Puja Banerjee: সমুদ্রতট থেকে বাথটাবে নগ্নতা ! নেটিজেনদের বুকে আগুন ধরালেন টলি নায়িকা !

Last Updated:
Puja Banerjee: পূজার একের পর ছবিতে রাতের ঘুম উড়েছে টলিউডের ! দেখুন ছবি
1/7
পূজা বন্দ্যোপাধ্যায়। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। পূজা কিছুদিন আগেই দ্বিতীয়বার বিয়ে করেছেন কুনাল বর্মাকে। photo source Instagram
পূজা বন্দ্যোপাধ্যায়। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। পূজা কিছুদিন আগেই দ্বিতীয়বার বিয়ে করেছেন কুনাল বর্মাকে। photo source Instagram
advertisement
2/7
তাঁদের আইনি বিয়ে আগেই হয়েছিল। তারপর ফের তাঁরা নিয়ম মেনে বিয়ে করেন। সামাজিক বিয়ের আগেই যদিও পূজা-কুনালের ঘরে এসেছে তাঁদের সন্তান। photo source Instagram
তাঁদের আইনি বিয়ে আগেই হয়েছিল। তারপর ফের তাঁরা নিয়ম মেনে বিয়ে করেন। সামাজিক বিয়ের আগেই যদিও পূজা-কুনালের ঘরে এসেছে তাঁদের সন্তান। photo source Instagram
advertisement
3/7
পূজা-কুনালের মিষ্টি ছেলের নাম কৃষিভ। বিয়ে ও সন্তানের পর ফের কাজ শুরু করেছেন পূজা।photo source Instagram
পূজা-কুনালের মিষ্টি ছেলের নাম কৃষিভ। বিয়ে ও সন্তানের পর ফের কাজ শুরু করেছেন পূজা।photo source Instagram
advertisement
4/7
মডেলিং দিয়েই কাজ শুরু করতে দেখা গেল পূজাকে। বলিউডেই সিরিয়ালে আপাতত অভিনয় করতে দেখা যায় নায়িকাকে। photo source Instagram
মডেলিং দিয়েই কাজ শুরু করতে দেখা গেল পূজাকে। বলিউডেই সিরিয়ালে আপাতত অভিনয় করতে দেখা যায় নায়িকাকে। photo source Instagram
advertisement
5/7
তবে আজকাল চর্চায় রয়েছে পূজার এই সাহসী ফটোশ্যুটের সব ছবিই। প্রতিটি ছবিতেই বেশ সাহসী তিনি।
তবে আজকাল চর্চায় রয়েছে পূজার এই সাহসী ফটোশ্যুটের সব ছবিই। প্রতিটি ছবিতেই বেশ সাহসী তিনি।
advertisement
6/7
কখনও সমুদ্রতটে। কখনও আবার জমকালো পার্টি স্টাইলে ওয়েস্টার্নে সেজেছেন পূজা।
কখনও সমুদ্রতটে। কখনও আবার জমকালো পার্টি স্টাইলে ওয়েস্টার্নে সেজেছেন পূজা।
advertisement
7/7
আবার কখনও বাথটাবে সাবানের ফেনা গায়ে মেখে করেছেন ফটোশ্যুট। এই সব ছবিই তিনি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যা মুহূর্তে হয়েছে ভাইরাল।
আবার কখনও বাথটাবে সাবানের ফেনা গায়ে মেখে করেছেন ফটোশ্যুট। এই সব ছবিই তিনি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যা মুহূর্তে হয়েছে ভাইরাল।
advertisement
advertisement
advertisement