মাত্র ১৫ বছর বয়সে প্রেমে পড়ে বাড়ি ছেড়েছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়; তারপর যা হয়েছিল…

Last Updated:
Puja Banerjee Life Story: সৌন্দর্য এবং অভিনয়ের জাদুতে ভক্তদের মুগ্ধ করেছেন তিনি। শুধুমাত্র টেলিভিশনেই নয়, একাধিক বাংলা-হিন্দি ছবিতেও অভিনয় করেছেন পূজা।
1/7
‘দেবো কে দেব মহাদেব’ ধারাবাহিকের হাত ধরে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সৌন্দর্য এবং অভিনয়ের জাদুতে ভক্তদের মুগ্ধ করেছেন তিনি।
‘দেবো কে দেব মহাদেব’ ধারাবাহিকের হাত ধরে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সৌন্দর্য এবং অভিনয়ের জাদুতে ভক্তদের মুগ্ধ করেছেন তিনি।
advertisement
2/7
শুধুমাত্র টেলিভিশনেই নয়, একাধিক বাংলা-হিন্দি ছবিতেও অভিনয় করেছেন পূজা। অগণিত ভক্তও রয়েছে অভিনেত্রীর। তবে পূজার এই সফর ততটা মসৃণ ছিল না। মাত্র ১৫ বছর বয়স থেকেই প্রচুর স্ট্রাগল করতে হয়েছে তাঁকে। Photo: Instagram
শুধুমাত্র টেলিভিশনেই নয়, একাধিক বাংলা-হিন্দি ছবিতেও অভিনয় করেছেন পূজা। অগণিত ভক্তও রয়েছে অভিনেত্রীর। তবে পূজার এই সফর ততটা মসৃণ ছিল না। মাত্র ১৫ বছর বয়স থেকেই প্রচুর স্ট্রাগল করতে হয়েছে তাঁকে। Photo: Instagram
advertisement
3/7
একটি টক শো-এ নিজের সেই গল্প ভাগ করে নিয়েছেন পূজা। সেখানে তিনি বলেন, মাত্র ১৫ বছর বয়সে প্রেমে পড়েছিলেন। সুন্দরী অভিনেত্রী অনুভব করেছেন যে, এই ঘটনাকে কেন্দ্র করেই তাঁর জীবন আবর্তিত হয়েছে। আসলে প্রেমের টানে ঘর ছেড়ে মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন পূজা। তবে কোনও কারণে সেই সম্পর্ক টেকেনি। Photo: Instagram
একটি টক শো-এ নিজের সেই গল্প ভাগ করে নিয়েছেন পূজা। সেখানে তিনি বলেন, মাত্র ১৫ বছর বয়সে প্রেমে পড়েছিলেন। সুন্দরী অভিনেত্রী অনুভব করেছেন যে, এই ঘটনাকে কেন্দ্র করেই তাঁর জীবন আবর্তিত হয়েছে। আসলে প্রেমের টানে ঘর ছেড়ে মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন পূজা। তবে কোনও কারণে সেই সম্পর্ক টেকেনি। Photo: Instagram
advertisement
4/7
ফলে অভিনেত্রী একা হয়ে পড়েন। কিন্তু বাড়ি ফিরে যাননি। তখন পূজা ঠিক করেন যে, তাঁর কারণে তাঁর মা-বাবাকে যে হেনস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেটা নিজের কৃতিত্বের মাধ্যমে পূরণ করবে তিনি। দৃঢ় সংকল্প নিয়ে কঠোর পরিশ্রম করে ধীরে ধীরে সাফল্যের মুখ দেখেন পূজা। আর এই স্ট্রাগলের সময়ই তাঁর জীবনে আসেন কুণাল ভার্মা। Photo: Instagram
ফলে অভিনেত্রী একা হয়ে পড়েন। কিন্তু বাড়ি ফিরে যাননি। তখন পূজা ঠিক করেন যে, তাঁর কারণে তাঁর মা-বাবাকে যে হেনস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেটা নিজের কৃতিত্বের মাধ্যমে পূরণ করবে তিনি। দৃঢ় সংকল্প নিয়ে কঠোর পরিশ্রম করে ধীরে ধীরে সাফল্যের মুখ দেখেন পূজা। আর এই স্ট্রাগলের সময়ই তাঁর জীবনে আসেন কুণাল ভার্মা। Photo: Instagram
advertisement
5/7
‘তুঝ সঙ্গ প্রীত লাগাই সজনা’-য় যখন প্রধান চরিত্রে অভিনয় করছিলেন, সেই সময়ই কুণালের সঙ্গে আলাপ। পূজা বলেন, একটা স্ক্রিন টেস্টের জন্য এসেছিলেন কুণাল। সেই সময় থেকেই কুণালকে পছন্দ করতে শুরু করেন। অভিনেত্রী আরও বলেন, মুম্বইয়ে সব সময় তাঁর পাশে স্তম্ভের মতো ছিলেন কুণাল। Photo: Instagram
‘তুঝ সঙ্গ প্রীত লাগাই সজনা’-য় যখন প্রধান চরিত্রে অভিনয় করছিলেন, সেই সময়ই কুণালের সঙ্গে আলাপ। পূজা বলেন, একটা স্ক্রিন টেস্টের জন্য এসেছিলেন কুণাল। সেই সময় থেকেই কুণালকে পছন্দ করতে শুরু করেন। অভিনেত্রী আরও বলেন, মুম্বইয়ে সব সময় তাঁর পাশে স্তম্ভের মতো ছিলেন কুণাল। Photo: Instagram
advertisement
6/7
প্রায় ৯ বছর ডেট করেন এই জুটি। এরপর ২০২০ সালের মার্চ মাসে আইনি বিবাহ সেরে ফেলেন। আর ২০২১ সালের ১৬ ডিসেম্বর সামাজিক রীতি-নীতি মেনে গাঁটছড়া বাঁধেন। আর সবথেকে ভাল বিষয় হল, পূজা-কুণালের ১ বছর বয়সী পুত্র কৃশভ এই বিয়ের সাক্ষী হয়েছিল। Photo: Instagram
প্রায় ৯ বছর ডেট করেন এই জুটি। এরপর ২০২০ সালের মার্চ মাসে আইনি বিবাহ সেরে ফেলেন। আর ২০২১ সালের ১৬ ডিসেম্বর সামাজিক রীতি-নীতি মেনে গাঁটছড়া বাঁধেন। আর সবথেকে ভাল বিষয় হল, পূজা-কুণালের ১ বছর বয়সী পুত্র কৃশভ এই বিয়ের সাক্ষী হয়েছিল। Photo: Instagram
advertisement
7/7
প্রসঙ্গত পূজা কাজ করেছেন ‘শ্রীমতী স্বরা রাজে দেশমুখ সর্বগুণ সম্পন্না’, ‘জগ জননী মা বৈষ্ণোদেবী-কথা মাতা রানি কি’-সহ আরও ধারাবাহিকে কাজ করেছেন। এর পাশাপাশি ‘হইচই আনলিমিটেড’, ‘বিবাহ অভিযান’, ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’-সহ আরও ছবিতেও অভিনয় করেছেন। Photo: Instagram
প্রসঙ্গত পূজা কাজ করেছেন ‘শ্রীমতী স্বরা রাজে দেশমুখ সর্বগুণ সম্পন্না’, ‘জগ জননী মা বৈষ্ণোদেবী-কথা মাতা রানি কি’-সহ আরও ধারাবাহিকে কাজ করেছেন। এর পাশাপাশি ‘হইচই আনলিমিটেড’, ‘বিবাহ অভিযান’, ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’-সহ আরও ছবিতেও অভিনয় করেছেন। Photo: Instagram
advertisement
advertisement
advertisement