Raai Laxmi: প্লাস্টিক সার্জারিতেই কি এমন মেকওভার? জল্পনায় জল ঢেলে বিষয়টা খোলসা করলেন দক্ষিণী অভিনেত্রী রাই লক্ষ্মী!
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
শুধু দক্ষিণী ছবির দুনিয়াতেই নয়, হিন্দি ছবির জগতেও অভিনয় করেছেন সুন্দরী এই অভিনেত্রী। ‘আকিরা’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন রাই লক্ষ্মী।
advertisement
advertisement
শুধু রেখাই নন, এই পদ্ধতি অবলম্বন করেছেন শ্রীদেবী, প্রিয়াঙ্কা চোপড়া, সামন্থা রুথ প্রভু, অনুষ্কা শর্মার মতো অভিনেত্রীরাও। তবে দক্ষিণী অভিনেত্রী রাই লক্ষ্মী এই মুহূর্তে চর্চার কেন্দ্রে রয়েছেন। কারণ তিনি মেকওভার করেছেন না কি প্লাস্টিক সার্জারি - তা নিয়ে তুমুল চর্চা হচ্ছে ভক্তমহলে। কিন্তু আসল সত্যিটা কী? আসলে তাঁর সৌন্দর্য আর ফিটনেস চোখে পড়ার মতো।
advertisement
হামেশাই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেন। আর তা ভাইরালও হয়। সাম্প্রতিক অতীতে অভিনেত্রীর মেকওভারের ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছিল। বিকিনিতে উষ্ণতার পরশ ছড়িয়ে দিয়েছিলেন ইনস্টাগ্রামের পাতায়। সেখানে রাই লক্ষ্মীর ক্যাপশন থেকে বোঝা গিয়েছিল যে, তিনি কোনও সার্জারি নয়, বরং কঠোর পরিশ্রম করে নিজেকে ফিট রেখেছেন। এমনকী জানিয়েছিলেন যে, নিজেকে নতুন ভাবে ফিরে পেয়ে উচ্ছ্বসিত তিনি।
advertisement
মলয়ালম ছবির জনপ্রিয় নায়িকা তিনি। দিলীপ, মামুথি এবং মোহনলালের মতো সুপারস্টারদের বিপরীতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। আসল নাম তাঁর লক্ষ্মী রাই। কিন্তু ফিল্মি দুনিয়ায় এসে রাই লক্ষ্মী নামে পরিচিতি লাভ করেন। তাঁর প্রথম মলয়ালম ছবি হল ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘রক অ্যান্ড রোল’। এর আগেই অবশ্য পদার্পণ করেছিলেন ছবির দুনিয়ায়।
advertisement
advertisement