Puja Banerjee Weds Kunal Verma|| ছেলেকে কোলে নিয়েই বিয়ের পিঁড়িতে পূজা-কুনাল, গোয়ায় ৩ দিনের রাজকীয় আয়োজন, দেখুন ছবিতে...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Puja Banerjee to marry traditionally in Goa: ছেলেকে ঘোড়ায় চাপিয়ে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়কে (Puja Banerjee) বিয়ে করতে যাবেন অভিনেতা কুনাল ভার্মা (Kunal Verma)। বিয়ের পুরো সময়টাতেও পূজা বা কুনালের কোলেই থাকবে ছোট্ট কৃষিব।
advertisement
advertisement
*ইতিমধ্যেই খুদের অন্নপ্রাশনও হয়ে গিয়েছে। তার পূজার বহুদিনের ইচ্ছাপূরনে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। কুনাল (Kunal Verma) জানিয়েছেন, ছেলে হওয়ার পরে তাঁরা দু'জনেই তাঁকে দেখাশুনা করতে ব্যস্ত ছিলেন। এখন ছেলে একটু বড় হয়েছে, তাই পূজার বহুদিনের শখ পূরণ করতেই সামাজিক বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একেবারে সব নিমন মেনেই হবে বিয়ের অনুষ্ঠান। সংগৃহীত ছবি।
advertisement
*কুনাল জানিয়েছেন, তাঁর মা বলেছিলেন কাছের আত্মীয় এবং বন্ধুদের নিয়ে আর্য সমাজে রীতি মেনে বিয়ের অনুষ্ঠান সেরে নিতে। কিন্তু তাঁরা তাতে রাজি ছিলেন না। সব সময়ের চেয়েছিলেন ডেস্টিনেশন ওয়েডিং করতে। তার জন্য মুম্বই, পঞ্চগনি, মহাবালেশ্বরের বিভিন্ন জায়গাও দেখেছেন। শেষপর্যন্ত গোয়াতেই বিয়ের অনুষ্ঠান হচ্ছে আগামী ১৫ নভেম্বর। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement