলাদেশ থেকে ভারতে এসেছেন মিথিলা ৷ দীর্ঘ দিন পর দেখা হয়েছে স্বামী সৃজিতের সঙ্গে ৷ সম্প্রতি কলকাতায় মিথিলার মেয়ে আয়রার চোখে অস্ত্রোপচারও করা হল ৷
7/ 8
কাজের দিক দিয়েও মিথিলা এখন শিরোনামে ৷ শোনা যাচ্ছে, এই প্রথম রাজর্ষি দে-র পরিচালনায় টলিউডের ছবিতে অভিনয় করবেন তিনি ৷
8/ 8
টালিগঞ্জের অন্দরমহলের খবর শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অনুসারে তৈরি হবে সিনেমাটি ৷ মিথিলার সঙ্গে অভিনয় করবেন টলিউডের একঝাঁক শিল্পী ৷ তবে মিথিলা এখনও এই ছবির বিষয়ে সংবাদমাধ্যমে কিছু বলেননি ৷