Rachana Banerjee Popularity: কাজ আর সংসার, কোনও গসিপে নেই নায়িকা! রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় ছুঁলেন আকাশ!

Last Updated:
Rachana Banerjee Didi No 1: রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ছুঁল আকাশ! কথায় বলে সাফল্যে শেষ সীমা আকাশ, স্কাই ইঝ দা লিমিট! সেই আকাশ ছুঁল অভিনেত্রীর জনপ্রিয়তা৷
1/6
রচনা বন্দ্যোপাধ্যায় মানে শুধুই কাজ ও নিজের সংসার-সন্তান সামলানো৷ বাংলার পাশাপাশি আঞ্চলিক ছবি এবং হিন্দি ছবিতেও কাজ করেছেন বাঙালি অভিনেত্রী৷ তবে রিয়ালিটি শো দিদি নম্বর ১ তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শিখরে৷ তিনি এখন শুধুই টেলিভিশনের দিদি নম্বর ১!
রচনা বন্দ্যোপাধ্যায় মানে শুধুই কাজ ও নিজের সংসার-সন্তান সামলানো৷ বাংলার পাশাপাশি আঞ্চলিক ছবি এবং হিন্দি ছবিতেও কাজ করেছেন বাঙালি অভিনেত্রী৷ তবে রিয়ালিটি শো দিদি নম্বর ১ তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শিখরে৷ তিনি এখন শুধুই টেলিভিশনের দিদি নম্বর ১!
advertisement
2/6
রচনা বন্দ্যোপাধ্যায়ের শোয়ের মান অত্যন্ত ভাল৷ মহিলাদের অনেক সমস্যা নিয়ে যেমন তিনি কথা বলেন, তেমনই তাঁর শোতে জায়গা করে নেন প্রান্তিক অনেক মহিলা যাঁরা প্রতিনিয়ত সংগ্রাম করছেন৷ তাঁর এই শোর টিআরপি সবসময় উর্দ্ধমুখী৷
রচনা বন্দ্যোপাধ্যায়ের শোয়ের মান অত্যন্ত ভাল৷ মহিলাদের অনেক সমস্যা নিয়ে যেমন তিনি কথা বলেন, তেমনই তাঁর শোতে জায়গা করে নেন প্রান্তিক অনেক মহিলা যাঁরা প্রতিনিয়ত সংগ্রাম করছেন৷ তাঁর এই শোর টিআরপি সবসময় উর্দ্ধমুখী৷
advertisement
3/6
এবার সেই রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ছুঁল আকাশ! কথায় বলে সাফল্যে শেষ সীমা আকাশ, স্কাই ইঝ দা লিমিট! সেই আকাশ ছুঁল অভিনেত্রীর জনপ্রিয়তা৷
এবার সেই রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ছুঁল আকাশ! কথায় বলে সাফল্যে শেষ সীমা আকাশ, স্কাই ইঝ দা লিমিট! সেই আকাশ ছুঁল অভিনেত্রীর জনপ্রিয়তা৷
advertisement
4/6
বেড়াতে যাচ্ছিলেন রচনা৷ উঠেছিলেন ইন্ডিগোর বিমানে৷ অবশ্যই তাঁর জন্য ছিল কিছু বাড়তি ব্যবস্থা৷ এয়ারহোস্টেসরা তাঁকে একটি নোট দিলেন৷ সেখানে তাঁরা রচনা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানালেন তাঁদের সহযাত্রী হওয়ার জন্য৷ রচনাকে তাঁরা খুবই শ্রদ্ধা করেন বলে লিখেছেন তাঁরা৷ নিজেই সেই লেখা সকলের সঙ্গে ভাগ করে নিলেন রচনা৷
বেড়াতে যাচ্ছিলেন রচনা৷ উঠেছিলেন ইন্ডিগোর বিমানে৷ অবশ্যই তাঁর জন্য ছিল কিছু বাড়তি ব্যবস্থা৷ এয়ারহোস্টেসরা তাঁকে একটি নোট দিলেন৷ সেখানে তাঁরা রচনা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানালেন তাঁদের সহযাত্রী হওয়ার জন্য৷ রচনাকে তাঁরা খুবই শ্রদ্ধা করেন বলে লিখেছেন তাঁরা৷ নিজেই সেই লেখা সকলের সঙ্গে ভাগ করে নিলেন রচনা৷
advertisement
5/6
নিজেই সেই লেখা সকলের সঙ্গে ভাগ করে নিলেন রচনা৷
নিজেই সেই লেখা সকলের সঙ্গে ভাগ করে নিলেন রচনা৷
advertisement
6/6
বেড়াতে যেতে খুব ভালবাসেন রচনা৷ মাঝেমধ্যেই কাজের ফাঁকে তিনি বেরিয়ে পড়েন দেশ বিদেশ৷ সঙ্গী তাঁর একমাত্র ছেলে৷
বেড়াতে যেতে খুব ভালবাসেন রচনা৷ মাঝেমধ্যেই কাজের ফাঁকে তিনি বেরিয়ে পড়েন দেশ বিদেশ৷ সঙ্গী তাঁর একমাত্র ছেলে৷
advertisement
advertisement
advertisement